পূজামণ্ডপে মুসলিম ব্যক্তির প্রণামের ঘটনাটি বাংলাদেশের নয়

78
পূজামণ্ডপে মুসলিম ব্যক্তির প্রণামের ঘটনাটি বাংলাদেশের নয়
পূজামণ্ডপে মুসলিম ব্যক্তির প্রণামের ঘটনাটি বাংলাদেশের নয়

ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওটির উৎস জানার জন্য শুরুতেই এর বিভিন্ন অংশ ব্যবহার করে রিভার্স ইমেজ অনুসন্ধান করা হয়। অনুসন্ধানে মুস্তাফা কামাল আজহারী (Mustafa Kamal Azhari) নামে একটি ফেসবুক একাউন্ট থেকে গত ১১ অক্টোবর ২০২৪ এ প্রকাশিত মূল ভিডিওটি খুঁজে পাওয়া যায়। অসমীয়া ভাষায় ভিডিওর ক্যাপশনে উল্লেখ ছিল, “হে জগতৰ মাতৃ.. আশীৰ্বাদ আৰু শক্তি দিয়া || জয় মা দূর্গা।” ভিডিওটি বিশ্লেষণ করলে দেখা যায়, মুস্তাফা কামাল আজহারী সেইদিন তার ফেসবুক একাউন্ট থেকে সেখানকার একটি পূজামণ্ডপে প্রতিমার সামনে দাঁড়িয়ে প্রণাম ভিডিওটি শেয়ার করেন।

পরবর্তীতে, মুস্তাফা কামাল আজহারীর ফেসবুক অ্যাকাউন্টটি বিশ্লেষণ করলে দেখা যায়, তিনি ভারতের আসাম রাজ্যের উত্তর লখিমপুরে জেলায় বাসিন্দা। তিনি চলতি বছরের ১০ অক্টোবর সেখানকার একটি পূজামণ্ডপে দূর্গাপূজা দর্শনে যান এবং সেখানকার প্রতিমাকে প্রণাম করার কয়েকটি ছবিও ফেসবুকে পোস্ট করেন।

পাশাপাশি, আসাম ভিত্তিক সংবাদমাধ্যম রিপোর্টার এনএ (Reporter NE) এর ফেসবুক পেজ থেকে গত ১১ অক্টোবর ২০২৪ এ প্রকাশিত একটি প্রতিবেদনেও মুস্তাফা কামাল আজহারীর পূজামণ্ডপে দূর্গা প্রতিমাকে প্রণাম করার বিষয়টি নিশ্চিত করা হয়। 

অতএব, পরিষ্কারভাবেই বুঝা যাচ্ছে, সাম্প্রতিক সময়ে ভাইরাল হওয়া ভিডিওটি প্রকৃতপক্ষে বাংলাদেশের নয়। মূল ভিডিওটি ভারতের আসাম রাজ্যের।

তাই, সবকিছু বিবেচনা করে ফ্যাক্টওয়াচ ভাইরাল হওয়া পোস্টগুলোকে বিভ্রান্তিকর হিসেবে চিহ্নিত করেছে।

ফেসবুকে শেয়ারকৃত এমন কিছু ভিডিও দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানেএখানে

No Factcheck schema data available.