চ্যাম্পিয়ন মেসির ছবি দিয়ে হাজার টাকার নোট ছাপালো আর্জেন্টিনা –এমন একটি সংবাদ ভাইরাল হয়েছে ফেসবুকে। তবে ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে এই খবরের কোনো সত্যতা পাওয়া যায়নি।
SNP sports এর এই খবরের প্রথম অনুচ্ছেদে বলা হয়েছে, আর্জেন্টাইন উৎসবের মধ্যমণি লিওনেল মেসি। বিশ্বকাপ ট্রফি এনে দিয়েছে দেশকে। আর্জেন্টিনাও তাঁকে সম্মান জানাতে কোনো কমতি রাখছেন না। স্মরণীয় করে রাখতে দেশটির বড় অঙ্কের মুদ্রা ছাপানো হয়েছে লিওনেল মেসির ছবি দিয়ে। আর্জেন্টিনা সরকার ১ হাজার টাকার নোটে ছাপিয়েছে মেসির ছবি।
আবার একই খবরের পরের অংশে বলা হয়েছে, আর্জেন্টিনার অর্থমন্ত্রণালয় হাজার টাকার নোটে মেসি এবং দলের ছপি ছাপানোর কাজও শুরু করেছে। বিষয়টি ইতিমধ্যে অনুমোদনের জন্য সরকারের কাছে পেশও করা হয়েছে। প্রস্তাবিত ছবিতে দেখা যায় এক পাশে চ্যাম্পিয়ন মেসির ছবি, অপর পাশে আর্জেন্টিনার চ্যাম্পিয়ন দলের ছবি।
অর্থাৎ দ্বিতীয় অংশ থেকে বোঝা যাচ্ছে, মেসির ছবিযুক্ত ব্যাংক নোট এখনো ছাপা হয়নি , বরং ভবিষ্যতে এমন ব্যাংকনোট ছাপানোর একটি প্রক্রিয়া শুরু হয়েছে। অথচ, খবরের প্রথম অংশ, এবং শিরোনামে দাবি করা হয়েছে যে ইতিমধ্যে এমন ব্যাংকনোট ছাপা হয়ে গিয়েছে।
ফ্যাক্টওয়াচ অনুসন্ধান
আর্জেন্টিনার বুয়েন্স এয়ার্স-এ বসবাসরত ব্লুমবার্গ এর অর্থনীতি বিষয়ক সাংবাদিক ইগনাসিও অলিভেরা ডল ( Ignacio Olivera Doll) নিজের ভেরিফাইড টুইটার একাউন্ট থেকে গত ১৭ই ডিসেম্বর এক টুইটে জানান, গত বৃহস্পতিবার (অর্থাৎ ১৫ই ডিসেম্বর) কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের এক বৈঠকে সম্ভাব্য বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার ফুটবলার মেসিকে নিয়ে নতুন একটি ব্যাংকনোট চালুর সম্ভাব্যতা নিয়ে আলোচনা করা হয়।
আমেরিকাভিত্তিক ব্লুমবার্গে নিজের লেখা একটি একটি প্রতিবেদনেও ইগনাসিও অলিভেরা এই বৈঠকের কথা উল্লেখ করেছিলেন।
এরপর, ১৮ই ডিসেম্বর বিশ্বকাপের ফাইনাল ম্যাচে আর্জেন্টিনা ফ্রান্সকে হারিয়ে শিরোপা নিশ্চিত করে। পরদিন , আর্জেন্টিনার বাণিজ্য বিষয়ক সংবাদপত্র Cronista এর ওয়েবসাইটে ১৯শে ডিসেম্বর সকাল ৮ টা ৪৩ মিনিটের এই প্রতিবেদনে সাংবাদিক ইগনাসিও অলিভেরার বরাতে মেসির ছবিযুক্ত সম্ভাব্য ব্যাংকনোট এর প্রসঙ্গটি আবার নিয়ে আসে। এখানে বলা হয়, ব্যাংক ডিরেক্টরদের মধ্যে সবচেয়ে উৎসাহী , জনাব লিসান্ড্রো ক্লারি ( বোকা