২৪ জুন ২০২১ তারিখে ফেসবুকে ও ইউটিউবে একটি ভিডিও প্রচুর শেয়ার হয়েছে, যেখানে দেখা যাচ্ছে ব্যাটারিচালিত রিকশা বন্ধে অভিযান চলছে। বাস্তবে এটি প্রথম আলোর একটি পুরানো ভিডিও প্রতিবেদন যা প্রকাশিত হয়েছিল গত ৪ অক্টোবর, ২০১৭ তারিখে। সম্প্রতি যেসব রিকশা ও ভ্যান আগে প্যাডেল দিয়ে চলত কিন্তু বর্তমানে ইঞ্জিন লাগিয়ে চালানো হচ্ছে, সেগুলো বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে সম্প্রতি কোনো অভিযান পরিচালিত হয়েছে, এমন কোনো তথ্য খুঁজে পায়নি ফ্যাক্টওয়াচ। ফলে, সরকারের নেয়া চলমান সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে পুরানো ভিডিওটির প্রচার বিভ্রান্তি সৃষ্টি করতে পারে।
সম্প্রতি শেয়ার হওয়া ভিডিওটির ফ্রেম ধরে অনুসন্ধান চালিয়ে ফ্যাক্টওয়াচ টিম গত ৪ অক্টোবর, ২০১৭ তারিখে ইউটিউবে প্রকাশিত একটি ১ মিনিট ৫৫ সেকেন্ডের ভিডিও প্রতিবেদন খুঁজে পেয়েছে যা প্রকাশ করেছিল দৈনিক প্রথম আলো। এছাড়া গত ৪ অক্টোবর, ২০১৭ তারিখে প্রথম আলো-র ভেরিফাইড ফেসবুক থেকে এবিষয়ক একটি ছবিও আপলোড করা হয়েছে, যেটির ক্যাপশনে লেখা ছিল, “যানজট নিরসনে অবৈধ ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে অভিযান চালায় বগুড়া আঞ্চলিক পরিবহন কমিটি। জব্দ করা রিকশাগুলো পৌরসভার বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়। ৪ অক্টোবর, সাতমাথা এলাকায় বগুড়া। ছবি: সোয়েল রানা” এই ছবিটির সাথে সম্প্রতি শেয়ার হওয়া ভিডিওটির কয়েকটি ফ্রেম হুবহু মিলে যাচ্ছে। এছাড়াও, প্রতিটা ভিডিওর উপরের ডান দিকের কোণায় প্রথম আলোর লোগো দেখা যাচ্ছে।
ইউটিউবেও ২৪ জুন ২০২১ তারিখে এই ভিডিওটি আপলোড হয়েছে বেশ কিছু চ্যানেল থেকে। এমন কিছু ভিডিও দেখুন – এখানে,এখানে এবং এখানে। প্রতিটা ভিডিওতে প্রথম আলোর লোগো দেখা যাচ্ছে।
ব্যাটারিচালিত রিকশা ও ভ্যান বন্ধের সিদ্ধান্ত
যেসব রিকশা ও ভ্যান আগে প্যাডেল দিয়ে চলত কিন্তু বর্তমানে ইঞ্জিন লাগিয়ে চালানো হচ্ছে, সেগুলো বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ২০ জুন ২০২১ (রবিবার) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে সড়ক পরিবহন বিষয়ক জাতীয় টাস্কফোর্সের সভায় এসব সিদ্ধান্ত হয়েছে। এসময় আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের বলেন, “রিকশার সামনের চাকায় ব্রেক আছে। পেছনের চাকায় ব্রেক নেই। এগুলোতে ইঞ্জিন লাগিয়ে চালানোর কারণে সড়ক দুর্ঘটনা ঘটছে। সড়ক দুর্ঘটনা রোধে সারা দেশে ব্যাটারিচালিত রিকশা-ভ্যান বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে আদেশ জারি হবে।“
আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন? কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন? নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?