ড. ইউনুসের নাম ব্যবহার করে বিকাশে বোনাসের প্রতারণা

452
ড. ইউনুসের নাম ব্যবহার করে বিকাশে বোনাসের প্রতারণা
ড. ইউনুসের নাম ব্যবহার করে বিকাশে বোনাসের প্রতারণা

Published on: [post_published]

দেশের বর্তমান পরিস্থিতিতে সবাইকে ৫০০০ টাকা করে অনুদান দিচ্ছেন ড. ইউনুস – এমন চটকদার দাবির সাথে একটি লিঙ্ক ফেসবুকে ছড়িয়ে পড়েছে। বিকাশ-এর ওয়েবসাইট বা ফেসবুক পেজে এমন  বোনাসের কোনো ঘোষণা দেখা যাচ্ছে না। তদুপরি, ছড়িয়ে পড়া এই ওয়েবসাইটের লিঙ্ক থেকে দেখা যাচ্ছে, এখান থেকে বিকাশে টাকা দেওয়ার কোনো অপশন নেই, বরং টাকা গ্রহণ করার অপশন রয়েছে। সার্বিক বিবেচনায় ফ্যাক্টওয়াচ এই পোস্টগুলোকে ‘মিথ্যা’ সাব্যস্ত করছে।

গুজবের উৎস

মূলত  Sr we10j3w একব kotha5 নামক দুইটি পেজ থেকে বুস্ট করা দুইটি পোস্টের  মাধ্যমে এই বোনাসের দাবি করা হচ্ছে। সদ্য গজিয়ে ওঠা এই পেজে এখন পর্যন্ত মাত্র ১০-২০ জন ফলোয়ার রয়েছেন। স্পষ্টত, বিকাশ এবং ড. ইউনুসের নামে আর্থিক জালিয়াতির উদ্দেশ্যে এই নতুন পেজ ব্যবহার করা হচ্ছে।

ফ্যাক্টওয়াচ অনুসন্ধান

এসব লিংকের নামে Get-5000-taka.com  থাকলেও এখানে প্রবেশ করার পরে দেখা গেল http://78.141.225.16/ ঠিকানায় নিয়ে যাচ্ছে । বিকাশের অফিসিয়াল ওয়েবসাইটের মতই ডিজাইনও করা হয়েছে এই ওয়েবসাইটে।

এই ওয়েবসাইটে ব্যবহারকারীকে উপহার দেওয়ার প্রলোভন দেখানো হয়। পরবর্তীতে বিকাশ পেমেন্টের একটি গেটওয়ে থেকে গ্রাহকের বিকাশ একাউন্ট থেকে টাকা পয়সা নিয়ে যাওয়ার ব্যবস্থা রয়েছে এই ওয়েবসাইটে। এই কাজে শেফালি স্টোর নামের একটি বিকাশ মার্চেন্ট এর আইডি দেখা যাচ্ছে।  প্রযুক্তিতে স্বল্পশিক্ষিত ব্যবহারকারীরা বিকাশ থেকে ৫০০০ টাকা বোনাস পাওয়ার আশায় নিজের বিকাশ নাম্বার, পিন এবং ওয়ান টাইম পাসওয়ার্ড জানিয়ে দিলে তাদের একাউন্ট থেকে টাকা চলে যাবে এই গেটওয়েতে।

এই পেমেন্ট গেটওয়ের কার্যক্রম ধাপে ধাপে পরবর্তী স্ক্রিনশট গুলোতে দেখানো হল। উদাহরণসরূপ ফ্যাক্টওয়াচের প্রতিবেদক একটি বিকাশ নাম্বার দিয়ে সেই একাউন্টে ৪২০ টাকা রয়েছে বলে উল্লেখ করেছিল। পরবর্তীতে ধাপে ধাপে তাঁর কাছে ট্রানজেকশনের জন্য ওয়ান টাইম পাসওয়ার্ড এবং সেই একাউন্টের পিন চাওয়া হয়।

প্রযুক্তিতে স্বল্পশিক্ষিত যে কেউ এই পেমেন্ট গেটওয়ের বিস্তারিত না বুঝেই টাকা পাওয়ার আশায় নিজের বিকাশ একাউন্ট এর নাম্বার বা পিন শেয়ার করার মাধ্যমে একাউন্টের টাকা হারাতে পারেন।

বিকাশ এর ভেরিফাইড ফেসবুক পেজ বা ওয়েবসাইটে ডক্টর ইউনুস এর পক্ষ থেকে এমন কোনো অফারের ঘোষণা দেখা যাচ্ছে না। অর্থাৎ, এই অফারটি যে ভুয়া সেটা শতভাগ নিশ্চিত।

প্রসঙ্গত উল্লেখ্য, বিকাশ হল একটি মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস, যার ধারক কোম্পানি ব্র্যাক ব্যাংক । এই ব্র্যাক ব্যাংক হল বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক কর্তৃক পরিচালিত আর্থিক প্রতিষ্ঠান। অর্থাৎ, সরাসরি বাংলাদেশ সরকার, কিংবা ড.ইউনুসের প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক এর সাথে বিকাশ এর কোনো সম্পর্ক নেই ।

ফ্যাক্টওয়াচ তাই এই সকল পোস্টকে ‘মিথ্যা’ সাব্যস্ত করছে।

‘বিকাশ’ সম্পর্কিত আরো কয়েকটি গুজব দেখতে পাবেন এখানে-

বিকাশ কি করোনাকালীন সময়ে কোনো আর্থিক সহায়তা (৩৫০০ টাকা) দিচ্ছে?

একুশে ফেব্রুয়ারি উপলক্ষে বিকাশ গ্রাহকদের ২১০০ টাকা করে উপহার দিচ্ছে?

১৪ ফেব্রুয়ারি উপলক্ষে বিকাশ গ্রাহকদের ১৪০০ টাকা করে উপহার দিচ্ছে?

৭ কোটি গ্রাহক পূর্তিতে ব্যবহারকারীদের ৭৯৯৯ টাকা করে বোনাস দিচ্ছে বিকাশ?

১৫ বছর পূর্তি উপলক্ষে গ্রাহকদের বোনাস দিচ্ছে বিকাশ?

ঈদ উপলক্ষে বিকাশ দিচ্ছে ৭,৯৯৯ টাকা ঈদ বোনাস?

১২ বছর পূর্তি উপলক্ষে গ্রাহকদের ১২,৯৯৯ টাকা বোনাস দিচ্ছে বিকাশ?

ঈদুল আজহা উপলক্ষে ২৫ হাজার টাকা করে “সালামি” দিচ্ছে বিকাশ?

১০ কোটি গ্রাহকপূর্তিতে ব্যবহারকারীদের ৯৯৯৯ টাকা উপহার দিচ্ছে বিকাশ?

সবাইকে বিকাশে পাঁচ হাজার টাকা করে উপহার দিচ্ছেন প্রধানমন্ত্রী?

বিকাশের ১২ বছর পূর্তি উপলক্ষে ভূয়া অফার

ভুয়া লটারি: পুরস্কারের লোভ দেখিয়ে বিকাশ অ্যাকাউন্ট থেকে কেটে রাখা হচ্ছে টাকা

বিকাশের ১৬ বছর পূর্তি (?) উপলক্ষে ভুয়া বোনাসের ফাঁদ

 

 

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।।
এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকেঃ
ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

No Factcheck schema data available.