পুরোনো ভিডিওকে ছাত্রলীগের সাম্প্রতিক প্রতিবাদ মিছিল বলে প্রচার

42
পুরোনো ভিডিওকে ছাত্রলীগের সাম্প্রতিক প্রতিবাদ মিছিল বলে প্রচার
পুরোনো ভিডিওকে ছাত্রলীগের সাম্প্রতিক প্রতিবাদ মিছিল বলে প্রচার

সম্প্রতি ফেসবুকে একটি মিছিলের ভিডিও পোস্ট করে দাবি করা হচ্ছে যে, এটি গত ৫ ফেব্রুয়ারি ৩২ নম্বরের বাড়ি ভাঙার  প্রতিবাদে ছাত্রলীগের মিছিল। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যাচ্ছে যে, মিছিলটি ২০২০ সালের ৫ ডিসেম্বর কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙার প্রতিবাদ এবং জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাংলাদেশ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ।

এ ধরনের পোস্টগুলোর কয়েকটি এখানে, এখানে, এখানে

রিভার্স ইমেজ সার্চের সাহায্যে সাংবাদিক জাকারিয়া ইবনে ইউসুফের ফেসবুক পেজ থেকে ২০২০ সালের ০৫ ডিসেম্বর প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওটির সঙ্গে সাম্প্রতিক প্রচারিত ভিডিওটির দৃশ্যের মিল খুঁজে পাওয়া যায়।

যুগান্তরের ফেসবুক পেজ থেকেও একই ভিডিও পোস্ট করা হয় ২০২০ সালে।

আসল মিছিলের লিংকটি এখানে (এখানে)।

২০২০ সালের ৫ ডিসেম্বর কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙা হয়। ঢাকায় বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনে হেফাজতে ইসলামসহ কয়েকটি ইসলামী দলের বিরোধিতার মধ্যে কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর নির্মাণাধীন একটি ভাস্কর্য ভাঙচুর করা হয়, মিছিলটি সেই সময়ের। 

প্রসঙ্গত, ৫ ফেব্রুয়ারি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়লে ৩২ নম্বরের বাড়ি ভেঙে ফেলা হয়।

ফলে দুই সময়ের দুটি ভিডিও পর্যালোচনা করে ফ্যাক্টওয়াচ, পুরোনো ভিডিওকে সাম্প্রতিক দাবি করা পোষ্টগুলোকে “মিথ্যা” হিসেবে সাব্যস্ত করছে। 

Claim:
সম্প্রতি ফেসবুকে একটি মিছিলের ভিডিও পোস্ট করে দাবি করা হচ্ছে যে, এটি গত ৫ ফেব্রুয়ারি ৩২ নম্বরের বাড়ি ভাঙার  প্রতিবাদে ছাত্রলীগের মিছিল।

Claimed By:
Facebook Users

Rating:
False

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে

এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে
ইমেইল করুনঃ contact@fact-watch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh