সম্প্রতি “জিয়াউর রহমান বিশ্বকাপ ট্রফির উদ্বোধন করেছেন” এমন একটি বক্তব্য ফেসবুকে ছড়িয়ে পড়ে।বলা হচ্ছে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই দাবিটি করেছেন। কিন্তু মূলধারার কোনো গণমাধ্যম কিংবা বিএনপির অফিসিয়াল কোনো মাধ্যমে মির্জা ফখরুলের এমন বক্তব্য খুঁজে পাওয়া যায়নি। এছাড়া সেখানে, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিকৃত একটি ছবিও ব্যবহার করা হয়েছে।
ছবিতে ব্যবহৃত শব্দ দেখে বুঝা যায় যে এটি অফিসিয়াল কোনো সংবাদ মাধ্যম নয়। বিবিসি বাংলার ডিজাইনের সাথে এর মিল পাওয়া যায়। এখানে ব্যবহৃত ক্যাটাগরিসহ বিভিন্ন অসংগতি নিয়ে ফ্যাক্টওয়াচ এর আগেও একটি প্রতিবেদন প্রকাশ করেছে। বিস্তারিত জানতে প্রতিবেদনটি দেখতে পারেন।
পরবর্তীতে মির্জা ফখরুল আসলেই এমন কোনো মন্তব্য করেছেন কি না তা জানতে অনুসন্ধান করা হয়। কিন্তু মূলধারার গণমাধ্যম কিংবা বিএনপির অফিসিয়াল কোনো মাধ্যমে এমন দাবি খুঁজে পাওয়া যায়নি।
এছাড়া সেখানে ব্যবহৃত একটি ছবিতে জিয়াউর রহমানের হাতে বিশ্বকাপ দেখতে পাওয়া যায়। রিভার্স ইমেজ সার্চ করে জানা যায়, ছবিটি মূলত স্প্যানিশ ফুটবলার ইকার ক্যাসিয়াসের (Iker Casillas)। ২০১৮ সালে গেটি ইমেজের ফটোগ্রাফার ক্লাইভ রোজ (Clive Rose) ছবিটি তোলেন।
ডিজিটাল প্রযুক্তির সাহায্যে ক্যাসিয়াসের ছবিতে বাংলাদেশের সাবেক এই প্রেসিডেন্টের মুখ বসিয়ে বিকৃত ছবিটি তৈরি করা হয়।
অতএব বিষয়টি পরিষ্কার যে, এখানে মির্জা ফখরুলের নামে ভিত্তিহীন একটি বক্তব্য এবং জিয়াউর রহমানের বিকৃত একটি ছবি ব্যবহার করা হচ্ছে। তাই ফ্যাক্টওয়াচ এসব ফেসবুক পোস্টকে “মিথ্যা” চিহ্নিত করছে।
আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন? কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন? নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?