জুনিয়র ক্লাবের সমর্থক) এবং এডোয়ার্ডো হেকার ( ইন্ডিপেন্ডিএন্টে ক্লাবের সমর্থক) একমত হন যে, বিশ্বকাপের বিশেষ ডিজাইনযুক্ত একটি ব্যাংকনোট অবমুক্ত করা হলে তা আর্জেন্টিনার সমর্থকদের সম্মিলিত চেতনা উজ্জ্বীবিত করবে। একপাশে মেসির একক ছবি এবং অন্যপাশে la scaloneta অর্থাৎ আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের ছবিসম্বলিত ১০,০০০ পেসোর নোটের একটি ডিজাইনই সর্বাধিক সমর্থন পেয়েছে।
মেক্সিকোভিত্তিক এল ফিনানশিয়েরো ( elfinanciero) একই তথ্যযুক্ত প্রতিবেদন প্রকাশ করে ১৯শে ডিসেম্বর রাত ১১ টা ১ মিনিটে।
এসকল সংবাদমাধ্যমের বরাত দিয়ে ইংল্যান্ডসহ সারাবিশ্বের সংবাদমাধ্যমই জানায় যে ,আর্জেন্টিনা মেসির ছবিযুক্ত নতুন ব্যাংকনোট চালু করতে যাচ্ছে।
বাংলাদেশের দৈনিক যুগান্তর সহ বেশ কয়েকটি সংবাদমাধ্যম একই তথ্য প্রচার করে। তবে, এমন ধরনের নোট কবে প্রস্তাব করা হয়েছে, কিংবা কবে প্রকাশ করা হবে, সে সম্পর্কিত তথ্য কোনো সংবাদমাধ্যমই দিতে পারেনি।
ইতিমধ্যে, বাংলাদেশ সহ বিভিন্ন দেশে সামাজিক যোগাযোগ মাধ্যমে মেসির ছবি সম্বলিত ব্যাংক নোট প্রকাশের খবর ছড়িয়ে পড়েছে। এরই পরিপ্রেক্ষিতে, নেপালের ফ্যাক্টচেকিং সংস্থা , নিউজচেকার, গত ২১শে ডিসেম্বর প্রকাশিত এই ফ্যাক্টচেকিং প্রতিবেদনে জানাচ্ছে, মেসির ছবি সম্বলিৎ নতুন ব্যাংকনোট প্রকাশের বিষয়টি আর্জেন্টিনায় আলোচিত হচ্ছে , তবে এখনো এমন কোনো নোট প্রকাশ করা হয়নি।
আর্জেন্টিনার ফ্যাক্টচেকিং সংস্থা , চেকোয়াডো ( Chequeado) গত ২২শে ডিসেম্বর প্রকাশিত এই ফ্যাক্টচেক প্রতিবেদনেও মেসির ছবি সম্বলত নতুন ব্যাংকনোটের খবরটিকে ভিত্তিহীন বলে আখ্যায়িত করেছে। চেকেডো’র পক্ষ থেকে আর্জেন্টিনার কেন্দ্রীয় ব্যাংক এবং টাকশালের সাথে যোগাযোগ করা হয়েছিল। উভয় প্রতিষ্ঠান থেকেই জানানো হয়েছে, মেসির ছবিযুক্ত নতুন নোট ছাপানোর কোনো খবর তাদের কাছে নেই।
সারমর্ম
মেসির ছবিসম্বলিত ব্যাংকনোট ছাপানোর বিষয়টি কোথাও কোথাও আলোচনায় এসেছে, কিন্তু এ বিষয়ে কোনো সিদ্ধান্ত গৃহিত হয় নি। ফলে, মেসির ছবি দিয়ে ব্যাংকনোট ছাপা হয়ে গেছে – এরকম তথ্যের কোনো ভিত্তি নেই। সার্বিক বিবেচনায়, ফ্যাক্টওয়াচ এ সংক্রান্ত খবরগুলোকে ‘মিথ্যা’ সাব্যস্ত করছে।
আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন? কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন? নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?