অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পদত্যাগ করেন নি

66
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পদত্যাগ করেন নি
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পদত্যাগ করেন নি

সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং সেনাপ্রধান ওয়াকার-উজ-জামানের একটি ছবি থ্রেডসে ছড়িয়ে পড়েছে।  ছবির ক্যাপশনে দাবি করা হচ্ছে ড. মুহাম্মদ  ওয়াকার-উজ-জামানের কাছে পদত্যাগপত্রে স্মাক্ষর করেছেন।  এর ফলশ্রুতিতে সারাদেশে মার্শাল আইন জারি করা হয়েছে। কিন্তু, ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যাচ্ছে, আলোচিত ছবিটি সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৪ এর আনুষ্ঠানিক উদ্বোধনের সময়কার। এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সুতরাং, ফ্যাক্টওয়াচের বিবেচনায় ভাইরাল পোষ্টগুলো মিথ্যা।

 

থ্রেডসে ছড়িয়ে পড়া এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান

আলোচিত ছবিটির উৎস জানার জন্য শুরুতেই একে ব্যবহার করে রিভার্স ইমেজ অনুসন্ধান করা হয়।  অনুসন্ধানে গত ৬ অক্টোবর, ২০২৩ এ The Financial Express এর অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত  “CA opens ‘Army Headquarters Selection Board-2024” শিরোনামের একটি প্রতিবেদন পাওয়া যায়, প্রতিবেদনে ব্যবহৃত ছবির সাথে আলোচিত  ছবির হুবহু মিল রয়েছে। 

পরবর্তীতে, প্রাসঙ্গিক কিছু কি-ওয়ার্ড ব্যবহার করে আরো অনুসন্ধান করলে, আইএসপিআর বা আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (Inter-Services Public Relations) এর ওয়েবসাইটে গত ০৬ অক্টোবর, ২০২৪ এ “সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৪ এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস”শিরোনামেপ্রকাশিত একটি সংবাদ বিজ্ঞপ্তি খুঁজে পাওয়া যায়। সেখানে এই একই অনুষ্ঠানের আরও বেশ কিছু ছবি পাওয়া যায়।

সেই সাথে বাংলাদেশ সেনাবাহিনীর অফিসিয়াল ফেসবুক পেজেও ভাইরাল এই ছবিটি বিদ্যমান।

উল্লেখ্য, গত ৬ অক্টোবর, ২০২৪ এ সেনাবাহিনী সদর দপ্তরে অনুষ্ঠিত ‘সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৪’-এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ওই সময় তিনি পরিদর্শন বইয়ে মন্তব্য লিখেছিলেন। আলোচিত ছবিটি সেই অনুষ্ঠানেই ধারণ করা হয়েছিল।

তাছাড়া, নির্ভরযোগ্য কোন মাধ্যম থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগ করা এবং এর ফলে  সারাদেশে মার্শাল ল জারি করা হয়েছে দাবিতে ইন্টারনেটে প্রচারিত তথ্যটির সত্যতা পাওয়া যায়নি।  তাই ফ্যাক্টওয়াচ ভাইরাল পোস্টগুলোকে মিথ্যা হিসেবে সাব্যস্ত করছে।

No Factcheck schema data available.

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে

এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে
ইমেইল করুনঃ contact@fact-watch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh