সম্প্রতি ফেসবুকে বাংলাদেশি পুরাতন এবং নতুন পাসপোর্টের দুইটি ছবিযুক্ত কিছু পোস্ট ফেসবুকে ছড়িয়ে পড়ছে। সেখানে দাবি করা হচ্ছে ড. মুহাম্মদ ইউনূসের ইসরায়েলকে সমর্থন করার কারণে নতুন পাসপোর্টে “This passport is valid for all countries of the world except Israel” লেখাটি পরিবর্তন করে “This passport is valid for all countries of the world” লেখা হয়েছে। এর মাধ্যমে ইঙ্গিত দেওয়া হয়েছে যে, এই পাসপোর্ট ব্যবহার করে বাংলাদেশিরা এখন ইসরায়েলে যেতে পারবে। কিন্তু ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যাচ্ছে যে, পাসপোর্টের এই পরিবর্তনটি ২০২১ সালে শেখ হাসিনার আমলেই করা হয়েছিল। এই পদক্ষেপটি কেবল বাংলাদেশের ই-পাসপোর্টের আন্তর্জাতিক মান বজায় রাখার স্বার্থেই নেওয়া হয়েছিল। কিন্তু এর ফলে দেশটির সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের পররাষ্ট্রনীতির কোনো পরিবর্তন হয়নি। সুতরাং, ফ্যাক্টওয়াচের বিবেচনায় ভাইরাল পোস্টগুলো মিথ্যা।
আলোচিত ফেসবুক পোস্টগুলোর দাবি অনুযায়ী বাংলাদেশি পাসপোর্টে কোনো ধরনের পরিবর্তন আনা হয়েছে কি না এ বিষয়ে জানার জন্য শুরুতেই প্রাসঙ্গিক কিছু কি-ওয়ার্ড ধরে অনুসন্ধান করা হয়। কিন্তু অনুসন্ধানে উক্ত দাবির সমর্থনে নির্ভরযোগ্য কোন প্রমাণ পাওয়া যায়নি। তবে, বিবিসি বাংলার অফিসিয়াল ওয়েবসাইটে ২০২১ সালের ২৪ মে প্রকাশিত একটি রিপোর্ট থেকে জানা যায়, আগের পাসপোর্টে ইসরায়েলে ভ্রমণের ব্যাপারে নিষেধাজ্ঞার কথা উল্লেখ থাকলেও নতুন ই-পাসপোর্টে সেই কথাটি বাদ দেওয়া হয়েছে। সেখানে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনকে বরাত দিয়ে উল্লেখ করা হয়, “ছয় মাস আগে নতুন পদ্ধতির ই-পাসপোর্টে এই পরিবর্তন আনা হয়েছে।” এছাড়াও, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বিবিসিকে বলেন, “এই পরিবর্তনের সিদ্ধান্ত হয়েছে এক বছর আগে এবং তা বাস্তবায়ন শুরু করা হয়েছে ছয় মাস আগে।” অর্থাৎ, বিবিসি বাংলার এই রিপোর্ট প্রকাশিত হওয়ার ছয় মাস আগে বাংলাদেশের নতুন পাসপোর্টে এই পরিবর্তন আনা হয়েছে।
এই পরিবর্তন সম্পর্কে প্রথম আলোর অফিসিয়াল ওয়েবসাইটেও একটি রিপোর্ট খুঁজে পাওয়া যায়। সেখানে পররাষ্ট্র মন্ত্রণালয়কে সূত্র হিসেবে উল্লেখ করে বলা হয়, পাসপোর্ট থেকে ইসরায়েল প্রসঙ্গ বাদ দেওয়া হলেও বাংলাদেশিদের সেদেশে ভ্রমণের ক্ষেত্রে নিষেধাজ্ঞা ‘বহাল আছে’ এবং বাংলাদেশের পররাষ্ট্রনীতিতেও কোনো পরিবর্তন আসেনি । অন্য দেশগুলোর ই-পাসপোর্ট মানের সঙ্গে সাদৃশ্য আনতে ই-পাসপোর্ট থেকে ‘ইসরায়েল ভ্রমণ করা যাবে না’ বাক্যটি বাদ দেওয়া হয়েছে।
অর্থ্যাৎ, এই পরিবর্তনটি বিগত আওয়ামীলীগ সরকারের আমলেই আনা হয়েছে। এর সাথে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কোনো সম্পর্ক নেই।
সঙ্গত কারণে, ভিত্তিহীন এই পোস্টগুলোকে ফ্যাক্টওয়াচ “মিথ্যা” হিসেবে সাব্যস্ত করছে।
Claim: ড. মুহাম্মদ ইউনূসের ইসরায়েলকে সমর্থন করার কারণে নতুন পাসপোর্টে “This passport is valid for all countries of the world except Israel” লেখাটি পরিবর্তন করে “This passport is valid for all countries of the world” লেখা হয়েছে।
Claimed By: Facebook users
Rating: False
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের
নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে।
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।
কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে ইমেইল করুনঃ contact@fact-watch.org অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh