সেনাবাহিনীর কথিত নির্যাতনের ছবিটি পুরনো

15
সেনাবাহিনীর কথিত নির্যাতনের ছবিটি পুরনো সেনাবাহিনীর কথিত নির্যাতনের ছবিটি পুরনো

Published on: [July 2, 2021]

ভাইটি রাস্তায় সেনাবাহিনী আছে কিনা দেখতে বাহির হয়েছিল!!তারপর কনর্ফাম হয়ে বাড়ি ফিরলেন.!‘’’—শিরোনামে একটি ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। ছবিতে জনৈক ব্যক্তির পিঠে কোনো একটি আঘাতের চিহ্ন দেখা যায় ,যে ধরনের আঘাতের চিহ্ন বেত কিংবা লাঠির বাড়ির কারনে হতে পারে।
গতকাল ১ লা জুলাই সেনাবাহিনী মোতায়েন করার পর এই ছবিটা ভাইরাল হওয়ার কারনে অনেকে ধারনা করেন, রাস্তায় সেনাবাহিনী এই ধরনের নির্যাতন করছে। তবে ফ্যাক্ট ওয়াচের অনুসন্ধানে দেখা গেছে, এটা সাম্প্রতিক ছবি নয়। এটা ২০২০ সালের মার্চ মাসের ছবি।

যেখান থেকে গুজবের উতপত্তি

১লা জুলাই রাত ৯:৪৩ মিনিটে I’m Leaving You পেজ থেকে এই ছবি আপলোড করা হয়। ক্যাপশনে লেখা হয়েছিল, ভাইটি রাস্তায় সেনাবাহিনী আছে কিনা দেখতে বাহির হয়েছিল!!তারপর কনর্ফাম হয়ে বাড়ি ফিরলেন.!’

দ্রুত এই ছবিটা ভাইরাল হয়। অন্য অনেক পেজ এবং গ্রুপ থেকে এই ছবিটা শেয়ার্ড হতে থাকে। এমন কয়েকটা পোস্ট দেখুন এখানে- , , , ,

এসব ছবির কোনোটাতেই ভুক্তভোগীর নাম কিংবা স্থানের নাম জানানো হয়নি।

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান

Yakthung culture নামের এই পেজ থেকে গত ২৫শে মার্চ ২০২০ রাত ৮ঃ০৬ মিনিটে  ছবিটা পোস্ট করা হয়েছিল। গুগল ট্রান্সলেটর ক্যাপশনের কথাগুলোকে নেপালী ভাষা হিসেবে শনাক্ত করেছে।

বাংলাদেশের কয়েকটি পেজ থেকেও ২০২০ সালের বিভিন্ন সময়েই  এই ছবিটা শেয়ার হতে দেখা যায়। যেমন- এখানে , এখানে , এখানে ।

 

এই ছবিটা ব্যবহার করে বিভিন্ন ট্রল/মিম ও বানানো হয়েছে। যেমন – রেডিটে এই মিম টা শেয়ার করা হয়েছিল ২০২০ সালের ২৫শে মার্চ রাত ৮ টা ৫৬ মিনিটে। 


সিদ্ধান্ত

উপর্যুক্ত প্রমাণের সাপেক্ষে বলা যায়, এটা কোনোভাবেই গত ১লা জুলাই এর বাংলাদেশের লকডাউনে সেনাবাহিনীর কঠোরতার চিত্র নয়। বরং গত ১ বছর ধরে ফেসবুকের বিভিন্ন জায়গায় শেয়ার হওয়া এই ছবিটাই নতুন করে সেনাবাহিনীর কঠোরতা দাবী করে ভাইরাল হয়েছে।

 

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

No Factcheck schema data available.