সম্প্রতি “অপেক্ষার পালা শেষ করে অবশেষে নতুন এক শর্তে জাতীয় দলে ফিরতে যাচ্ছে বিজয়” শিরোনামে একটি সংবাদ ফেসবুকে ভাইরাল হয়েছে। অনুসন্ধান করে অনলাইন পোর্টাল থেকে প্রকাশিত সংবাদটির দাবির পক্ষে ফ্যাক্টওয়াচ কোনো সঠিক তথ্য-উপাত্ত খুঁজে পায়নি। উল্লেখ্য যে, মূলধারার সংবাদমাধ্যম, বিসিবি কর্মকর্তা, বিসিবির অফিশিয়াল ফেসবুক পেজে উল্লেখিত সংবাদটি সম্পর্কে কোনো প্রকার তথ্য পাওয়া যায়নি। তথ্য-উপাত্তবিহীন সংবাদটি সাধারণ ব্যবহারকারীদের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করছে। যে কারণে প্রকাশিত সংবাদটিকে ফ্যাক্টওয়াচ “মিথ্যা” সাব্যস্ত করেছে।
গুজবের উৎস: ধারণা করা হচ্ছে, Todaybarishal.com নামের এই অনলাইন পোর্টালটি থেকে উক্ত শিরোনামে সংবাদটি প্রথমে প্রকাশিত হয় ১০ এপ্রিল ২০২২। পরবর্তীতে পোর্টালটির সূত্র ধরে অন্য সাইট, পেজ ও ফেসবুক একাউন্ট থেকে শেয়ার হতে থাকে এবং যা-কীনা সাধারণ ব্যবহারকারীদের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করেছে। বিভ্রান্তিকর কিছু কমেন্টের স্ক্রিনশর্ট দেখুন নিচে।
ফ্যাক্টওয়াচের অনুসন্ধান: বিভিন্ন কী-ওয়ার্ড সার্চে দেখা যায়, ৯ এপ্রিল ২০২২ তারিখে মূলধারার গণমাধ্যম DBC NEWS থেকে প্রকাশিত একটি ইন্টারভিউতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মূর্তজা কথা বলেছেন, “যে কোনো ফরম্যাটেই বিজয়কে দেখা যেতে পারে। বিজয় যেভাবে রান করছে, আল্লাহতায়ালা সহায় হলে ও অবশ্যই টিমে আসবে”। ভিডিও দেখুন এখানে। সাবেক এই অধিনায়ক তার আশা ব্যক্ত করেছেন। তবে বিজয় জাতীয় দলে সুযোগ পেতে যাচ্ছেন এ ব্যাপারে কিছু বলেননি।
ক্রিকেটার এনামুল হক বিজয়কে নিয়ে আলোচনার কারণ:
সম্প্রতি অনুষ্ঠিত হওয়া ঢাকা প্রিমিয়ার ডিভিশনে সর্বোচ্চ রান সংগ্রহকারী এনামুল হক বিজয়। ডিবিসি’র প্রতিবেদন বলছে, ৯ ম্যাচে ৭২৮ রানের অধিকারী তিনি। দুটি শতক ও চারটি অর্ধশতকে রান সংগ্রহে সবার উপরে আছেন তিনি। ঘরোয়া এই লিগে ভাল পারফর্মেন্স যেকোনো ক্রিকেটারকে জাতীয় দলে ঢুকতে সহায়তা করে। যে কারণে ক্রিকেট ভক্ত কিংবা মিডিয়া কর্মীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে আছেন তিনি।
তবে কি এখনই এনামুল হক বিজয় জাতীয় দলে সুযোগ পাচ্ছেন?
DBC NEWS এর করা অন্য একটি প্রতিবেদনে বিসিবির নির্বাচক প্যানেলের কর্মকর্তা আব্দুর রাজ্জাকের দেওয়া একটি সাক্ষাৎকার খুঁজে পাওয়া যায়। ১১ এপ্রিল ২০২২ তারিখে নেয়া এই সাক্ষাৎকারে ক্রিকেটার বিজয় প্রসঙ্গে তিনি বলেছেন, “বিজয় খুব ভাল সময় কাটাচ্ছে। প্রিমিয়ার লীগে বিজয়ের ব্যাটিং দারুণ হচ্ছে, তবে প্লেয়ার সবাই মোটামুটি কাউন্টেবল। এটা দেখতে হয় যে কখন কোন যায়গায় কাকে দলের জন্য কাজে লাগবে, দলে নিতে হবে। নির্বাচক প্যানেল সবাইকে টাচে রাখেন প্রয়োজন মতো কাউকে দলে নেওয়া হয়”। সাক্ষাৎকারটি দেখুন, এখানে। এখানেও বিসিবি নির্বাচক নিদিষ্ট করে বলেনি বিজয় জাতীয় দলে চান্স পেতে যাচ্ছে।
বিসিবির অফিসিয়াল বক্তব্য কি?
বিসিবির ভ্যারিফাইড ফেসবুক পেজে সার্চ করে দেখা যায় সেখানে এনামুল হক বিজয়ের জাতীয় দলে সুযোগ পাওয়ার ব্যাপারে কোনো তথ্য নেই। এছাড়াও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্কোয়াডে নতুন করে কোনো পরিবর্তন আসছে কিনা এ ব্যাপারে কোথাও কোনো সংবাদ প্রকাশিত হয়নি।
এছাড়া একাত্তর টিভির একটি প্রতিবেদনে ঘরোয়া লীগে বিজয়ের সাম্প্রতিক পার্ফরমেন্স নিয়ে আলোচনা হয় এবং তাকে দলে নেওয়ার বিষয়ে বিবেচনা করা যায় কি না সে বিষয়েও আলোকপাত করা হয়। প্রতিবেদনটি দেখুন এখানে।
সুতরাং যথার্থ অনুসন্ধান বিচার-বিশ্লেষণ দেখা গেছে, জাতীয় লীগে দারুণ পারফর্ম করা এনামুল হক বিজয়কে নিয়ে সর্বত্র আলোচনা চললেও কবে নাগাদ আবারও তিনি জাতীয় দলে সুযোগ পাবেন এ ব্যাপারে বিসিবির কোনো বক্তব্য নেই এবং মূল ধারার গণমাধ্যমে কোনো সংবাদ নেই। সঙ্গত কারণে “অপেক্ষার পালা শেষ করে অবশেষে নতুন এক শর্তে জাতীয় দলে ফিরতে যাচ্ছে বিজয়” শিরোনামে প্রকাশিত সংবাদটিকে ফ্যাক্টওয়াচ “মিথ্যা” সাব্যস্ত করেছে।
আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন? কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন? নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?