সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে “ইসলামি আন্দোলন বাংলাদেশ” এর আমির মুফতী ফয়জুল করিম ওরফে পীরসাহেব চরমোনাই এর নামে একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে তাকে বলতে শোনা গেছে, বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা বিষয়ে রাসুলে করিম (সঃ) এর কাছে জানতে চেয়েছেন, এমন পরিস্থিতে তিনি ঠিক কোন রাজনৈতিক দলের কাছে যাবেন। রাসুলে করিম (সঃ) তাঁকে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার দলের সাথে থাকতে বলেছেন। অনুসন্ধানে দেখা গেছে, মুফতী ফয়জুল করিমের পুরো বক্তব্য থেকে আগে-পরের কিছু অংশ জোড়া দিয়ে এমন একটি বার্তা তৈরি করা হয়েছে। ইউটিউবে মুফতী ফয়জুল করিমের দেওয়া মূল বক্তব্যটি পাওয়া গেছে। সেখানে পরিষ্কার, তার সেই বক্তব্যের সাথে ভাইরাল ভিডিওতে শুনতে পাওয়া বক্তব্যের পার্থক্য রয়েছে। সঙ্গত কারণে এসব ভিডিওকে ফ্যাক্টওয়াচ বিকৃত সাব্যস্ত করছে।
ফেসবুকে ভাইরাল হওয়া এই ভিডিওটির কমেন্ট সেকশন থেকে চরমোনাই পীরের মূল বক্তব্যের ভিডিওটি ইউটিউবে খুঁজে পাওয়া যায়। ৬ জুলাই ২০২২ তারিখে কুমিল্লায় ওলামা-মাশায়েখ সম্মেলনে শায়েখে চরমোনাইয়ের গুরুত্বপূর্ণ আলোচনা – শিরোনামে ১৩ মিনিটের একটি ভিডিও আপলোড করা হয়। সেই ভিডিওটির সাথে ভাইরাল ভিডিওর হুবহু মিল রয়েছে। অর্থাৎ তাঁর পিছনে যে সঙ্গী-সাথীরা দাঁড়িয়ে রয়েছেন, সম্মেলনের ব্যানার, ডায়াসের পাশে রাখা ফুল — সবকিছুর সাথে ভাইরাল ভিডিওটির সাথে শতভাগ সাদৃশ্য রয়েছে। এ পর্যায়ে দেখা হয়, মুফতী ফয়জুল করিম ভাইরাল ভিডিওতে যে বক্তব্য দিচ্ছেন একই বক্তব্য কি ভিডিওতে পাওয়া যাচ্ছে কিনা। এখানে আমরা সেই পুরানো ১৩ মিনিটের বক্তব্যের সাথে ভাইরাল ১ মিনিট ২৮ সেকেন্ডের বক্তব্যের প্রচুর গড়মিল পাই।
১৩ মিনিট ভিডিওটির ৩ মিনিট অংশে মুফতী ফয়জুল করিম ইসলাম ধর্মের মূল নীতি বোঝাতে একটি উদাহরণ সামনে নিয়ে আসেন। সেখানে তিনি বলছেন, ধরে নেন জনাব মোহাম্মদ রাসুল (সঃ) মদিনাতে এখনো আছেন। বাংলাদেশের ইসলামিক একটি প্রতিনিধি দল মদিনাতে তাঁর কাছে গেছেন। সেখানে যেয়ে বলছে ইয়া রাসুলে করিম (সঃ), আমাদের বাংলাদেশে দুটি দল, দুটি দলের প্রধানই দুজন নেত্রী। কেউ সেকুলার, কেউ ডেমোক্রেসি। এই দুটি দলের বাইরে ক্ষমতায় আসা কিংবা যাওয়া খুব কঠিন। এখন আমাদের মধ্যে কিছু দল আছেন যারা আপনার কথা বলেন, ইসলাম নিয়ে ভাবে, ইসলামের বিধান মোতাবেক রাষ্ট্র পরিচালনা করতে চান। কিন্তু তারা এখনো ক্ষমতায় যাবার উপযুক্ত হয়নি। এখন বাংলাদেশের এই বড় দুটি দলের মধ্যে আমরা কার সাথে যোগদান করবো। দুটি দল-প্রধানই তো মহিলা। এখন আমরা কি করবো? শেখ হাসিনার পক্ষে যাবো ? কিংবা খালেদা জিয়ার পক্ষে যাবো? এ সময় তিনি উল্লেখ করেন ওলামা ইকরাম ভালমতো বোঝার চেষ্টা করেন। প্রতিনিধি দল প্রশ্ন করেছেন রাসুলে করিম (সঃ) এর কাছে। প্রতিনিধি দল আরও বলেন, অপরদিকে চরমোনাই নামের ছোট্ট একটি দল বলছে ঈমানের পথে আসো, সত্যের পথে আসো। জীবন চলে গেলে যাবে, মৃত্যু আসলে আসবে।
আল্লাহর নবী তখন জানালেন, যেহেতু বড় দুটি দল তাহলে তোরা শেখ হাসিনার সাথে যা! এ সময় ভিডিওতে দেখা যায়, উপস্থিত শ্রোতারা সমস্বরে না না বলছেন। পরক্ষণে তিনি বলছেন, তাহলে বোধহয় বলেছেন শেখ হাসিনা বাদ দে সবাই খালেদা জিয়ার কাছে যা। এসময় ও উপস্থিত শ্রোতারা সমস্বরে না না বলছেন। চরমোনাই পীর রাসুলে করিম (সঃ) এর বিভিন্ন ঘটনা উল্লেখ করেন। তিনি কিভাবে সাহাবীদের উপদেশ দিতেন। সিদ্ধান্ত নেওয়ার সময় বিবেকের কাছে প্রশ্ন করতে বলতেন। তাছাড়া চরমোনাই পীরের বক্তব্যের মূল বিষয় ছিলো কোনো নিদিষ্ট ব্যক্তি বা দলের পক্ষে না সব সময় সত্যের পথে থাকতে হবে। কোনো নিদিষ্ট দলের সাথে চললে জনগণ প্রতারিত হবে ইত্যাদি।
ভিডিওটি দেখুন এখানে।
এখানে উল্লেখ করা ভালো যে, চরমোনাই পীরের বক্তব্য থেকে “তোরা শেখ হাসিনার কাছে যা” অংশটুকুই ভাইরাল ভিডিওতে প্রচার করা হয়েছে। তবে তার পরের অংশটুকু – যেখানে রূপকছলে তিনি বলছেন, “তোরা খালেদা জিয়ার কাছে যা” — এটি ভাইরাল ভিডিওতে নেই। তাছাড়া এই ভিডিওটি এমনভাবে বানানো হয়েছে যা দেখে বোঝার উপায় নেই এটার শুরু বা শেষ কোথায়। আগের কথা পরে পরের কথা আগে জোড়া দিয়ে একটি বার্তা তৈরি করা হয়েছে। যার কারণে বিভ্রান্তি তৈরি হয়েছে।
সঙ্গত কারণে মূল বক্তব্য বাদ দিয়ে জোড়াতালি দিয়ে বানানো ভিডিও প্রকাশ করার কারণে ভিডিওলোকে ফ্যাক্টওয়াচ বিকৃত সাব্যস্ত করেছে।
আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন? কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন? নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?