যা দাবি করা হচ্ছেঃ চান্ডিকা হাথুরুসিংহে বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব ছেড়ে চলে গিয়েছেন। তার স্থানে মোহাম্মদ সালাহউদ্দিনকে বাংলাদেশ ক্রিকেট দলের অন্তর্বর্তীকালীন হেড কোচ হিসেবে ঘোষণা করা হয়েছে।
অনুসন্ধানে যা পাওয়া যাচ্ছেঃ দাবিটি মিথ্যা। চান্ডিকা হাথুরুসিংহে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব ছেড়ে চলে যাননি। তিনি গত ৩০ মার্চ থেকে শুরু হওয়া বাংলাদেশ-শ্রীলঙ্কা দ্বিতীয় টেস্ট ম্যাচের আগে ব্যক্তিগত কারণে অস্ট্রেলিয়ায় গিয়েছিলেন। তার অবর্তমানে প্রধান কোচের দায়িত্বে থাকবেন সহকারী কোচ নিক পোথাস। বিসিবির তথ্য অনুযায়ী তিনি আগামী ২১ এপ্রিল রাতে বাংলাদেশে ফিরছেন এবং তার অধীনেই আগামী ৩ মে অনুষ্ঠিতব্য জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ দল। অন্যদিকে, নির্ভরযোগ্য উৎস থেকে এমন কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি যার মাধ্যমে এটা নিশ্চিত হওয়া যায় যে, মোহাম্মদ সালাহউদ্দিনকে বাংলাদেশ ক্রিকেট দলের অন্তর্বর্তীকালীন হেড কোচ হিসেবে ঘোষণা করা হয়েছে।
চান্ডিকা হাথুরুসিংহে সত্যিই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব ছেড়ে দিয়ে চলে গিয়েছেন কি না এ ব্যাপারে নিশ্চিত হওয়ার জন্য প্রাসঙ্গিক কিছু কি-ওয়ার্ড ধরে অনুসন্ধান করা হয়। অনুসন্ধানে ডেইলি স্টার বাংলার অফিসিয়াল ওয়েবসাইটে ২৭ মার্চ ২০২৪ এ প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটি থেকে জানা যায়, গত ৩০ মার্চ থেকে শুরু হওয়া বাংলাদেশ-শ্রীলঙ্কা দ্বিতীয় টেস্ট ম্যাচের আগে ব্যক্তিগত কারণে অস্ট্রেলিয়ায় গিয়েছিলেন চান্ডিকা হাথুরুসিংহে। সেখানে আরও উল্লেখ করা হয়, হাথুরুসিংহের অনুপস্থিতিতে সহকারী কোচ নিক পোথাস প্রধান কোচের দায়িত্ব পালন করবেন।
এ সংক্রান্ত আরও কিছু প্রতিবেদন দেখুন এখানে, এখানে এবং এখানে।
পরবর্তিতে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গত ১৭ এপ্রিল আপলোড করা সাংবাদিকদের কাছে দেয়া জালাল ইউনুসের একটি সাক্ষাৎকারের ভিডিও খুঁজে পাওয়া যায়। জালাল ইউনুস হচ্ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান। সাংবাদিকদের তিনি বলছিলেন যে, হাথুরুসিংহে আগামী ২১ এপ্রিল রাতে বাংলাদেশে ফিরবেন এবং তার অধীনেই আগামী ৩ মে অনুষ্ঠিতব্য জিম্বাবুয়ের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ দল। এছাড়াও, আগামী ২৬ এপ্রিল থেকে টি-টোয়েন্টি সিরিজের জন্য ক্যাম্প শুরু করার পরিকল্পনা রয়েছে প্রধান হাথুরুসিংহের।
অর্থাৎ, এর মাধ্যমে এতটুকু নিশ্চিত হওয়া যায় যে, চান্ডিকা হাথুরুসিংহে বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব ছেড়ে দেননি। তিনি এখনও এই পদে বহাল রয়েছেন।
অন্যদিকে, ‘মোহাম্মদ সালাহউদ্দিনকে বাংলাদেশ ক্রিকেট দলের অন্তর্বর্তীকালীন হেড কোচ হিসেবে ঘোষণা করা হয়েছে’ এই দাবিটির সমর্থনে নির্ভরযোগ্য কোনো মাধ্যম থেকে প্রমাণ পাওয়া যায়নি।
সুতরাং, সবকিছু বিবেচনা করে ফ্যাক্টওয়াচ ভাইরাল হওয়া পোস্টগুলোকে মিথ্যা হিসেবে সাব্যস্ত করেছে।
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে। এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।