এটি কি আসলেই দুই পা-বিশিষ্ট উট?

105
এটি কি আসলেই দুই পা-বিশিষ্ট উট?
এটি কি আসলেই দুই পা-বিশিষ্ট উট?

Published on: [post_published]

“আল্লাহ চাইলে সবই সম্ভব  ছবিটি তারই প্রমান। সুবহান আল্লাহ” — এমন শিরোনামে দুই পা নিয়ে একটি উটের দাঁড়িয়ে থাকার ছবি ফেসবুকে ছড়িয়ে পড়েছে। দাবি করা হচ্ছে, এটি একটি দুই পা-ওয়ালা উটের ছবি।  ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায়, মূল ছবিটি এডিট করে উটের দুই পা বাদ দিয়ে বিকৃত করা হয়েছে। এ কারণে ফ্যাক্টওয়াচ ভাইরাল হওয়া পোস্টটিকে “বিকৃত” হিসেবে চিহ্নিত করেছে।  

 

ফেসবুকে ভাইরাল এমন কিছু পোস্ট দেখুন এখানে এবং এখানে

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান:

ছবিটি রিভার্স ইমেজ সার্চ করে ARKBIODIV.COM নামের একটি ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদনে ফেসবুকে শেয়ার হওয়া ছবিটির পূর্ব সংস্করণের একটি ছবি খুঁজে পাওয়া যায়। ডাঃ আব্দুল রাজিক কাকার এই প্রতিবেদনটির প্রকাশক।

ছবি দুটি মনোযোগ দিয়ে দেখলে অনেকগুলো মিল খুঁজে পাওয়া যাবে।

ভাইরাল হওয়া ছবিতে উটের ছায়া, মানুষের ছায়া, উটের গলার রশির ডিজাইন, মাটিতে পড়ে থাকা রশি, উটের পিঠের পশম, দূরে মানুষের ভিড় এবং সবুজ গাছ এবং মাটিতে গাসের সাথে মূল ছবিটির হুবহু মিল পাওয়া যায়। সুতরাং এটা নিশ্চিত ভাবে বলা যাচ্ছে যে, উটটি দুই পা নিয়ে দাঁড়িয়ে নেই বরং চার পা নিয়ে দাঁড়িয়ে থাকা একটি উটের ছবিকে এডিট করে এভাবে বিকৃত করা হয়েছে।

তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান AFP Fact Chek এর একটি প্রতিবেদন থেকে জানা যায়, ডাঃ আব্দুল রাজিক কাকার ২০০৮ সালের দিকে পাকিস্তানের সিন্ধু প্রদেশে ছবিটি তুলেছিলেন। তিনি মূলত উট নিয়ে গবেষণা করেন। এ সংক্রান্ত  প্রতিবেদনটি দেখুন এখানে

অতএব, মূল ছবি থেকে উটের পিছনের পা সরিয়ে ফেলে দাবি করা হচ্ছে, উটটি দুই পা নিয়ে দাঁড়িয়ে আছে। প্রকৃতপক্ষে এটি একটি বিকৃত ছবি।

সঙ্গত কারণে, ভিত্তিহীন এই দাবিটিকে ফ্যাক্টওয়াচ “বিকৃত” হিসেবে সাব্যস্ত করছে।

 

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

No Factcheck schema data available.