পোড়া বুদ্ধ মূর্তির এই ছবিটি সাম্প্রতিক সময়ে তোলা হয়নি

349
পোড়া বুদ্ধ মূর্তির এই ছবিটি সাম্প্রতিক সময়ে তোলা হয়নি
পোড়া বুদ্ধ মূর্তির এই ছবিটি সাম্প্রতিক সময়ে তোলা হয়নি

সম্প্রতি দুটো পোড়া বুদ্ধ মূর্তির ছবি সামাজিক মাধ্যমে প্রচার করে দাবি করা হচ্ছে যে, খাগড়াছড়ির দীঘিনালায় বৌদ্ধ মন্দির পুড়িয়ে দেওয়া হয়েছে! তবে, ফ্যাক্টওয়াচ টিম আলোচিত ছবিটির উৎস যাচাই করে দেখেছে এটি চলতি বছরের জানুয়ারি মাসে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় একটি বৌদ্ধ মন্দিরে আগুন দেওয়ার ঘটনার ছবি। “Hindu Voice” নামক একটি ওয়েবসাইটে গত ১২ জানুয়ারি ২০২৪ এ প্রকাশিত একটি প্রতিবেদনে আমাদের আলোচিত ছবিটি ব্যবহার করতে দেখা গেছে। উক্ত প্রতিবেদনে বলা হয়েছে, গত ০৭ জানুয়ারি কিছু অজ্ঞাত দুর্বৃত্ত রাঙ্গুনিয়ার বিখ্যাত বৌদ্ধ মন্দিরে আগুন ধরিয়ে দেয়। অতএব, সামাজিক মাধ্যমে যে পোড়া বুদ্ধ মূর্তির ছবিকে সাম্প্রতিক সময়ের বলে দাবি করা হচ্ছে সেটি প্রায় দশমাসের পুরানো একটি ছবি। সঙ্গত কারণে ফ্যাক্টওয়াচ এমন দাবি সম্বলিত পোস্টগুলোকে “বিভ্রান্তিকর” বলে সাব্যস্ত করছে।

এমন কয়েকটি পোস্টের নমুনা দেখুন এখানে, এখানে, এবং এখানে

দুটো পোড়া বুদ্ধ মূর্তির ছবিকে সাম্প্রতিক সময়ে খাগড়াছড়ির দীঘিনালায় একটি বৌদ্ধ মন্দিরে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা বলে দাবি করার প্রেক্ষিতে ফ্যাক্টওয়াচ টিম উক্ত ছবিটির উৎস অনুসন্ধান করে দেখেছে। রিভার্স ইমেজ সার্চ পদ্ধতি ব্যবহার করে দেখা গেছে ছবিটি প্রায় দশমাস আগে থেকেই ইন্টারনেটে রয়েছে। আমাদের অনুসন্ধানে “Hindu Post” এবং “Hindu Voice” নামক দুটো ওয়েবসাইটে গত ১০ জানুয়ারি এবং ১২ জানুয়ারি ২০২৪ এ প্রকাশিত দুটো প্রতিবেদন পাওয়া গেছে। উক্ত প্রতিবেদনগুলোতে আমাদের আলোচিত ছবিটির অনুরূপ একটি ছবি দৃষ্টিগোচর হয়েছে। প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, চলতি বছরের জানুয়ারি মাসের সাত তারিখ রাতে কিছু অজ্ঞাত দুর্বৃত্ত চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অবস্থিত একটি বৌদ্ধ মন্দিরে আগুন ধরিয়ে দেয়। এতে করে মন্দিরের ভেতরে রক্ষিত বুদ্ধের মূর্তিগুলো ক্ষতিগ্রস্ত হয়।

অতএব, উপরের আলোচনা থেকে বুঝা যাচ্ছে যে, পোড়া বুদ্ধের মূর্তির ছবিটি সাম্প্রতিক সময়ে খাগড়াছড়ির দীঘিনালায় বৌদ্ধ মন্দিরে আগুন দেওয়ার ঘটনার নয়। বরং এটি প্রায় দশমাস আগে রাঙ্গুনিয়ায় একটি বৌদ্ধ মন্দিরে আগুনে ক্ষতিগ্রস্ত বুদ্ধ মূর্তির ছবি৷

উল্লেখ্য, গত ১৯ সেপ্টেম্বর ২০২৪ এ খাগড়াছড়ির দীঘিনালায় মোটরসাইকেল চুরি করে পালানোর সময় মোহাম্মদ মামুন নামক এক ব্যক্তিকে স্থানীয় লোকজন ধাওয়া করলে ঐ ব্যক্তি বিদ্যুতের পিলারের সাথে ধাক্কা খেয়ে মারা যান৷ পরবর্তীতে এই ঘটনার জের ধরে সেদিন দীঘিনালায় পাহাড়ি এবং বাঙালিদের মাঝে সংঘর্ষ বাধে। চলমান এই সংঘর্ষে ২০ সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত অন্তত চারজন নিহত হয়েছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন খাগড়াছড়ি এবং রাঙামাটি জেলায় ১৪৪ ধারা জারি করেছেন। পড়ুন ডয়চে ভেলে, প্রথম আলো, এবং সমকালের সংবাদ।

সুতরাং, সবকিছু বিবেচনা করে ফ্যাক্টওয়াচ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া পোস্টগুলোর সাথে সংশ্লিষ্ট দাবিকে বিভ্রান্তিকর বলে সাব্যস্ত করছে।

No Factcheck schema data available.

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে

এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে
ইমেইল করুনঃ contact@fact-watch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh