সম্প্রতি কাতার বিশ্বকাপকে সামনে রেখে ব্রাজিল সমর্থকদের চমক- দাবিতে একটি গণজমায়েতের ছবি ফেসবুকে ছড়িয়ে পড়েছে। প্রায় একই ছবি আবার আর্জেন্টিনার সমর্থকদের নামেও প্রচার হয়েছে। অনুসন্ধানে দেখা যাচ্ছে, ছবিটির সাথে কাতার বিশ্বকাপ কিংবা সর্বোপরি ফুটবলের কোনো সম্পৃক্ততা নেই। স্বাধীনতার ২০০ বছর উপলক্ষে প্রেসিডেন্ট জাইর বলসোনারো (Jair Bolsonaro) এর নেতৃত্বে ০৭ সেপ্টেম্বর, ২০২২ এ ব্রাজিলে অনুষ্ঠিত এক প্যারেডের ছবি এটি। এই ছবিকেই বিকৃত করে আর্জেন্টিনার পতাকা যুক্ত করে প্রায় একই দাবিতে প্রচার হচ্ছে।
একই ছবি আর্জেন্টিনার দাবিতে কয়েকটি পোস্ট দেখুন এখানে এবং এখানে।
ছবিসহ এসব পোস্টে বলা হচ্ছে, “কাতার কোন ভাবেই থামছে না
একের পর এক চমক দিয়ে যাচ্ছে ব্রাজিল ফ্যানরা”। অর্থ্যাৎ, এই দাবি অনুযায়ী ছবিটি কাতারে তোলা হয়েছে বা কাতার বিশ্বকাপকে সামনে রেখে ব্রাজিল সমর্থকদের একটি গণজমায়েত এটি। এই একই দাবি আবার আর্জেন্টিনার সমর্থকদের নামেও প্রচার হচ্ছে।
ফ্যাক্টওয়াচের অনুসন্ধান
ভাইরাল এই ছবির সাহায্যে রিভার্স ইমেজ সার্চ করা হলে, ‘Portal LitoralSul’ নামে একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন সামনে আসে। “The day Brazil dressed in green and yellow” শিরোনামে গত ৮ সেপ্টেম্বর ২০২২ এ প্রতিবেদনটি প্রকাশিত হয়। সেখানে সম্প্রতি ভাইরাল এই ছবিটি দেখতে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে থেকে জানা যায়, সংবাদ সংস্থা ‘এজেন্সিয়া ব্রাজিল’ এর মার্সেলো ক্যাসেল জুনিয়র ছবিটি তুলেছেন।
উপরোক্ত ছবি দুইটি তুলনা করলে স্পষ্ট বুঝা যাচ্ছে, এই ছবিটিই সম্প্রতি ভাইরাল হচ্ছে। প্রতিবেদন থেকে জানা যায়, ছবিটি ব্রাজিলের স্বাধীনতার ২০০ বছর উদযাপন অনুষ্ঠান থেকে নেয়া। ৭ সেপ্টেম্বর ব্রাজিলের স্বাধীনতা দিবস। চলতি বছর এই দিনে ব্রাজিলে অনুষ্ঠিত হয় এই বিশাল সমাবেশ।
ব্রাজিলের যে জায়গায় সমাবেশটি অনুষ্ঠিত হয়েছিলো সেটি ত্রিমাত্রিক আকারে দেখুন এখানে।
এছাড়া একই অনুসন্ধানে সিএনএন ব্রাজিলের পর্তুগিজ ভাষায় প্রকাশিত একটি প্রতিবেদন সামনে আসে। ইংরেজি অনুবাদ করলে যার শিরোনাম দাঁড়ায়, “Post uses images from different angles to disparage the September 7 pro-Bolsonaro act”। ১২ সেপ্টেম্বর, ২০২২ এ প্রকাশিত এই প্রতিবেদনেও সম্প্রতি ভাইরাল এই ছবিটি খুঁজে পাওয়া যায়। সেখানেও বলা হচ্ছে ছবিটি ব্রাজিলের স্বাধীনতার ২০০ বছর উদযাপনের ছবি।
উক্ত জনসমাবেশ নিয়ে বার্তা সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদন পড়ুন এখানে।
অর্থ্যাৎ, পরিষ্কারভাবেই দেখা যাচ্ছে ছবিটি কাতারে নয় বরং ব্রাজিলে তোলা হয়েছে। এছাড়া এই ছবির সাথে কাতার বিশ্বকাপের কোনো সম্পর্ক নেই। ছবিটি সম্পূর্ণ ভিন্ন একটি বিষয়ের।
অন্যদিকে, একই ছবিকে বিকৃত করে আর্জেন্টিনার পতাকা বসিয়ে নিম্নোক্তভাবে প্রকাশিত হচ্ছে এবং দাবি করা হচ্ছে এটি কাতারে আর্জেন্টিনার সমর্থকদের সমাবেশ। কিন্তু মূলত ছবিটিকে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করা হয়েছে। এর সাথে কাতার বিশ্বকাপের কোনো সম্পর্ক নেই।
এছাড়া আসন্ন কাতার বিশ্বকাপ নিয়ে আরোও কিছু গুজবের প্রেক্ষিতে ফ্যাক্টওয়াচের অন্যান্য রিপোর্টগুলো পড়ুন এখানে।
সুতরাং, পরিষ্কারভাবেই বুঝা যাচ্ছে ব্রাজিলের স্বাধীনতার ২০০ বছর উদযাপনের একটি পুরনো ছবিকে ব্রাজিল এবং আর্জেন্টিনার সমর্থকদের গণজমায়েত হিসেবে দাবি করা হচ্ছে। তাই ফ্যাক্টওয়াচের বিবেচনায় দাবিগুলোকে মিথ্যা চিহ্নিত করা হচ্ছে।
আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন? কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন? নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?