সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশের ভিডিওকে ভুল শিরোনামে প্রচার

14
সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশের ভিডিওকে ভুল শিরোনামে প্রচার সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশের ভিডিওকে ভুল শিরোনামে প্রচার

Published on: [post_published]

সম্প্রতি “শেষ রক্ষা হলো না মন্ত্রী মুরাদের, বয়কট করেছে নিজ জেলার মানুষ।“ ক্যাপশনে ২ মিনিট ৮ সেকেন্ডের একটি ভিডিও শেয়ার হয়েছে ফেসবুকে। মূল ভিডিওটি ১৮ অক্টোবর ২০২১ তারিখে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে ব্যবস্থা গ্রহণের দাবিতে অনুষ্ঠিত বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের বিক্ষোভ সমাবেশের। ক্যাপশনের সাথে ভিডিও’র বিষয়বস্তুর কোনো মিল না থাকায় ফ্যাক্টওয়াচ এটিকে মিথ্যা সাব্যস্ত করেছে।

সম্প্রতি ফেসবুকের কয়েকটি ব্যক্তিগত একাউন্ট এবং পেজ থেকে উক্ত ক্যাপশনে ভিডিওটি শেয়ার হয়েছে। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখান, এখানে, এবং এখানে।

উক্ত ২ মিনিট ৮ সেকেন্ডের ভিডিওটিতে বিক্ষোভকারীদের হাতে “বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের চিহ্নিত করে শাস্তি প্রদান এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে বিক্ষোভ সমাবেশ” লেখাযুক্ত ব্যানারে দেখা যায়। এই বিষয়ে অনুসন্ধান করে দেখা যায়, মূল ভিডিওটি ১৮ অক্টোবর ২০২১ তারিখে ঢাকার রাজু ভাস্কর্যে অনুষ্ঠিত সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের বিক্ষোভ সমাবেশের। ভিডিওতে বিক্ষোভকারীদের স্লোগান দিতে শোনা যায়, “জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো। কুমিল্লায় হামলা কেন? প্রশাসন জবাব চাই। চাঁদপুরে হামলা কেন? মন্দিরে হামলা কেন? প্রশাসন জবাব চাই।“

এ বিষয়ে TheReport.live এর একটি ফেসবুক লাইভ দেখুন এখানে।

একই সমাবেশের অন্য দুটি ভিডিও দেখুন এখানে এবং এখানে

এদিকে ১৭ অক্টোবর ২০২১ (রবিবার) কুমিল্লায় পবিত্র কোরআন অবমাননার প্রতিবাদ ও দুষ্কৃতকারীদের শাস্তির দাবিতে জামালপুরে মানববন্ধন হয়েছে সম্মিলিত তৌহিদী জনতার ব্যানারে। এসময় রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দেওয়ার কথা বলায় তথ্য প্রতিমন্ত্রীকে সংসদ থেকে বহিষ্কার করার দাবি তোলা হয়। সেই সঙ্গে জামালপুরে তথ্য প্রতিমন্ত্রী মো. মুরাদ হাসানকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।

 

উপরোক্ত তথ্যপ্রমাণ থেকে বিষয়টি স্পষ্ট যে, “শেষ রক্ষা হলো না মন্ত্রী মুরাদের, বয়কট করেছে নিজ জেলার মানুষ।“ ক্যাপশনে ২ মিনিট ৮ সেকেন্ডের ভিডিওটি মূলত সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে ব্যবস্থা গ্রহণের দাবিতে অনুষ্ঠিত বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের বিক্ষোভ সমাবেশের। ক্যাপশনের সাথে ভিডিও’র বিষয়বস্তুর কোনো মিল না থাকায় ফ্যাক্টওয়াচ এটিকে মিথ্যা সাব্যস্ত করেছে।

 

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

 

No Factcheck schema data available.