যা দাবি করা হচ্ছেঃ ফেসবুক ম্যাসেঞ্জারে রুমিন ফারহানাকে বিএনপি ও জামায়াতের কর্মীদের হাতপা ভেঙে দিতে বার্তা পাঠালেন তারেক জিয়া!
অনুসন্ধানে যা পাওয়া যাচ্ছেঃ দাবিটি মিথ্যা। সম্প্রতি একটি ফেসবুক ভিডিওতে দাবি করা হচ্ছে যে, ব্যারিস্টার রুমিন ফারহানাকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “বিএনপি এবং জামায়াতের কর্মীদের হাত-পা ভেঙ্গে দিবেন আপনারা। আমি আপনাদের সঙ্গে আছি”। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে জানা গেছে, ফেসবুক ভিডিওর উক্তিটি করেছেন কুমিল্লা-৬ (সদর) আসনের আওয়ামীলীগের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার। পরবর্তীতে বাহাউদ্দিনের উক্তিটি ব্যারিস্টার রুমিন ফারহানা তার ইউটিউব চ্যানেলের একটি ভিডিওতে উল্লেখ করেন। ইউটিউবের সেই ১২ মিনিট ৪৫ সেকেন্ডের ভিডিওটির খন্ডাংশ নিয়ে প্রচার করা হয় যে, তারেক রহমান রুমিন ফারহানাকে নির্দেশ দিয়েছেন বিএনপি এবং জামায়াতের কর্মীদের হাত-পা ভেঙ্গে দেওয়ার জন্য। তাই ফ্যাক্টওয়াচ এই ভিডিওটির দাবিকে “মিথ্যা” বলে চিহ্নিত করছে।
সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার একটি ভিডিও “মেজর জিয়া অমর হোক” ও “BNP আপডেট নিউজ” নামের দুইটি ফেসবুক পেজ থেকে ছড়িয়ে পড়ে। তারেক জিয়ার পাঠানো বার্তা- শিরোনামে ছড়িয়ে পড়া ভিডিওটিতে রুমিন ফারহানা বলছেন, “বিএনপি এবং জামায়াতের কর্মীদের হাত-পা ভেঙ্গে দিবেন আপনারা। আমি আপনাদের সঙ্গে আছি”।
ফ্যাক্টওয়াচের অনুসন্ধানের প্রাথমিক পর্যায়ে আমরা রুমিন ফারহানার অফিশিয়াল ইউটিউব চ্যানেল “Rumeen’s Voice” খুঁজে পাই। সেখানে “নির্বাচনের মাঠে আ.লীগের মাস্তানি; রাজ্জাক-কাদের পাল্টাপাল্টি” শিরোনামে ১২ মিনিট ৪৫ সেকেন্ডের একটি ইউটিউব ভিডিওতে রুমিন ফারহানাকে তার ফোন থেকে আওয়ামী লীগের নেতাদের নানারকম মতামত পড়তে দেখা যায়।
যেখানে ৭ মিনিট ১৯ সেকেন্ড থেকে ৭ মিনিট ৩৩ সেকেন্ডে বলা কথাগুলো এবং ফেসবুক রিলে জুড়ে দেওয়া বক্তব্যের মিল পাওয়া যায়।
ইউটিউবে প্রাপ্ত ভিডিওটির গ্রহণযোগ্যতা যাচাইয়ের জন্য আমরা ফেসবুক ভিডিও এবং রুমিন ফারহানার ইউটিউব ভিডিওটির বিভিন্ন উপাদান তুলনা করে দেখি। সেখানে দেখা যায়, রুমিন ফারহানার পরনে রয়েছে একই পোশাক, চোখে চশমা এবং হাতে একটি স্মার্টফোন। ভিডিও এবং ফেসবুক রিলের ভিডিও ব্যাকগ্রাউন্ডেও সাদৃশ্য লক্ষ করা যায়।
ইউটিউব ভিডিওতে রুমিন ফারহানা বলেন, “বিএনপি এবং জামায়াতের কর্মীদের হাত-পা ভেঙ্গে দিবেন আপনারা। আমি আপনাদের সঙ্গে আছি”- মন্তব্যটি করেছেন কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার।
এই পর্যায়ে ফ্যাক্টওয়াচ টিম রুমিন ফারহানার ভিডিও থেকে প্রাপ্য তথ্য যাচাইয়ের জন্য গুগলে কিছু কি-ওয়ার্ড অনুসন্ধান করে। বিএনপি-জামায়াত নিয়ে বাহাউদ্দিন বাহারের মন্তব্যটি আমরা খুঁজে পাই বাংলাদেশের প্রথম সারির কয়েকটি গণমাধ্যমে ।
দেশের গনমাধ্যমের প্রতিবেদন বিশ্লেষণ করে দেখা গেছে, বিএনপি এবং জামায়াতের কর্মীদের হাত-পা ভেঙ্গে দেওয়ার নির্দেশটি দিয়েছিলেন সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার। যা রুমিন ফারহানা তার অফিশিয়াল ইউটিউব চ্যানেলের একটি ভিডিওতে উদ্ধৃত করেছেন। মন্তব্যটির সাথে তারেক রহমানের কোনো সম্পৃক্ততা নেই।
সকল তথ্য ও প্রমাণ বিশ্লেষণ করে বলা যায় যে, ফেসবুক ভিডিও রিলের দাবিটি মিথ্যা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ব্যারিস্টার রুমিন ফারহানাকে বিএনপি এবং জামায়াতের কর্মীদের হাতপা ভাঙা বিষয়ে ফেসবুক ম্যাসেঞ্জারে কোনো বার্তা পাঠান নি।
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে। এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।