বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন আশিক চৌধুরী। সম্প্রতি তিনি তার স্ত্রীকে নির্যাতন করছেন দাবিতে ফেসবুকে প্রায় এক মিনিটের একটি ভিডিও ছড়িয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, কালো পোশাক পরিহিত এক ব্যক্তি খাটের ওপর এক নারীকে মারধর করছেন। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায়, ভাইরাল এ ভিডিওটি আশিক চৌধুরীর নয়। ভিয়েতনামের এক ব্যক্তির দাম্পত্য কলহের ভিডিওকে আশিক চৌধুরীর দাবিতে প্রচার করা হচ্ছে।
ভাইরাল ভিডিওটি থেকে কিছু কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চে ভিয়েতনামের একাধিক সংবাদমাধ্যমে এটি নিয়ে তথ্য পাওয়া যায়।
গতকাল শুক্রবার (১১ এপ্রিল) ভিয়েতনাম নেট নামের একটি সংবাদমাধ্যম ভিডিওটি সম্পর্কে জানায়, নারীকে মারধরকারী ওই ব্যক্তির নাম ফান এনগোক (Phan Ngoc)। তিনি ডিজে জিমার (DJ Ximer) নামে পরিচিত। দেশটির হ্যানয়ের বাসিন্দা জিমার যে নারীকে মারধর করছিলেন, সম্পর্কে তিনি তার স্ত্রী। এই মারধরের ভিডিওক্লিপ ইন্টারনেটে ছড়িয়ে পড়ার পর জিমার ক্ষমা চান।
ভিডিওটি নিয়ে একই বর্ণনা পাওয়া যায় ভিয়েতনামিজ আরেকটি সংবাদমাধ্যম হেই ডুয়োংয়ের (HAI DUONG) ওয়েবসাইট থেকে।
এই ওয়েবসাইটে গতকাল শুক্রবার (১১ এপ্রিল) প্রকাশিত প্রতিবেদনটি থেকে জানা যায়, ডিজে জিমারের তার স্ত্রীকে মারধরের ঘটনাটি বুধবারের (৯ এপ্রিল)। মারধরের শিকার নারী নিজেই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন এবং ২ মিনিটের মাথায় ডিলিটও করে দেন। তবে এর মধ্যেই ভিডিওটি ইন্টারনেটে ছড়িয়ে পড়ে।
এসব প্রতিবেদনের ভিত্তিতে এটি নিশ্চিত হওয়া যায় যে, বিডার চেয়ারম্যান আশিক চৌধুরীর স্ত্রীকে নির্যাতন করার দাবিতে ভাইরাল ভিডিওটি বাংলাদেশেরই নয়। এক ভিয়েতনামী দম্পতির পারিবারিক কলহের। তাই ফ্যাক্টওয়াচ দাবিটিকে মিথ্যা হিসেবে চিহ্নিত করছে।
Claim: বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন আশিক চৌধুরী। সম্প্রতি তিনি তার স্ত্রীকে নির্যাতন করছেন দাবিতে ফেসবুকে প্রায় এক মিনিটের একটি ভিডিও ছড়িয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, কালো পোশাক পরিহিত এক ব্যক্তি খাটের ওপর এক নারীকে মারধর করছেন।
Claimed By: Facebook Users
Rating: False
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের
নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে।
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।
কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে ইমেইল করুনঃ contact@fact-watch.org অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh