বাংলাদেশীদের জন্য ডিভি-২০২২ আবেদনের ভুয়া খবর

24
বাংলাদেশীদের জন্য ডিভি-২০২২ আবেদনের ভুয়া খবর
বাংলাদেশীদের জন্য ডিভি-২০২২ আবেদনের ভুয়া খবর

Published on: [post_published]

আমেরিকার ডিভি লটারি ২০২২ -এ বাংলাদেশী নাগরিকদের আবেদন করবার একটি ভুয়া বিজ্ঞপ্তি ফেইসবুকের বিভিন্ন পেইজ এবং গ্রুপে দেখা যাচ্ছে ২০২০ থেকেই । এসব বিজ্ঞপ্তিতে  আবেদনের বিভিন্ন লিংক দেয়া আছে, যেখানে গেলেই দেখা যায় বাংলাদেশ থেকে ডিভি লটারিতে আদৌ আবেদন করা যাবে না।  ডাইভার্সিটি ইমিগ্রেন্ট ভিসা প্রোগ্রামের নির্দেশিকায় উল্লেখ রয়েছে, বাংলাদেশ সহ ১৯ টি দেশ এই প্রোগ্রামের আওতার বাইরে। ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাসের ওয়েবসাইটে বলা হয়েছে , “ডাইভারসিটি ভিসাডাইভারসিটি অভিবাসী ভিসা জালিয়াতদের সম্পর্কে সচেতন হোন ২০১২ সাল থেকে বাংলাদেশ আর ডাইভারসিটি ভিসা কর্মসূচিতে অংশ নেওয়ার যোগ্য নয়“ 

১৯  মে ২০২১ তারিখে  একটি ফেসবুক পেইজ থেকে “অ্যামেরিকান ডিভি লটারি ২০২২- এ অনলাইনে আবেদন করুন” শিরোনাম দিয়ে একটি লিংক পোস্ট করা হয়। সেখানে গেলে দেখা যায় যে, বাংলাদেশিরা  আদৌ এই লটারিতে  অংশ গ্রহণ করতে পারবে না। এই ফেসবুক পেইজটি এই মাসের ১৯, ২১ এবং ২৫ তারিখে এখন পর্যন্ত তিন বার ভুয়া শিরোনাম দিয়ে এই লিংক টি পোস্ট করেছে (দেখুন  এখানে, এখানেএখানে)।



এছাড়াও গত এক বছরে ফেইসবুকের বিভিন্ন পেইজ ও গ্রুপে বেশ কিছু ওয়েবসাইটের মাধ্যমে প্রায় একই ধরণের ভুয়া বিজ্ঞপ্তি  প্রচার হয়েছে (দেখুন এখানে, এখানে, এখানে, এবং এখানে)। গত বছর জুন মাসেও ২০২২-এর ডিভি লটারিতে আবেদনের ভুয়া খবর পোস্ট হয় এখানে।

এসব পোস্টে আবেদনের জন্য ধরনের বিভিন্ন ভুয়া লিংক দেওয়া হয়েছে । যেমন, DV Lottery 2022 নামের একটি  ফেইসবুক পেইজে  দেওয়া  লিংকে  গিয়েও দেখা যাচ্ছে, বাংলাদেশ সহ  ১৮ টি দেশ ডিভি লটারি প্রোগ্রামের জন্য যোগ্য নয়।  এধরনের কয়েকটি ওয়েবসাইটে (যেমন এখানে এবং এখানে ) ৫ ডিসেম্বর ২০২০ তারিখে প্রকাশিত ‘যুক্তরাষ্ট্রে ৪০ হাজার বাংলাদেশির নাগরিকত্ব লাভের সুযোগশিরোনামে জাগোনিউজ ডট কমের একটি প্রতিবেদনের স্ক্রিনশট শিরোনাম বাদ দিয়ে  ব্যবহার করা হয়েছে।

জাগোনিউজ ডট কমের  ওই প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের  ফেডারেল কোর্ট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি আইনি পদক্ষেপ বাতিল ঘোষণা করায় সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার একটি নির্দেশ পুনর্বহাল হয়েছে । বিচারকের ওই রায়ের ফলে সাড়ে আট লক্ষাধিক তরুণ-তরুণীর আমেরিকায় স্থায়ীভাবে বসবাসের সুযোগ সৃষ্টি হয়, যাদের মধ্যে  ৪০ সহস্রাধিক বাংলাদেশি আছেন বলে জাগো নিউজের প্রতিবেদন জানিয়েছে । সেখানে  ডিভি লটারির বিষয়ে কোন তথ্য উল্লেখ নেই।

ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাসের ওয়েবসাইটে উল্লেখ আছে, “ডাইভারসিটি ভিসাডাইভারসিটি অভিবাসী ভিসা জালিয়াতদের সম্পর্কে সচেতন হোন ২০১২ সাল থেকে বাংলাদেশ আর ডাইভারসিটি ভিসা কর্মসূচিতে অংশ নেওয়ার যোগ্য নয়এছাড়া ডাইভার্সিটি ইমিগ্রেন্ট ভিসা প্রোগ্রামের নির্দেশিকায় উল্লেখ রয়েছে, বাংলাদেশ সহ ১৯ টি দেশ এই প্রোগ্রামের জন্য অযোগ্য বলে বিবেচিত।

ডিভি লটারি কী?

