ভারতে বিজেপির অনুগ্রহপ্রাপ্ত ধর্মগুরু রামগিরি মহারাজ গত আগস্টে ইসলামের নবীকে নিয়ে কটূক্তি করেন এবং এর প্রতিবাদে মহারাষ্ট্রের মুসলিমরা ক্ষুব্ধ হয়ে তার নামে ৫০টিরও বেশি মামলা করেন। রামগিরির পক্ষে মুসলিমবিরোধী বক্তব্য দিয়ে বিজেপির হিন্দুত্ববাদী সাংসদ নিতেশ রানে সম্প্রতি বলেন, রামগিরি মহারাজের বিরুদ্ধে যারা কথা বলবে, মসজিদে ঢুকে তাদের পেটানো হবে। নিতেশের এই হুমকির প্রতিবাদে ২৩ সেপ্টেম্বর সাবেক সাংসদ ইমতিয়াজ আলীর নেতৃত্বে মুম্বাই অভিমুখে প্রতিবাদী র্যালি শুরু হয়। চলো মুম্বাই র্যালির ভিডিও হিসেবে ফেসবুকে দুটি পুরনো ভিডিও ছড়িয়ে পড়েছে। এই দুটো ভিডিওকে যারা চলো মুম্বাই র্যালির ভিডিও বলে দাবি করছেন তাদের পোস্টগুলোকে ফ্যাক্টওয়াচ বিভ্রান্তিকর হিসেবে আখ্যা দিচ্ছে।
টাইমস অব ইন্ডিয়া এর প্রতিবেদনে বলা হয়, ঘৃণাত্মক বক্তব্যের জন্য নিতেশ রানে ও রামগিরি মহারাজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান বিক্ষোভকারীরা। চলো মুম্বাই ডাক দিয়ে সোমবার সন্ধ্যায় এই র্যালি শুরু হয় ছত্রপতি সম্ভাজিনগর থেকে, মুম্বাই প্রবেশের আগেই পুলিশ এই র্যালি আটকে দেয়। এই র্যালি নিয়ে বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্তত দুটি ভিডিও ছড়িয়ে পড়তে দেখা যাচ্ছে, যে ভিডিও দুটির একটি গত আগস্টে ভারতের টি টুয়েন্টি বিশ্বকাপ জিতে দেশে ফেরার পরের এবং অন্যটি পাকিস্তানের।
ভারতের টি টুয়েন্টি বিশ্বকাপ জিতে দেশে ফেরার পর মুম্বাইয়ের মেরিন ড্রাইভের র্যালির সঙ্গে ২০১৩ সালের ঢাকার শাপলা চত্বরের হেফাজতের র্যালির সঙ্গে তুলনা করছেন কেউ কেউ।
চলো মুম্বাই র্যালির নামে গত সেপ্টেম্বরে পাকিস্তান এর জামিয়াত উলামা-ই-ইসলামের কনফারেন্সের ভিডিও শেয়ার করেন বাংলাদেশের ফেসবুক ব্যবহারকারীদের অনেকে। হ্যাশট্যাগ চলো মুম্বাই, স্ট্যান্ড উইথ ইসলাম, স্ট্যান্ড উইথ ইউ ফ্রম বাংলাদেশসহ প্রচার করা হয় এসব ভিডিও।
অতএব, আমাদের আলোচনা থেকে এটি স্পষ্ট হয়েছে যে, ভিন্ন ঘটনা এবং স্থানের ভিডিওকে চলো মুম্বাই র্যালির ভিডিও দাবি করে সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে।
তাই, ফ্যাক্টওয়াচ এইসব ভিডিওর সাথে সংশ্লিষ্ট দাবিকে বিভ্রান্তিকর বলে সাব্যস্ত করছে।
No Factcheck schema data available.
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের
নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে।
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।
কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে ইমেইল করুনঃ contact@fact-watch.org অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh