মিয়ানমার সীমান্তে বাংলাদেশ সেনাবাহিনী আক্রমণ চালিয়েছে?

51
মিয়ানমার সীমান্তে বাংলাদেশ সেনাবাহিনী আক্রমণ চালিয়েছে?
মিয়ানমার সীমান্তে বাংলাদেশ সেনাবাহিনী আক্রমণ চালিয়েছে?

Published on: [post_published]

সম্প্রতি “মিয়ানমার সীমান্তে এবার আক্রমণ চালালো বাংলাদেশ সেনাবাহিনী যুদ্ধ” ক্যাপশনে একটি ভিডিও ফেসবুকে প্রকাশিত হয়েছে। অনুসন্ধানে দেখা গেছে, ভিন্ন ভিন্ন সময়ে বাংলাদেশ সেনাবাহিনীর অনুশীলনের কিছু ভিডিও জোড়া দিয়ে ফেসবুকে ভাইরাল ভিডিওটি তৈরি করা হয়েছে। অর্থাৎ ভাইরাল ভিডিওটি যুদ্ধ বা আক্রমণের কোন ভিডিও নয়। এছাড়া সাম্প্রতিক সময়ে বাংলাদেশ সেনাবাহিনী মিয়ানমার সীমান্তে আক্রমণ চালিয়েছে — এমন কোনো সংবাদ মূলধারার কোন সংবাদমাধ্যমে পাওয়া যায় নি।

ফেসবুকে মিথ্যা ক্যাপশনে প্রকাশিত কিছু ভিডিও দেখুন এখানে, এখানে এবং এখানে

ভাইরাল হওয়া ভিডিওটি সম্পর্কে বিস্তারিত তথ্য পেতে একাধিক কী-ওয়ার্ডের মাধ্যমে গুগলে অনুসন্ধান করে ফ্যাক্টওয়াচ টিম। অনুসন্ধান থেকে জানা যায়, ফেসবুকে যে ভিডিওটি ভাইরাল হয়েছে, সেটি মূলত বাংলাদেশ সেনাবাহিনীর কয়েক বছর আগের অনুশীলনের কিছু ফুটেজ জোড়া দিয়ে বানানো। ২০২০ এবং ২০২১ সালে এ ধরণের ভিডিও ইউটিউবে প্রকাশিত হয়েছে, যার সাথে  ভাইরাল ভিডিওটির বেশ মিল রয়েছে। নির্দিষ্ট করে বললে, চট্টগ্রামে সেনাবাহিনীর ফিল্ড ফায়ারিংয়ের এবং কমান্ডোদের প্যারাসুট জাম্পের কিছু ভিডিও কয়েক বছর আগে ইউটিউবে আপলোড করা হয়েছে। বর্তমানে সেই ভিডিওগুলোকে জোড়া দিয়ে উক্ত ক্যাপশনে ফেসবুকে ভাইরাল করা হয়েছে। সে ভিডিওগুলো দেখুন এখানে, এখানে, এবং এখানে

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে মিয়ানমার থেকে ছোঁড়া কিছু গোলা বাংলাদেশ সীমান্তে এসে পড়েছে বলে খবর পাওয়া গেছে। যার কারণে বাংলাদেশ সেনাবাহিনী এবং বর্ডার গার্ড বাংলাদেশ সতর্ক অবস্থায় আছে। বাংলাদেশ সরকার মিয়ানমার দূতাবাসকে তলব করে কড়া প্রতিবাদ জানিয়েছে। তবে এর প্রতিবাদে বাংলাদেশ সেনাবাহিনী কিংবা বর্ডার গার্ড বাংলাদেশ এখন পর্যন্ত মিয়ানমার সীমান্তে কোনো আক্রমণ চালায়নি। কিন্তু এই টেনশনকে পুঁজি করে পুরনো কিছু ভিডিও মিথ্যা ক্যাপশনে ফেসবুকে প্রকাশ করে জনমনে বিভ্রান্তি ছড়ানো হয়েছে।

সঙ্গত কারণে এই ভিডিওর ক্যাপশনটিকে ফ্যাক্টওয়াচ “মিথ্যা” সাব্যস্ত করছে।

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

No Factcheck schema data available.