সম্প্রতি “হাত ভেঙ্গে দিল রুমিন ফারহানার ইন্না-লিল্লাহ” ক্যাপশনে একটি ভিডিও ফেসবুকে প্রকাশিত হয়েছে। অনুসন্ধানে দেখা গেছে, ফেসবুকে প্রকাশিত ভিডিওটি ৩ বছরের পুরনো। মুলত ভিডিওটি ১৪ জানুয়ারি ২০১৯ তারিখে বেসরকারি টিভি চ্যানেল নাগরিক টিভির ইউটিউব চ্যানেলে প্রচারিত “বলা না বলা-তে” শীর্ষক একটি টকশো অনুষ্ঠান থেকে নেওয়া হয়েছে। প্রসঙ্গত, টকশোটিতে উপস্থিত অন্য বক্তার সাথে বিএনপি দলীয় হুইপ ও এমপি ব্যারিস্টার রুমিন ফারহানার বাদানুবাদ হয়। তবে সেখানে হাত ভাঙ্গার কোনো ঘটনা ঘটেনি।
ফেসবুকে মিথ্যা ক্যাপশনে প্রকাশিত কিছু ভিডিও দেখুন এখানে, এখানে, এখানে, এবং এখানে।
ভাইরাল হওয়া মূল ভিডিওটি সম্পর্কে বিস্তারিত তথ্য পেতে একাধিক কী-ওয়ার্ডের মাধ্যমে গুগলে অনুসন্ধান করে ফ্যাক্টওয়াচ টিম। অনুসন্ধান থেকে জানা যায়, ১৪ জানুয়ারি ২০১৯ তারিখে নাগরিক টিভির চ্যানেলে একটি টকশো সম্প্রচার করা হয় যেখানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিএনপি দলীয় হুইপ ও এমপি ব্যারিস্টার রুমিন ফারহানা ও গ্লোবাল ইসলামিক ব্যাংকের চেয়ারম্যান নিজাম চৌধুরী।
টকশোটিতে গ্লোবাল ইসলামিক ব্যাংকের চেয়ারম্যান নিজাম চৌধুরীর সাথে রুমিন ফারহানার তুমুল বাকযুদ্ধ লক্ষ করা যায়। তবে সেখানে একে অন্যকে শারীরিক আঘাত করতে দেখা যায় নি। অর্থাৎ ৩ বছর আগের ভিডিওটি বর্তমানে “হাত ভেঙ্গে দিল রুমিন ফারহানার ইন্না-লিল্লাহ” মিথ্যা ক্যাপশনে ভাইরাল করা হয়েছে।
সঙ্গত কারণে এই ভিডিওর ক্যাপশনটিকে ফ্যাক্টওয়াচ “মিথ্যা” সাব্যস্ত করছে।
আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন? কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন? নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?