কিছু বর্ণমালা বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলা একাডেমি?

57
কিছু বর্ণমালা বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলা একাডেমি?
কিছু বর্ণমালা বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলা একাডেমি?

Published on: [post_published]

সম্প্রতি  ফেসবুকের একাধিক পেজ ও আইডি থেকে একটি স্ক্রিনশট ভাইরাল হয়েছে। যেখানে বলা হয়েছে ২০২৪ সালে বাংলা স্বরবর্ণ থেকে ঈ, ঊ, ঋ এবং বাংলা ব্যঞ্জনবর্ণ থেকে ঞ, ণ, ঢ়, ৎ বর্ণগুলো বাদ দেয়া হবে। দাবি করা হচ্ছে, বাংলা একাডেমির সভাপতি সেলিনা হোসেন নাকি এমন ঘোষণা দিয়েছেন! তবে ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা গেছে, বাংলা একাডেমি থেকে এমন কোনো ঘোষণা আসে নি। যে কারণে এমন দাবিগুলোকে মিথ্যা চিহ্নিত করা হয়েছে।

ছড়িয়ে পড়া এমন  কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান:

আলোচিত বিষয়টি জানতে বাংলা একাডেমির অফিশিয়াল ওয়েবসাইটে বিভিন্ন কি-ওয়ার্ড দ্বারা  সার্চ করে দেখা হয়। তবে সেখানে এ সংক্রান্ত কোনো তথ্য দেখা  যায়নি। পরবর্তীতে বিষয়টি নিয়ে জাতীয় গণমাধ্যমের বিভিন্ন প্রতিবেদন পর্যালোচনা করে দেখা হয়। দ্য ডেইলি স্টার পত্রিকার একটি প্রতিবেদনে দেখা যায়, বাংলা একাডেমির সভাপতি সেলিনা হোসেন  দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন, এ বিষয়ে তিনি কিছুই জানেন না। তবে বাংলা একাডেমি এমন কোনো সিদ্ধান্ত নেয়নি। যারা এ ধরনের বার্তা ছড়াচ্ছে তারা গুজব রটাচ্ছে। প্রতিবেদনটি দেখুন এখানে

উল্লেখ্য, এই স্ক্রিনশটটি ভাইরাল হবার পরে একাধিক সংবাদমাধ্যম বিষয়টি জানতে বাংলা একাডেমির সভাপতি সেলিনা হোসেনের সাথে যোগাযোগ করেছে। তিনি বিষয়টি পরিস্কার করে জানিয়েছেন যে, এ ধরণের দাবির কোনো ভিত্তি নেই। দেশরূপান্তর পত্রিকার একটি প্রতিবেদন দেখুন এখানে

সুতরাং ফেসবুকে ছড়িয়ে পড়া এমন দাবিগুলোকে ফ্যাক্টওয়াচ “মিথ্যা” সাব্যস্ত করেছে।

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh