শাহজালাল বিমানবন্দরে বিমানের লাগেজে শক্তিশালী বোমা অতপর… ক্যাপশনে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে । এই ভিডিওর প্রথম অংশে দাবি করা হচ্ছে, গতকাল ২৭শে ডিসেম্বর ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করা একটি বিমানে শক্তিশালী বোমা পাওয়া গিয়েছিল ,এবং আইন প্রয়োগকারী সংস্থা এই বোমাটি নিষ্ক্রিয় করেছিল। ভিডিওর শেষের দিকে জানানো হয়, এটি বোমা নিষ্ক্রিয়করণ-এর একটি মহড়া ছিল, এবং সেখানে আসল কোনো বোমা ছিল না। তবে ভিডিওর ক্যাপশনের কারণে প্রচুর ফেসবুক ব্যবহারকারী বিভ্রান্ত হচ্ছেন। তাই ফ্যাক্টওয়াচ এই ক্যাপশনযুক্ত ভিডিওকে ‘বিভ্রান্তিকর’ সাব্যস্ত করছে।
এমন ক্যাপশনযুক্ত ভিডিও দেখে অনেক পাঠকই এটাকে সত্য ঘটনা ভেবে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। অনেকে বিস্ময় প্রকাশ করেছেন, এত নিরাপত্তার মধ্যেও কিভাবে বোমা ঢুকতে পারে। অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে। অনেকে আবার এটাকে নতুন কোনো ষড়যন্ত্র ভেবে মন্তব্য করেছেন। এমন কিছু মন্তব্য দেখুন এখানে-
ফ্যাক্টওয়াচ অনুসন্ধান
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বিমানবন্দরে রপ্তানি কার্গো ভিলেজের সামনে মহড়ার আয়োজন করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এতে অংশ নেয় অ্যাভিয়েশন সিকিউরিটি, এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), র্যাব, বিমানবাহিনী ও সেনাবাহিনীর ডগ স্কোয়াডসহ নিরাপত্তার দায়িত্বে থাকা সংস্থাগুলোর প্রায় ৪ শতাধিক সদস্য।
বিমানে বোমা থাকলে পরিস্থিতি কেমন হবে, যাত্রীদের কীভাবে নিরাপত্তা দিয়ে সরিয়ে আনতে হবে –এটা ছিল মহড়ার বিষয়বস্তু।