সম্প্রতি “বিএনপি নেতাকর্মীদের ভয়ে পিছু হটছে পুলিশ” ক্যাপশনে ২৬ মিনিট ১৬ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশিত হয়েছে ফেসবুকে। মূলত ভিডিওটি দুই বছর আগের। ২৬ নভেম্বর ২০১৯ (মঙ্গলবার) কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে হাইকোর্টের সামনে বিক্ষোভরত বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটেছিল। পুরনো সেই ভিডিওটি তারিখ উল্লেখ না করে নতুন করে প্রচার করায় ফ্যাক্টওয়াচ এটিকে “বিভ্রান্তিকর” সাব্যস্ত করেছে।
ভিডিওতে দৃশ্যমান “হাইকোর্টের সামনে নেতাকর্মীদের বিক্ষোভ” কী-ওয়ার্ড দিয়ে ইউটিউবে অনুসন্ধান করে দেখা যায় এটি ২৬ নভেম্বর ২০১৯ (মঙ্গলবার) ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ইউটিউব চ্যানেল থেকে প্রচারিত একটি লাইভ প্রতিবেদন। সেদিন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ব্যানারে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে হাইকোর্টের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করার একপর্যায়ে বাঁধা দেয় পুলিশ। এসময় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে।
এ বিষয়ে যুগান্তর এবং ইনকিলাব থেকে প্রকাশিত দুটি প্রতিবেদন পড়ুন এখানে এবং এখানে।
উক্ত প্রমাণাদি থেকে বিষয়টি স্পষ্ট যে, ভিডিওটি সাম্প্রতিকালের নয়। সর্বশেষ তথ্য অনুযায়ী, রাজধানীর এভারকেয়ার হাসপাতালে করোনারি কেয়ার ইউনিট-সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। লিভার সিরোসিসে আক্রান্ত খালেদা জিয়ার অন্ত্রে রক্তক্ষরণ বন্ধ হলেও তার মেডিকেল বোর্ডের চিকিৎসকরা বলছেন তিনি প্রচণ্ড দুর্বল।
আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন? কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন? নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?