ডিভি (ডাইভারসিটি ভিসা) লটারি মূলত  একটি কর্মসূচী যার আওতায় মার্কিন যুক্তরাষ্ট্র লটারির মাধ্যমে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে অভিবাসন প্রত্যাশীদের যুক্তরাষ্ট্রে বসবাসের সুযোগ দিয়ে থাকে। এই কর্মসূচি মূলত সেই দেশগুলোর জন্য যেসব দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসনের হার তুলনামূলকভাবে কম। ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্র দূতাবাসের ওয়েবসাইট বলছে, “২০০৭ থেকে ২০১২ সালের মধ্যে ৫০ হাজারেরও বেশি বাংলাদেশি এই ভিসার আওতায় যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছে বলে বাংলাদেশ এই যোগ্যতা হারিয়েছে

কোন কোন দেশ এই তালিকা থেকে বাদ পড়েছে?

ডিভি-২০২২ এর আবেদনের জন্য অযোগ্য দেশগুলো হচ্ছে: বাংলাদেশ, ব্রাজিল, কানাডা, চীন (হংকং এসএআর সহ), কলম্বিয়া, ডোমিনিকান, প্রজাতন্ত্র, এল সালভাদর, গুয়াতেমালা, হাইতি, হন্ডুরাস, ভারত, জামাইকা, মেক্সিকো, নাইজেরিয়া, পাকিস্তান, ফিলিপাইন, দক্ষিণ কোরিয়া, যুক্তরাজ্য (উত্তর আয়ারল্যান্ড বাদে) এবং এর নির্ভরশীল অঞ্চল এবং ভিয়েতনাম। যোগ্যতা হারানোর কারণ হল, বিগত পাঁচ বছরে এসব দেশ থেকে পঞ্চাশ হাজারেরও বেশি নাগরিক যুক্তরাষ্ট্রে অভিবাসন পেয়েছেন।

যেসব দেশ থেকে অভিবাসন প্রত্যাশীরা ডিভি-২০২২ এর জন্য আবেদন করতে পারবেন তাদের তালিকা জানতে ক্লিক করুন এই লিংকে। 

ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাসের সতর্কবার্তা

ডাইভারসিটি ভিসা (ডিভি) সম্পর্কে ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাসের ওয়েবসাইট বলছে,

“ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাসের পক্ষ থেকে বাংলাদেশের নাগরিক ও অধিবাসীদের প্রতি যুক্তরাষ্ট্রের ভিসার আবেদনের জন্য ব্যক্তিগত মালিকানাধীন প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করার ক্ষেত্রে সতর্ক থাকার কথা আবার মনে করিয়ে দেয়। ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস নিয়মিতভাবে ভিসা যোগাড় করে দেওয়া বিষয়ক প্রতারণামূলক সহায়তার প্রস্তাব, ই-মেইল, চিঠি, ওয়েবসাইট, ফোন কল, এসএমএস এবং পত্রিকায় ছাপা বিজ্ঞাপনের বিষয়গুলো পর্যবেক্ষণ করে থাকে। এসব ব্যক্তি বা প্রতিষ্ঠান ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসের সঙ্গে যুক্ত নয় এবং এমন কোন সেবা দেওয়ার জন্য দূতাবাস তাদের অনুমোদন, সনদ বা অনুমতি দেয়নি। প্রতারণার শিকার হবেন না।“

তথ্যসূত্র

DV Lottery 2022 ফেইসবুক পেইজ

ভুয়া ওয়েবসাইট ১

ভুয়া ওয়েবসাইট ২

ভুয়া ওয়েবসাইট ৩

জাগো নিউজের প্রতিবেদন

ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাসের ওয়েবসাইট এর সতর্কবার্তা

যে দেশগুলো থেকে অভিবাসন প্রত্যাশীরা আবেদন করতে পারবেন

যে দেশগুলো ডিভি-২০২২ প্রোগ্রামের জন্য যোগ্য নয়

Fraud Warning from US Embassy

 

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@www.fact-watch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ fb.com/search.ulab

 

No Factcheck schema data available.