সম্প্রতি “তেলের দাম বৃদ্ধি করায় রেগে বাইকে আগুন দিল যুবক” শিরোনামে একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। অনুসন্ধানে দেখা যাচ্ছে, তেলের দাম বৃদ্ধির কারণে নয়, বাইকটি পুড়ানো হয়েছে ট্রাফিক পুলিশের দেওয়া মামলার উপর ক্ষোভ প্রকাশ করে।
ভিডিওতে “বাইকে আগুন দিলেন ক্ষুব্ধ চালক” শিরোনামে যমুনা টিভির একটি খবর দেখতে পাওয়া যায়। সেখানে আবার চ্যানেল ২৪ এর লোগোসহ একটি প্রতিবেদন দেখা যায়। এই ভিডিওর ক্যাপশনে বলা হচ্ছে, “তেলের দাম বৃদ্ধি রেগে বাইকে আগুন দিল যুবক”।
ফ্যাক্টওয়াচের অনুসন্ধান
প্রাসঙ্গিক কিছু কি-ওয়ার্ডের মাধ্যমে অনুসন্ধান করলে যমুনা টিভির মূল প্রতিবেদনটি খুঁজে পাওয়া যায়। “অনুরোধ রাখলো না ট্রাফিক পুলিশ, ক্ষোভে আগুন দিলেন নিজের বাইকে” শিরোনামে প্রতিবেদনটি ০৮ আগস্ট, ২০২২ এ প্রকাশিত হয়। সেখানে বলা হচ্ছে, ট্রাফিক পুলিশের দেওয়া জরিমানার উপর ক্ষুব্ধ হয়ে নিজের বাইক পুড়িয়েছেন রাজশাহীর এক বালু ব্যবসায়ী আশিক আলী। সেখানে বাইক পুড়ানোর সাথে তেলের দাম বৃদ্ধি সংক্রান্ত কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।
পুনরায় অনুসন্ধানে, চ্যানেল ২৪ এর যে অংশটি দেখানো হয়েছে সেটিও খুঁজে পাওয়া যায়। একই ঘটনা নিয়ে তৈরি সেই প্রতিবেদনে বলা হচ্ছে, নিবন্ধন ছাড়া বাইক চালানোর কারণে পুলিশ মামলা করে এবং এর প্রেক্ষিতে ক্ষুব্ধ হয়ে চালক নিজের বাইকে আগুন দিয়ে দেন।
অর্থাৎ, মূল প্রতিবেদনগুলোর কোথাও বাইক পুড়ানোর কারণ হিসেবে তেলের দাম বৃদ্ধির কথা বলা হয়নি। একাধিক ভিডিও থেকে বিভিন্ন অংশ নিয়ে উক্ত ভিডিওটি তৈরি করা হয়।
অতএব, বিষয়টি পরিষ্কার যে রাজশাহীর এক বাইক চালক ট্রাফিক পুলিশের দেওয়া জরিমানার কারণে ক্ষুব্ধ হয়ে নিজের বাইক পুড়িয়েছেন। এ ঘটনার সাথে সাম্প্রতিক তেলের দাম বৃদ্ধির কোনো সম্পর্ক খুঁজে পাওয়া যায়নি। মূলত ভিন্ন ঘটনার কয়েকটি ভিডিও এক করে ভুল দাবিতে ভিডিওটি প্রকাশিত হচ্ছে। তাই ফ্যাক্টওয়াচের বিবেচনায় এসব ফেসবুক পোস্টগুলোকে “মিথ্যা” চিহ্নিত করা হচ্ছে।
আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন? কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন? নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?