বাংলাদেশে ফুটবল বিশ্বকাপের ট্রফি ট্যুর উপলক্ষ্যে আজ ৯ জুন, ২০২২ (বৃহস্পতিবার) ঢাকার আর্মি স্টেডিয়ামে একটি কনসার্টের আয়োজন করেছিল কোক স্টুডিও বাংলা। তবে এরই মধ্যে উক্ত কনসার্টের ভিডিও বলে দাবি করে ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে একজন শিল্পী গান পরিবেশন করতে গিয়ে মঞ্চ ভেঙ্গে নিচে পড়ে গেছেন। মূলত এটি একটি পুরনো ভিডিও যার সাথে আজকে অনুষ্ঠিত কোক স্টুডিও বাংলা’র কনসার্টের কোনো সম্পর্ক নেই। সঙ্গত কারণে ফ্যাক্টওয়াচ এটিকে “মিথ্যা” সাব্যস্ত করেছে।
ভিডিওটির কিছু স্ক্রিনশটের সাহায্যে গুগল রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে অনুসন্ধান করে দেখা যায়, ২০১৮, ২০১৯ এবং ২০২০ সালের বিভিন্ন সময়ে ফেসবুক এবং অন্য প্ল্যাটফর্মে উক্ত ভিডিওটি প্রকাশিত হয়েছিল। ভিডিওগুলো দেখুন এখানে, এখানে, এবং এখানে।
উল্লেখ্য যে, বাংলাদেশে ফুটবল বিশ্বকাপের ট্রফি ট্যুর উপলক্ষে আজ ৯ জুন, ২০২২ (বৃহস্পতিবার) ঢাকার আর্মি স্টেডিয়ামে একটি কনসার্টের আয়োজন করেছিল কোক স্টুডিও বাংলা। কনসার্টটি বিকেলে শুরু হবার কথা থাকলেও বৃষ্টির কারণে তা দেরিতে শুরু হয়।
টীকা: একটি ফেসবুক পোস্টের মাধ্যমে জানা গেছে, ভিডিওটি ব্রাজিলিয়ান একজন পপুলার ডিজে শিল্পীর। ২০১৮ সালে ডিজে কেভিন নামের ঐ শিল্পী মঞ্চে গান পরিবেশনের সময় কাঠের মঞ্চ ভেঙ্গে পড়ে যান এবং আঘাতপ্রাপ্ত হন।
আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন? কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন? নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?