গ্রেফতার সিইসি? দেশে ফিরছেন তারেক জিয়া?

15
গ্রেফতার সিইসি? দেশে ফিরছেন তারেক জিয়া? গ্রেফতার সিইসি? দেশে ফিরছেন তারেক জিয়া?

Published on: [post_published]

যা দাবি করা হচ্ছেঃ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সম্প্রতি “সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার হচ্ছে সিইসি দেশে আসছে তারেক জিয়া নিরাপত্তা দিবে সেনাবাহিনী” এমন শিরোনামে একটি ভিডিও শেয়ার হতে দেখা যায়। সেখানে মূলত তিনটি দাবি তুলে ধরা হয়েছে। প্রথমত, বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে গ্রেপ্তার করা হয়েছে, দ্বিতীয়ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া সেনা নিরাপত্তায় দেশে আসছেন এবং তৃতীয়ত, ৭ই জানুয়ারির নির্বাচনের তফসিল বাতিল করে পুনরায় তফসিল ঘোষণা করা হবে।

ফ্যাক্টওয়াচের সিদ্ধান্তঃ দাবিগুলো মিথ্যা। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) গ্রেপ্তার হওয়ার কিংবা গ্রেপ্তারের আশঙ্কা নিয়ে কোনো ধরণের তথ্য খুঁজে পাওয়া যায় নি। দ্বিতীয়ত, তারেক রহমানের দেশে ফেরা নিয়ে তার কোনো ধরনের বক্তব্যও খুঁজে পাওয়া যায় নি। মূলধারার গণমাধ্যমের বিভিন্ন প্রতিবেদন অনুসন্ধান করে প্রধান নির্বাচন কমিশনারের গ্রেপ্তার কিংবা তারেক রহমানের দেশে আসা এবং ৭ই জানুয়ারির নির্বাচনের তফসিল বাতিল সর্ম্পকিত কোনো ধরনের তথ্যই খুঁজে পাওয়া যায় নি।

গুজবের উৎস:

ফেসবুকে শেয়ার হওয়া ভিডিওগুলো পাওয়া যাবে এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে

 

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান:

সামাজিক মাধ্যমে শেয়ারকৃত ভিডিওতে উত্থাপিত দাবিটি সঠিক কি না তা যাচাই করতে প্রাসঙ্গিক কিছু কী-ওয়ার্ড ধরে অনুসন্ধান করে ফ্যাক্টওয়াচ টিম। প্রাথমিক অনুসন্ধান থেকে এমন কোনো ধরনের আশানুরূপ ফলাফল পাওয়া যায় নি, যা থেকে বোঝা যেতে পারে ভিডিওতে উত্থাপিত দাবিগুলো যথার্থ ও সত্য।

 

ভিডিও এর দাবিগুলো নিয়ে আরো সুনির্দিষ্ট হওয়ার জন্য যাচাই করা হয় দেশের মূলধারার গণমাধ্যমগুলোতে। সেখানে বর্তমান প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের গ্রেপ্তারের বিষয়ে কোনো ধরণের প্রতিবেদন কিংবা তথ্য পাওয়া যায় নি। পরবর্তীতে তারেক রহমানের ভ্যারিফাইড ফেসবুক পেজটি অনুসন্ধান করা হলে, সাম্প্রতিক সময়ে তার দেশে ফেরা নিয়ে কোনো ধরণের তথ্য, ছবি কিংবা ভিডিও বার্তা খুঁজে পাওয়া যায় নি। এবং এর পাশাপাশি মূলধারার সংবাদমাধ্যমেও এ সংক্রান্ত কোনো প্রতিবেদন পাওয়া যায় নি। তফসিল বাতিলের যে দাবি নিয়েও কোনো ধরণের  সুনির্দিষ্ট তথ্য ও প্রতিবেদন দেশের সংবাদমাধ্যমগুলোতে পাওয়া যায় নি।

 

উল্লেখিত দাবিগুলো নিয়ে কোনো সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া না গেলেও বর্তমান প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নানা তথ্য পাওয়া গিয়েছে। কাজী হাবিবুল আউয়াল গত ১৫ই নভেম্বর জাতির উদ্দেশ্যে এক ভাষণে আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। আগামী ৭ই জানুয়ারি বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন নির্ধারিত সময়ে সম্পাদন করার যাবতীয় প্রস্তুতির দেখাশোনা করছেন তিনি।

 

অন্যদিকে, তারেক রহমানের ভ্যারিফাইড ফেসবুক পেইজ গিয়ে অনুসন্ধান করে দেখা যায়, পেইজটি থেকে তিনি তার দলের নেতা-কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য নানা ধরনের ভিডিও বার্তা দিলেও তার দেশে ফেরা নিয়ে কোনো ধরণের তথ্য, ছবি কিংবা ভিডিও বার্তা নেই। এবং ১৫ই নভেম্বর প্রকাশ হওয়া আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল বাতিল নিয়েও দেশের মূলধারার গণমাধ্যমে কোনো ধরনের সংবাদ প্রকাশিত হয় নি।

 

উল্লেখ্য, শেয়ারকৃত ভিডিওতে জাতীয় নির্বাচন কমিশনারের যে দৃশ্য দেখানো হয়েছে তা সাম্প্রতিক সময়ের কিনা জানতে বিভিন্ন কী-ওয়ার্ড ধরে ইউটিউবে সার্চ করা হয়। এবং সেখানে “দেশ টিভি” থেকে প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন পাওয়া যায়। যেটি কিনা ২৬শে নভেম্বর ২০২৩ সালের প্রকাশিত হয় এবং যেখানে কাজী হাবিবুল আউয়াল বিএনপি প্রসঙ্গে সাংবাদিকদের নানা বিষয়ে কথা বলেন। পুরনো অপ্রাসঙ্গিক এই ভিডিওটি সামনে রেখে সিইসি সম্পর্কে এই দাবিগুলো করা হচ্ছে।

 

 

সুতরাং, ফেসবুকে যে ভিডিওগুলো ছড়িয়ে পড়েছে তার দাবিগুলোর সপক্ষে কোনো ধরনের যথার্থ ও সুনির্দিষ্ট তথ্য খুঁজে পাওয়া যায় নি। শেয়ারকৃত ভিডিওতে যে সকল দাবিগুলো রয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন।

 

তাই ফ্যাক্টওয়াচ উক্ত ভিডিওটি “মিথ্যা” হিসেবে চিহ্নিত করছে।

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।।
এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকেঃ
ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

 

No Factcheck schema data available.