এ মাসের শুরুর দিক থেকে বাংলাদেশ-ভারত সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে। এ প্রেক্ষিতে ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হয়েছে। দাবি করা হচ্ছে, বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ ও ভারত সীমান্তে দুই দেশের বাসিন্দারা সাউন্ডবক্সে উচ্চস্বরে গান বাজানোর মাধ্যমে 'শব্দ যুদ্ধ’ করেছে। তবে ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে জানা যাচ্ছে, এটি ভারতের মুর্শিদাবাদের গোবিন্দপুর এলাকার ঘটনা। সেখানকার দুটি ইটভাটার কর্তৃপক্ষের পিকনিকের ঘটনা এটি। কোন দল কার থেকে বেশি শব্দে গান বাজাতে পারে এমন একটি প্রতিযোগিতা হয়। তাদের মধ্যে মূলত বিনোদনের জন্য এই প্রতিযোগিতাটি হয়েছিল।
ভিডিওটির কিছু কি-ফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করে ইউটিউবে ‘Robiul Funny’ নামক একটি চ্যানেল থেকে ১৭ জানুয়ারি “মুর্শিদাবাদ VS নদিয়া open a competition” শিরোনামে শেয়ার করা একটি ভিডিও পাওয়া যায়। এর সাথে ভাইরাল ভিডিওটি হুবহু মিলে যায়। একই চ্যানেলে এই ঘটনার আরো কিছু শর্টস আপলোড করা হয়েছে। এর মধ্যে “পিকনিক 2025 সাল” শিরোনামের একটি শর্টসে একটি সাউন্ড বক্সের গায়ে ‘সুপার সাউন্ড’ কথাটি লেখা দেখতে পাওয়া যায়। সেখানে সুপার সাউন্ডের যোগাযোগের নম্বর ও ঠিকানা হিসেবে নাটনা, পূর্বপাড়া, নদিয়া উল্লেখ করা হয়েছে।
রিভার্স ইমেজ সার্চে ইউটিউবের ওই চ্যানেলের ভিডিও ছাড়াও শাহিন শেখ নামক একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে একই ঘটনার ভিন্ন কিছু ভিডিও (১,২,৩)পাওয়া যায়। এই ভিডিওগুলোর সাউন্ড-বক্সগুলোতেও সুপার সাউন্ড এবং একই যোগাযোগের নম্বর ও ঠিকানা দেখা যাচ্ছে। এই নাম্বার ধরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা হলে শাহিন শেখকে পাওয়া যায়। শাহিন শেখ জানান, তিনি ভারতের নদিয়া জেলার বাসিন্দা এবং সাউন্ড বক্স সরবরাহের কাজ করে থাকেন। তিনি বলেন, ফেসবুকে ভাইরাল ভিডিওটি মুর্শিদাবাদের গোবিন্দপুর এলাকার। সেখানে দুটি ভিন্ন ইটভাটার কর্তৃপক্ষ পিকনিকের আয়োজন করে এবং বিনোদনের জন্য এ ধরনের প্রতিযোগিতা চালায়।
এ থেকে নিশ্চিত হওয়া যাচ্ছে যে, ভারতের মুর্শিদাবাদে আয়োজিত একটি পিকনিকে গান বাজানোর ঘটনাকে বাংলাদেশ-ভারত সীমান্তের দাবিতে ফেসবুকে ছড়ানো হচ্ছে। এসব ফেসবুক পোস্টে মানুষের প্রতিক্রিয়া থেকে দেখা যায়, সবাই মজা করেই এটি শেয়ার করছেন। সঙ্গত কারণে ফ্যাক্টওয়াচ এসব পোস্টকে ‘স্যাটায়ার বা কৌতুক’ হিসেবে চিহ্নিত করছে।
Claim: এ মাসের শুরুর দিক থেকে বাংলাদেশ-ভারত সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে। এ প্রেক্ষিতে ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হয়েছে। দাবি করা হচ্ছে, বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ ও ভারত সীমান্তে দুই দেশের বাসিন্দারা সাউন্ডবক্সে উচ্চস্বরে গান বাজানোর মাধ্যমে 'শব্দ যুদ্ধ’ করেছে।
Claimed By: Facebook Users
Rating: False
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের
নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে।
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।
কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে ইমেইল করুনঃ contact@fact-watch.org অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh