বাংলাদেশী ও পাকিস্তানি পতাকা নিয়ে কিছু মানুষের আল্লাহ আকবরের স্লোগান দেয়ার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ছে। এর ক্যাপশনে দাবি করা হচ্ছে বাংলাদেশের ছাত্র-জনতার অভ্যুত্থানের পরে পাকিস্তানিরা তাদের নিজের দেশে “তুমি কে? আমি কে? বাংলাদেশ, বাংলাদেশ” বলে স্লোগান দিচ্ছে। কিন্তু, অনুসন্ধানে এই ভিডিওতে কেবল “নারায়ে তাকবীর আল্লাহু আকবার” স্লোগান শুনতে পাওয়া যায়। অন্যদিকে, ভিডিওটি কমপক্ষে দুই বছর আগে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা হ দেখা যায়। তাই ফ্যাক্টওয়াচের বিবেচনায় ফেসবুকে শেয়ারকৃত এই ভিডিওগুলো বিভ্রান্তিকর।
পাকিস্তানের সেনাবাহিনী এবং বর্তমান সরকারের বিরুদ্ধে বেলুচিস্তানে তরুণ নেতাদের গুম, বিভিন্ন কলেজে ভর্তি পরীক্ষার ফি বৃদ্ধি, ইমরান খানকে আটক করে রাখা, ইন্টারনেটের গতি কমিয়ে রাখা এবং সীমান্ত কড়াকড়ি ব্যবস্থা নেয়ার অভিযোগে দেশটির বিভিন্ন স্থানে আন্দোলন করছে দেশটির সাধারণ জনতা। এই আন্দোলনে কিছু কিছু স্থানের আন্দোলনকারীরা বাংলাদেশী ছাত্র-জনতার অভ্যুত্থানের দ্বারা প্রভাবিত হয়ে “তুমি কে? আমি কে? বাংলাদেশ, বাংলাদেশ” বলে স্লোগান দিচ্ছিল।
এই ঘটনাকে কেন্দ্র করে ফেসবুকে উক্ত ভিডিওটি কমপক্ষে ১৯ আগস্ট থেকে শেয়ার করা হচ্ছে। কিন্তু বিভিন্ন সামাজিক মাধ্যমে অনুরূপ এই ভিডিওটি ২০২২ সাল থেকে দেখতে পাওয়া যায়। ভিডিওটি লাহোরে অবস্থিত আলহামরা আর্টস কাউন্সিলের এডমিন ব্লকের প্রাঙ্গণ থেকে ধারণ করা হয়েছিল। এডমিন ব্লকের প্রাঙ্গণে অবস্থান করা মানুষরা বাংলাদেশী ও পাকিস্তানি পতাকা নিয়ে মূলত “নারায়ে তাকবীর আল্লাহু আকবার” বলে স্লোগান দিচ্ছিল।
অন্যদিকে, বাংলাদেশে দ্বিতীয় দফা কোটা সংস্কার আন্দোলন শুরু হয়েছিল ১ জুলাই ২০২৪ থেকে। শুরুর দিকে এই আন্দোলন অহিংস থাকলেও ১৫ জুলাই ২০২৪ থেকে এই আন্দোলন সহিংস হয়ে ওঠে। আন্দোলনের সহিংসতার জের ধরে গণ-অভ্যুত্থানের মুখে ৫ আগস্ট ২০২৪-এ আওয়ামীলীগ সরকারের পতন হয়। কিন্তু ভাইরাল ভিডিওটি যেহেতু কমপক্ষে দুই বছর আগে থেকেও ফেসবুকে দেখতে পাওয়া যায় তাই এই ভিডিওর সাথে বাংলাদেশের ছাত্র আন্দোলনের সম্পৃক্ততা থাকা সম্ভব নয়।
সুতরাং, সবকিছু বিবেচনা করে ফ্যাক্টওয়াচ উক্ত ভিডিওগুলোকে বিভ্রান্তিকর বলে সাব্যস্ত করছে।
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে। এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।