সম্প্রতি HELLO USA নামক একটি ইউটিউব চ্যানেলে বাংলাদেশ সরকারকে নিয়ে একটি ভিডিও পোস্ট করে দাবি করা হয়, আমেরিকাকে স্যাংশন দিয়েছে বাংলাদেশ। তবে, অনুসন্ধানে দেখা যায় যে, বাংলাদেশ আমেরিকাকে স্যাংশন দেয়নি। বরং আমেরিকা বাংলাদেশের নিরাপত্তা বাহিনী র্যাব এর উপর স্যাংশন দিয়েছে। ভিডিওটি পর্যালোচনা করে জানা গেছে, সম্প্রতি বাংলাদেশ এর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বক্তৃতায় আমেরিকাকে নিয়া যে কথা গুলো বলেছেন, এই ভিডিওতে সেই বক্তব্যের একটি বিকৃত ব্যাখ্যা তৈরি করার চেষ্টা করা হয়েছে। সঙ্গত কারণে ফ্যাক্টওয়াচ সামাজিক মাধ্যমে শেয়ারকৃত ভিডিওর দাবিকে “মিথ্যা” বলে সাব্যস্ত করছে।
Image: Example of a viral Facebook post
ফ্যাক্টওয়াচ এর অনুসন্ধান:
ভালোভাবে পর্যালোচনা করলে দেখা যায় যে, ভিডিওতে যে কথাগুলো বলা হয়েছে সেগুলো পু্রোপুরি ধারনাপ্রসূত এবং এই বিষয়ে মূলধারার গনমাধ্যমগুলোতে কোনো ধরনের তথ্য নেই।বরং মূলধারার গণমাধ্যমগুলো বলছে, আমেরিকা বাংলাদেশের নিরাপত্তা বাহিনী র্যাবকে স্যাংশন দিয়েছে রাজনৈতিক কারণে র্যাবকে ব্যবহার করার জন্য।
অতএব, এই ভিডিওটিতে প্রধানমন্ত্রীর বক্তব্য–এর প্রেক্ষিতে আমেরিকা ও বাংলাদেশ নিয়ে বিভিন্ন বিভ্রান্তিমূলক তথ্য প্রকাশ করা হয়যা পুরোপুরি বানোয়াট।
সুতরাং, সবকিছু বিবেচনা করে ফ্যাক্টওয়াচ সামাজিক মাধ্যমে শেয়ারকৃত ভিডিওটির দাবিকে “মিথ্যা” বলে সাব্যস্ত করছে।
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে। এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।