সম্প্রতি ফেসবুকে বেসরকারি সম্প্রচার মাধ্যম যমুনা টিভির একটি ভিডিও প্রতিবেদন শেয়ার করে দাবি করা হচ্ছে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, তার দল ড. ইউনূসের নেতৃত্বাধীন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচনে যাবে না। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায়, অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে বিএনপির নির্বাচনে না যাওয়ার দাবিতে প্রচারিত ভিডিওটি ২০২২ সালের। ওই সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের অধীনে নির্বাচনে না যাওয়ার ব্যাপারে কথা বলছিলেন। তাই ফ্যাক্টওয়াচ দাবিটিকে মিথ্যা হিসেবে শনাক্ত করছে।
ভিডিওটি নিয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চে যমুনা টিভির ইউটিউব চ্যানেলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যটি পাওয়া যায়। ভিডিওটি ২০২২ সালের ১০ মে চ্যানেলটিতে পোস্ট করা হয়। প্রতিবেদনটির সঙ্গে সম্প্রতি ভাইরাল ভিডিওটির হুবহু মিল রয়েছে।
প্রতিবেদনটি থেকে জানা যায়, ওই সময় নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ে যৌথসভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, এই সরকারের (আওয়ামী লীগ সরকারের) অধীনে কোনো নির্বাচনে যাবে না বিএনপি। এ নিয়ে কোন সংশয়-সন্দেহ নেই। সবার আগে সরকারকে পদত্যাগ করতে হবে। নিরপেক্ষ সরকার ও নিরপেক্ষ ইসি নিশ্চিত হলেই কেবল নির্বাচনের কথা হতে পারে। ভিডিওটিতে নির্বাচনে ইভিএম ব্যবহারের কথা বলায় তৎকালীন প্রধানমন্ত্রীর সমালোচনা করে মির্জা ফখরুল ইসলাম বলেন, এতেই প্রমাণ হয় সরকার ইচ্ছা করেই নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করছে।
ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায়, বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের প্রায় দুই বছরের পুরোনো এই বক্তব্য থেকে খণ্ডিত অংশ কেটে নিয়ে ড. ইউনূসের নেতৃত্বাধীন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে তার দল নির্বাচনে যাবে না বলে প্রচার করা হচ্ছে।
প্রসঙ্গত, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগের পতনের পর ড. ইউনূসকে প্রধান উপদেষ্টা করে গঠিত হয় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। এরপর থেকে বিএনপির পক্ষ থেকে বিভিন্ন সময়ে নির্বাচনের দাবি জানানো হলেও এই সরকারের অধীনে নির্বাচনে না যাওয়ার ব্যাপারে দলটির পক্ষ থেকে কোনো বিবৃতি বা বক্তব্য দেওয়া হয়নি।
সার্বিক বিবেচনায় ড. ইউনূসের নেতৃত্বাধীন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে বিএনপির নির্বাচনে না যাওয়ার দাবিতে প্রচারিত পোস্টগুলোকে ফ্যাক্টওয়াচ ‘মিথ্যা’ হিসেবে শনাক্ত করছে।
Claim: সম্প্রতি ফেসবুকে বেসরকারি সম্প্রচার মাধ্যম যমুনা টিভির একটি ভিডিও প্রতিবেদন শেয়ার করে দাবি করা হচ্ছে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, তার দল ড. ইউনূসের নেতৃত্বাধীন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচনে যাবে না।
Claimed By: Facebook Users
Rating: False
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের
নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে।
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।
কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে ইমেইল করুনঃ contact@fact-watch.org অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh