বিকাশের ১৬ বছর পূর্তি (?) উপলক্ষে ভুয়া বোনাসের ফাঁদ

150
বিকাশের ১৬ বছর পূর্তি (?) উপলক্ষে ভুয়া বোনাসের ফাঁদ
বিকাশের ১৬ বছর পূর্তি (?) উপলক্ষে ভুয়া বোনাসের ফাঁদ

Published on: [post_published]

যা দাবি করা হচ্ছে: বিকাশের ১৬ বছর পূর্তি উপলক্ষে নির্দিষ্ট একটি লিংকে প্রবেশ করে ১৬,৯৯৯ টাকা উপহার পাওয়ার সুযোগ রয়েছে।

অনুসন্ধানে যা পাওয়া যাচ্ছে: উক্ত লিংকটি বিকাশের অফিসিয়াল ওয়েবসাইটের সাথে যুক্ত নয়, বরং এটি একটি ফিশিং লিংক, যেখানে অসতর্ক কোনো ব্যবহারকারী নিজের বিকাশ একাউন্টের টাকা পয়সা খোয়াতে পারেন। এছাড়া বিকাশের ফেসবুক পেজ এবং ওয়েবসাইটে এমন কোনো অফারের কথা পাওয়া যাচ্ছে না।

গুজবের উৎস

মূলত ‘কথা১০’ নামক একটি ফেসবুক পেজ থেকে  ৩টি আলাদা পোস্টের মাধ্যমে এই দাবিটি ছড়িয়ে পড়ে। এই পোস্টগুলো দেখতে পাবেন এখানে ,এখানে এবং এখানে

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান 

এসব পোস্টের ক্যাপশনে বলা হয়েছে, বিকাশে নিয়ে নিন বোনাস। এই সুযোগ সীমিত সময়ের জন্য।

পোস্টে শেয়ার করা লিংকের শিরোনামে দেখা যাচ্ছে, মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশের গোলাপী রঙের মত করে সাজানো একটি ওয়েবসাইটে বড় করে লেখা রয়েছে-বিকাশের ১৬ বছর পূর্তি উপলক্ষে বিকাশ দিচ্ছে সবাইকে ১৬,৯৯৯ টাকা বোনাস।

এই লিংকের নাম bkash.com লেখা থাকলেও এখানে ক্লিক করলে সেটি ব্যবহারকারীকে 159.223.42.8 আইপি এ্যাড্ড্রেসের একটি ফিশিং সাইটে নিয়ে যাচ্ছে। মূল বিকাশের অনুরূপ রঙ এবং ডিজাইনে সাজানো এই সাইটে ব্যবহারকারীকে প্রলুব্ধ করে তাঁর বিকাশ একাউন্ট নাম্বার এবং পাসওয়ার্ড সরবরাহ করে কিছু টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করা হয়।

এই ওয়েবসাইটের কয়েকটি পেজের স্ক্রিনশট ধারাবাহিকচাবে দেখানোর চেষ্টা করা হল।





সর্বশেষ ধাপে ব্যবহারকারী নিজের বিকাশ একাউন্ট পাসওয়ার্ড সরবরাহ করলেই নির্দিষ্ট পরিমাণ টাকা তাঁর একাউন্ট থেকে “সেলিম স্টোর” নামক এই বিকাশ মার্চেন্ট এর একাউন্টে চলে যাবে। এভাবেই একটু কম সচেতন অনলাইন ব্যবহারকারীকে ‘বোনাস’ এর লোভ দেখিয়ে তাদের কাছ থেকে যথাসাধ্য টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে এই সাইট থেকে।

বিকাশ এর ওয়েবসাইট থেকে জানা যাচ্ছে যে এই সার্ভিসটি শুরু হয়েছিল ২০১১ সালে। কাজেই ২০২৪ সালে এসে এর ১৪তম বর্ষপূর্তি হবে। ১৬তম বর্ষপূর্তির দাবিটিও ভিত্তিহীন।

এছাড়া বিকাশের ওয়েবসাইট বা ফেসবুকে পেজ ঘেটে বর্ষপূর্তি উপলক্ষে বিশেষ কোনো অফার পাওয়া যায়নি।

সঙ্গত কারণে ফেসবুকে ছড়িয়ে পড়া ‘বিকাশের ১৬ বছর পূর্তি উপলক্ষে বিশেষ বোনাস’ এর দাবিটিকে ‘মিথ্যা’ সাব্যস্ত করছে।

‘বিকাশ’ সম্পর্কিত আরো কয়েকটি গুজব দেখতে পাবেন এখানে-

বিকাশ কি করোনাকালীন সময়ে কোনো আর্থিক সহায়তা (৩৫০০ টাকা) দিচ্ছে?

একুশে ফেব্রুয়ারি উপলক্ষে বিকাশ গ্রাহকদের ২১০০ টাকা করে উপহার দিচ্ছে?

১৪ ফেব্রুয়ারি উপলক্ষে বিকাশ গ্রাহকদের ১৪০০ টাকা করে উপহার দিচ্ছে?

৭ কোটি গ্রাহক পূর্তিতে ব্যবহারকারীদের ৭৯৯৯ টাকা করে বোনাস দিচ্ছে বিকাশ?

১৫ বছর পূর্তি উপলক্ষে গ্রাহকদের বোনাস দিচ্ছে বিকাশ?

ঈদ উপলক্ষে বিকাশ দিচ্ছে ৭,৯৯৯ টাকা ঈদ বোনাস?

১২ বছর পূর্তি উপলক্ষে গ্রাহকদের ১২,৯৯৯ টাকা বোনাস দিচ্ছে বিকাশ?

ঈদুল আজহা উপলক্ষে ২৫ হাজার টাকা করে “সালামি” দিচ্ছে বিকাশ?

১০ কোটি গ্রাহকপূর্তিতে ব্যবহারকারীদের ৯৯৯৯ টাকা উপহার দিচ্ছে বিকাশ?

সবাইকে বিকাশে পাঁচ হাজার টাকা করে উপহার দিচ্ছেন প্রধানমন্ত্রী?

বিকাশের ১২ বছর পূর্তি উপলক্ষে ভূয়া অফার

ভুয়া লটারি: পুরস্কারের লোভ দেখিয়ে বিকাশ অ্যাকাউন্ট থেকে কেটে রাখা হচ্ছে টাকা

 

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।।
এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকেঃ
ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

No Factcheck schema data available.