রুমিন ফারহানাকে ধাওয়া করল ছাত্রলীগ, গুজব ছড়াল সাধারণ জনতার নামে!   

11
রুমিন ফারহানাকে ধাওয়া করল ছাত্রলীগ, গুজব ছড়াল সাধারণ জনতার নামে!    রুমিন ফারহানাকে ধাওয়া করল ছাত্রলীগ, গুজব ছড়াল সাধারণ জনতার নামে!   

Published on: [post_published]

সামাজিক মাধ্যম ফেসবুকে একটি পোস্ট ভাইরাল হয়েছে। যেখানে বলা হয়েছে রুমিন ফারহানাকে জনতা ধাওয়া করেছে। পুলিশ যেয়ে তাঁকে রক্ষা করেছে। এমন দাবির সপক্ষে প্রমাণ হিসেবে অনলাইন বাংলা ট্রিবিউন-এর লোগোসহ একটি স্ক্রিনশট প্রচার করা হয়েছে। কিন্তু বাংলা ট্রিবিউন পত্রিকায় প্রকাশিত এ সংক্রান্ত প্রতিবেদনটিতে ভিন্ন একটি শিরোনাম ব্যবহার করা হয়েছে। বাংলা ট্রিবিউন ও অন্যান্য গণমাধ্যমের প্রতিবেদনে অনুযায়ী, ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সভা শেষ করে ঢাকায় ফেরার পথে বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানার প্রাইভেটকার ধাওয়া করেছিল ছাত্রলীগের নেতাকর্মীরা। ফলে “সাধারণ জনতার” ধাওয়া হিসেবে এটাকে দেখা সত্যের অপলাপ মাত্র, যেখানে মূলধারার সংবাদপত্র ধাওয়াকারীদের পরিচয় নির্দিষ্ট করে উল্লেখ করেছে।

 

এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে

 

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান:

বিষয়টির বিস্তারিত জানতে বিভিন্ন কী-ওয়ার্ড ধরে গুগল সার্চ করে ৮ এপ্রিল ২০২৩ তারিখে বাংলা ট্রিবিউন থেকে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনটির শিরোনামে বলা হয়েছে, রুমিন ফারহানার প্রাইভেটকার ধাওয়া করলেন ছাত্রলীগ নেতারা, রক্ষা করলো পুলিশ। বিস্তারিত অংশে বলা হয়েছে, ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সভা শেষে ঢাকায় ফেরার পথে উপজেলা সদরের উচালিয়াপাড়া এলাকায় বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানার প্রাইভেটকার ধাওয়া করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। শনিবার (৮ এপ্রিল) বিকাল সাড়ে ৪ টার দিকে এ ঘটনা ঘটে। তবে ঘটনাস্থলে পুলিশ তৎপর থাকায় অল্পের জন্য হামলার হাত থেকে বেঁচে যান বিএনপির এই নেত্রী। বাংলা ট্রিবিউন থেকে প্রকাশিত প্রতিবেদনটি দেখুন এখানে

সময় টিভির একটি প্রতিবেদনে এ বিষয়ে শিরোনামে বলা হয়েছে, রুমিন ফারহানাকে ধাওয়া ছাত্রলীগের, পুলিশ পাহারায় ফিরলেন ঢাকায়। অর্থাৎ দুটি প্রতিবেদনেই উল্লেখ করা হয়েছে, ব্যারিস্টার রুমিন ফারহানাকে ছাত্রলীগের নেতাকর্মীরা ধাওয়া করেছিলেন।

অপরদিকে ভাইরাল স্ক্রিনশটটিতে বাংলা ট্রিবিউন পত্রিকা সাদৃশ্য একটি স্ক্রিনশটের বরাতে বলা হচ্ছে, রুমিন ফারহানাকে জনতা ধাওয়া করেছে। তবে বাংলা ট্রিবিউন পত্রিকার শিরোনামে উল্লেখ আছে যে রুমিন ফারহানার প্রাইভেটকার ধাওয়া করেন ছাত্রলীগ নেতারা, রক্ষা করে পুলিশ।

যে কারণে ভাইরাল স্ক্রিনশটগুলোকে ফ্যাক্টওয়াচ “মিথ্যা” সাব্যস্ত করছে। কেননা এই স্ক্রিনশটে যে পত্রিকার লোগো ব্যবহার করা হয়েছে, তার সাথে ঐ পত্রিকার মূল প্রতিবেদনের কোনো মিল পাওয়া যাচ্ছে না।

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

No Factcheck schema data available.