“বি এন পি, হেফাজত,আওয়ামী লীগ ও পুলিশের সংঘর্ষ চলতেছে” এমন ক্যাপশনে একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। অনুসন্ধানে দেখা গেছে, ২২ আগস্ট ২০২২ তারিখে নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলায় জ্বালানী তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, বিদ্যুতের নজিরবিহীন লোডশেডিং, গণপরিবহনের ভাড়া বৃদ্ধি, ইত্যাদির প্রতিবাদে বিএনপির একটি প্রতিবাদ সমাবেশে অনুষ্ঠিত হয়। সেদিনের প্রতিবাদ সমাবেশে ধারণকৃত ভিডিওটি বর্তমানে “বি এন পি, হেফাজত,আওয়ামী লীগ ও পুলিশের সংঘর্ষ চলতেছে” ক্যাপশনে ভাইরাল হয়েছে। সঙ্গত এমন ক্যাপশনগুলোকে ফ্যাক্টওয়াচ “মিথ্যা” চিহ্নিত করেছে।