চৌদ্দগ্রাম উপজেলা ও পৌরসভা যুবদলের মোনাজাতের বিকৃত ভিডিও ভাইরাল

13
চৌদ্দগ্রাম উপজেলা ও পৌরসভা যুবদলের মোনাজাতের বিকৃত ভিডিও ভাইরাল চৌদ্দগ্রাম উপজেলা ও পৌরসভা যুবদলের মোনাজাতের বিকৃত ভিডিও ভাইরাল

Published on: [post_published]

সম্প্রতি চৌদ্দগ্রাম উপজেলা ও পৌরসভা যুবদলের ব্যানারে সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। অনুসন্ধানে দেখা গেছে, ১৮ জুন ২০২২ তারিখে চৌদ্দগ্রাম উপজেলা ও পৌরসভা যুবদল বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্বাস্থ্য কামনায় একটি দোয়া ও মাহফিলের আয়োজন করে। সেদিনের মাহফিলের মোনাজাতের মূল বক্তব্য মুছে দিয়ে দিয়ে সেখানে ভিন্ন একটি বক্তব্য জুড়ে দেওয়া হয়েছে। যে কারণে মনে হয়েছে বিএনপির নেতাকর্মীরা মোনাজাতে অসংলগ্ন কথা বলেছে। সঙ্গত কারণে ফ্যাক্টওয়াচ এটিকে বিকৃত সাব্যস্ত করেছে।

 

এমন  ভিডিও দেখুন এখানে

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান:

বিভিন্ন কী-ওয়ার্ড সার্চে ইউটিউবে একটি ভিডিও পাওয়া যায়। “চৌদ্দগ্রামে যুবদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত” শিরোনামে Meghna24Tv নামক ইউটিউব চ্যানেলে ভিডিওটি আপলোড করা হয়েছে। ভিডিওটি দেখুন এখানে। ইউটিউবে প্রকাশিত ভিডিওটির সাথে ভাইরাল ভিডিওটির হুবহু মিল রয়েছে। উল্লেখ্য, ইউটিউবে প্রকাশিত ভিডিওটি উক্ত ইউটিউব চ্যানেলে প্রতিবেদন আকারে প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। চৌদ্দগ্রাম উপজেলা ও পৌরসভা যুবদলের যৌথ উদ্দোগ্যে বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক নাজমুল হক। উপজেলা যুবদলের সাংগাঠনিক সম্পাদক এম জহির উদ্দিন অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন।

প্রসঙ্গত, ইউটিউবের ভিডিওটিতে নেতাকর্মীদের মোনাজাত করতে দেখা গেলেও সেখানে কি বক্তব্য ছিলো তা শোনা যায়নি, কেন না অনুষ্ঠানটির ভিডিও ধারণ করে প্রতিবেদন তৈরির সুবিধার্থে প্রতিবেদক নিজের কণ্ঠস্বর ব্যবহার করেছেন।

এ বিষয়ে সেদিনের অনুষ্ঠানে উপস্থিত থাকা প্রতিবেদক মোঃ মিজানুর রহমান মিনুর সাথে ফোনে যোগাযোগ করা হলে, ফ্যাক্টওয়াচকে তিনি জানান, দলীয় চেয়ারপার্সনের দোয়া অনুষ্ঠানে নেতাকর্মীরা ধর্মীয় রীতি অনুযায়ী বিভিন্ন সূরা, দুরুদশরীফ পড়ে আল্লাহর কাছে বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া প্রার্থনা করেন। পরবর্তীতে তিনি ইউটিউবে দোয়া অনুষ্ঠানের ভিডিও প্রতিবেদন প্রকাশ করেন। তবে ভিডিওটিতে বর্তমানে যে বক্তব্যটি শোনা যাচ্ছে তা এডিট করে তা ভিডিওটিতে বসানো হয়েছে।

চৌদ্দগ্রাম উপজেলা ও পৌরসভা যুবদলের যৌথ উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিল বিষয়ে আরও বিস্তারিত জানতে গুগলে অনুসন্ধান করে কুমিল্লার বিভিন্ন আঞ্চলিক পত্রিকায় সেদিনের দোয়া মাহফিল নিয়ে করা প্রতিবেদন পাওয়া যায়। তেমন একটি প্রতিবেদন দেখুন এখানে

সুতরাং, ইউটিউবের ভিডিও প্রতিবেদন এবং পত্রিকার প্রতিবেদন অনুযায়ী এ বিষয়টি সুস্পষ্ট যে, ১৮ জুন ২০২২ তারিখে চৌদ্দগ্রাম উপজেলা ও পৌরসভা যুবদলের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে এমন কোনো অসংলগ্ন কথা বলা হয় নি, যেটি ভিডিওর ভয়েসঅভারে দাবি করা হয়েছে।

অর্থাৎ সেদিনের দোয়া মাহফিল অনুষ্ঠানে বিএনপি নেতাকর্মীদের মোনাজাতরত অবস্থায় যে কথাগুলো বলতে শোনা যাচ্ছে সেগুলো বিএনপি নেতাকর্মীদের বক্তব্য নয়। এডিটের সাহায্যে ভিডিওটিতে এ ধরণের মিথ্যা বক্তব্য জুড়ে দেয়া হয়েছে।

সারমর্ম, যে কারণে এসকল ভিডিওকে ফ্যাক্টওয়াচ “বিকৃত” সাব্যস্ত করেছে।

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

No Factcheck schema data available.