ওয়াসিম আকরাম কি বাংলাদেশ ক্রিকেট দলের নতুন কোচ হতে যাচ্ছেন?

29
ওয়াসিম আকরাম কি বাংলাদেশ ক্রিকেট দলের নতুন কোচ হতে যাচ্ছেন?
ওয়াসিম আকরাম কি বাংলাদেশ ক্রিকেট দলের নতুন কোচ হতে যাচ্ছেন?

 

Published on: [post_published]

“শ্রীরামের বিদায়- বাংলাদেশ ক্রিকেটের দুঃসময়ে টাইগারদের নতুন কোচ হচ্ছেন ওয়াসিম আকরাম” — শীর্ষক একটি তথ্য ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায়, ২০২২ এশিয়া কাপ থেকে টি-টুয়েন্টি বিশ্বকাপ পর্যন্তই টেকনিক্যাল কনসালট্যান্ট হিসেবে বিসিবির সাথে শ্রীরামের চুক্তি ছিল। ফলে, টি টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের খারাপ পার্ফরমেন্সের ঘটনাকে কেন্দ্র করে শ্রীধরন শ্রীরাম বিদায় নিচ্ছেন না, বিদায় নিলে চুক্তির মেয়াদ শেষ হওয়ার কারণেই তিনি তা নেবেন। অন্যদিকে, বাংলাদেশ দলের নতুন কোচ হিসেবে ওয়াসিম আকরাম দায়িত্ব নিচ্ছেন কিনা এ বিষয়ে বিসিবি বা মূলধারার সংবাদমাধ্যম থেকে এখনো কোনো ঘোষণা আসে নি। ওয়াসিম আকরাম নিজেও এ ব্যাপারে কিছু বলেননি। এ  কারণে ফ্যাক্টওয়াচ ভাইরাল হওয়া তথ্যটিকে “মিথ্যা” হিসেবে চিহ্নিত করেছে।   

ফেসবুকে ভাইরাল এমনকিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান:

গত ২৭ আগস্ট এশিয়া কাপ শুরু হওয়ার  ঠিক আগে বাংলাদেশ টি-২০ দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গোকে বাদ দেয়া হয়। এশিয়া কাপ থেকে টি-২০ বিশ্বকাপ অর্থাৎ মাত্র দুই মাসের জন্য দলের টেকনিক্যাল অ্যাডভাইজারের হিসেবে বিসিবির সাথে চুক্তিবদ্ধ ছিলেন শ্রীধরন শ্রীরাম। টেকনিক্যাল অ্যাডভাইজার হিসেবে চুক্তিবদ্ধ হলেও দলের  প্রধান কোচের দায়িত্বই তিনি পালন করেছিলেন।

বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান শ্রীরামকে কোচ হিসেবে অনেক প্রশংসা করেছেন। তার মতে, মাত্র দুই মাসে শ্রীরাম বাংলাদেশ টি- ২০ দলকে তুলনামূলকভাবে ভালো একটা অবস্থানে এনে দিয়েছেন। ভবিষ্যতেও তিনি যেন বাংলাদেশের কোচ হিসেবে কাজ করেন – সাকিব এই আশা ব্যক্ত করেছেন। তবে বিসিবি শ্রীরামের সাথে চুক্তি বাড়াবে কি না এ ব্যাপারে নিশ্চিত কিছু জানানো হয়নি। এ সংক্রান্ত কিছু প্রতিবেদন দেখুন এখানে এবং এখানে

এই টি- ২০ বিশ্বকাপের পর এই ফরম্যাটে বাংলাদেশ দলের কোচ কে হবেন এ নিয়ে বিসিবি কোনো সিদ্ধান্ত দেয়নি। তবে রাসেল ডমিঙ্গো ১৪ই নভেম্বর ঢাকায় ফিরছেন। টি-টুয়েন্টি ফরম্যাট ছাড়া বাকি ওয়ানডে এবং টেস্ট দলের কোচ হিসেবে ডমিঙ্গোই আছেন। ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরের সময়ও কোচ হিসেবে থাকছেন তিনি।  এ সংক্রান্ত কিছু প্রতিবেদন দেখুন  এখানে এবং এখানে

শ্রীরামের বিদায়ের পর পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার ওয়াসিম আকরাম বাংলাদেশ দলের কোচ হবেন কি না বিসিবি থেকে এমন কোনো ঘোষণা দেয়া হয়নি। ওয়াসিম আকরাম নিজে থেকেও বলেননি যে তিনি বাংলাদেশ ক্রিকেট দলের কোচ হতে যাচ্ছেন। মূলত, টি-২০ বিশ্বকাপের আসরে বাংলাদেশ পাকিস্তানের কাছে হারার পরে ওয়াসিম আকরাম বাংলাদেশের ব্যর্থতা নিয়ে পাকিস্তানের একটি টকশোতে তার বক্তব্য দিচ্ছিলেন। সেখানে তিনি বলেন,

“বাংলাদেশের পরাজয়ের পেছনে সব থেকে বড় ভূমিকা তাদের নিজেদেরই। আমি দলের অধিনায়ক বা কোচ হলে অবশ্যই সব খেলোয়াড়দের মনোবিদের কাছে নিয়ে যেতাম। পাকিস্তানের বিপক্ষে ম্যাচের এক পর্যায়ে শান্ত ৫৪ রানে অপরাজিত ছিলো, সেখান থেকে ইফতিখারের বলে দৃষ্টিকটুভাবে আউট হলো। ওই অবস্থা থেকে শুধু সিংগেল নিয়ে রানের চাকা সচল রাখলেও দলের স্কোর ১৫৫ হতো”।

সম্ভবত এই উক্তিকে কেন্দ্র করেই ওয়াসিম আকরাম বাংলাদেশ ক্রিকেট দলের কোচ হতে যাচ্ছেন শীর্ষক গুজবটি ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

উল্লেখ্য, ওয়াসিম আকরাম বর্তমানে পাকিস্তান সুপার লিগের একটি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট দল করাচি কিংসের প্রেসিডেন্ট এবং কাশ্মীর প্রিমিয়ার লীগের ম্যানেজমেন্ট টিমের  ভাইস প্রেসিডেন্ট হিসেবে আছেন।


অতএব, এ কথা বলা যায় যে, শ্রীধরন শ্রীরাম বাংলাদেশ দলের খারাপ পারফরমেন্সের জন্য বিদায় নিচ্ছেন না। এবং এই পরিস্থিতিতে ওয়াসিম আকরামের বাংলাদেশ দলের কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন কি না এ ব্যাপারে কোনো নির্ভরযোগ্য তথ্য নেই। বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিংবা মূলধারার কোনো গণমাধ্যমে এ বিষয়ে কোনো সংবাদ নেই।

সঙ্গত কারণে, ভিত্তিহীন এই দাবিটিকে ফ্যাক্টওয়াচ “মিথ্যা” হিসেবে সাব্যস্ত করছে।

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh