সম্প্রতি ফেসবুকে দুটি পাখির ছবিসহ প্রচার করা হচ্ছে যে, পাখি আগুন নিয়ে ক্যালিফোর্নিয়া থেকে নিউইয়র্কে যাচ্ছে। অনুসন্ধানে দেখা যায়, পাখির এই ছবি দুটি অনেক আগে থেকেই অনলাইনে রয়েছে। এমেজিং ওয়ার্ল্ড ( Amazing World) এ ২০২১ সালে এবং ওয়াশিংটন পোস্টে ( Washington Post) ২০১৬ সালে প্রকাশিত দুটি ভিন্ন প্রতিবেদনের সঙ্গে ছবি দুটি ব্যবহৃত হয়েছে। দুটি প্রতিবেদনই অস্ট্রেলিয়ার বনাঞ্চলের আগুন নিয়ে লেখা। ফলে যথার্থ কারণে, লস এঞ্জেলেসের দাবদাহের আগুন নিয়ে পাখি নিউইয়র্কের দিকে উড়ে যাচ্ছে- এই দাবিটিকে বিভ্রান্তিকর হিসেবে চিহ্নিত করছে ফ্যাক্টওয়াচ।
এমেজিং ওয়ার্ল্ড রিয়েলিটি ২০২১ সালে যে প্রতিবেদনটি প্রকাশ করেছে তার শিরোনাম, এই পাখিরা কেন ইচ্ছাকৃতভাবে বনজঙ্গলে আগুন ছড়ায়? প্রতিবেদনটিতে গবেষণার আকারে প্রকাশ করা হয়েছে যে, অবিশ্বাস্যভাবে নিজেদের খাবার খুঁজে পাওয়ার জন্য কোনো কোনো প্রজাতির পাখি বনাঞ্চলে লাগা আগুনকে ব্যাবহার করে। আগুনসহ একটি কাঠের টুকরো নিয়ে উড়ে যাচ্ছে একটি পাখি- বলা হচ্ছে, এই ছবিটি ১৯৮০ সালে তুলেছিলেন দমকলকর্মী ডিক ইউসেন( Dick Youse)। তিনি অস্ট্রেলিয়ার কাকাডু (Kakadu) জাতীয় উদ্যানে একটি অগ্নিকাণ্ড নেভাতে গিয়ে একটি পাখি দেখতে পান, যেটি জ্বলন্ত কাঠ নিয়ে আসছিল এবং তা ফেলে দিচ্ছিল মাটিতে। যদিও এই ছবিটি সম্পর্কে বিস্তারিত কিছু যাচাই করা সম্ভব হয়নি। তবে এটি নিশ্চিতভাবেই জানা যায়, ছবিটি সাম্প্রতিক নয় কারণ কয়েকবছর আগেও ছবিটি অনলাইনে পাওয়া যাচ্ছে।
ফায়ারহক নামের এই আশ্চর্য পাখিটিকে নিয়ে আরও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। এদের আগুন লাগিয়ে খাবার খোঁজার কৌশল সব প্রতিবেদনেই উল্লেখ করা হয়েছে।
ওয়াশিংটন পোষ্টের প্রতিবেদনে পাওয়া যায়, ব্রাউন ফ্যালকন এবং ব্ল্যাক কাইটের মতো পাখিদের নাম। এখানে ভাইরাল ছবি দুইটির দ্বিতীয়টি দেখতে পাওয়া যায়। প্রতিবেদনটি প্রকাশিত হয় ১০ ফেব্রুয়ারি, ২০১৬ এ।
অস্ট্রেলিয়ার বনাঞ্চলের এই পাখিরা আগুন ছড়িয়ে দিয়ে তাদের শিকারকে নিরাপদ ঘাসের এলাকা থেকে বের করে আনে।
ব্রাউন ফ্যালকন এবং ব্ল্যাক কাইটের মতো পাখিরা ধোঁয়া ধরা শুকনো ডাল পাতা তুলে নিয়ে নতুন স্থানে ছড়িয়ে দেয়। এই পাখিগুলি আগুনের কিনারে শিকার করতে যায়, কিন্তু সবসময় আগুন এমন জায়গায় হয় না যেখানে খাবার পাওয়া যায়। তাই তারা আগুনের স্থানটি পছন্দসই শিকার অঞ্চলে সরিয়ে নেয়, যাতে শামুক, সরীসৃপ এবং সাপের মতো প্রাণীরা বেরিয়ে আসে, যা পাখিদের জন্য সহজ শিকার হয়।
সুতরাং বিশেষ প্রজাতির কিছু পাখি বনাঞ্চালের আগুন ছড়ায় নিজেদের খাবার খুঁজে পাওয়ার জন্য। কিন্তু পাখির পক্ষে আগুনের কাঠি নিয়ে ক্যালিফোর্নিয়া থেকে নিউইয়র্ক অর্থ্যাৎ ৪৬৯০ কিমি উড়ে চলে যাওয়া প্রায় অসম্ভব।
সুতরাং, এই বিষয়টি পরিষ্কার যে ছবি দুটির সাথে সাম্প্রতিক ক্যালিফোর্নিয়ার আগুন নিউইয়র্কে নিয়ে যাওয়ার কোনো সম্পর্ক পাওয়া যায়নি। ছবি দুটি পুরোনো। তাই আগুন নিয়ে পাখি ক্যালিফোর্নিয়া থেকে নিউইয়র্ক উড়ে চলে যাচ্ছে, এমন ক্যাপশনসহ ছবি দুটিকে “বিভ্রান্তিকর” হিসেবে চিহ্নিত করা হল।
Claim: সম্প্রতি ফেসবুকে দুটি পাখির ছবিসহ প্রচার করা হচ্ছে যে, পাখি আগুন নিয়ে ক্যালিফোর্নিয়া থেকে নিউইয়র্কে যাচ্ছে।
Claimed By: Facebook Users
Rating: False
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের
নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে।
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।
কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে ইমেইল করুনঃ contact@fact-watch.org অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh