ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় কলেজ শিক্ষক আটকের স্ক্রিণশটটি বিকৃত

15
ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় কলেজ শিক্ষক আটকের স্ক্রিণশটটি বিকৃত ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় কলেজ শিক্ষক আটকের স্ক্রিণশটটি বিকৃত

Published on: [post_published]

যা দাবি করা হচ্ছে: জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিনের ওয়েবসাইটে ‘ফুলবাড়িতে ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় কলেজ শিক্ষক আটক, গণধোলাই’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়েছে।

ফ্যাক্টওয়াচের সিদ্ধান্ত: দৈনিক বাংলাদেশ প্রতিদিন এই সংক্রান্ত কোনো সংবাদ প্রকাশ করেনি। ভাইরাল স্ক্রিনশটটি ২০১৮ সালে প্রকাশিত একটি প্রতিবেদনের স্ক্রিনশট নিয়ে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদন করা হয়েছে।

ফেসবুকে ছড়িয়ে পড়া কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এবং এখানে

ফ্যাক্টওয়াচের অনুসন্ধানঃ

অনুসন্ধানের শুরুতে নির্দিষ্ট কিছু কি-ওয়ার্ডের মাধ্যমে ভাইরাল তথ্যটি অনুসন্ধান করা হয়। কিন্তু এই সংবাদ সংক্রান্ত কোনো তথ্য জাতীয় গণমাধ্যমে খুঁজে পাওয়া যায় নি। তাছাড়া বাংলাদেশ প্রতিবেদনের ওয়েবসাইটেও এমন কোনো প্রতিবেদন নেই।

পরবর্তীতে, উক্ত ছবির সাহায্যে অনুসন্ধান করা হলে, ৪ ফেব্রুয়ারী, ২০১৮ সালে বাংলাদেশ প্রতিবেদনে প্রকাশিত “ভালোবাসা দিবসে ন্যান্সি-বাশারের ‘জলরঙ” শিরোনামের একটি প্রতিবেদন পাওয়া যায়। এই প্রতিবেদনের সাথে ভাইরাল স্ক্রিনশটটিতে থাকা ছবির মিল পাওয়া যায়। কিন্তু ভাইরাল স্ক্রিনশটটির দাবির সাথে প্রকাশিত প্রতিবেদনের কোন মিল পাওয়া যায় নি।

এছাড়া, আরো পর্যবেক্ষণ করলে দেখা যায় বাংলাদেশ প্রতিদিন ওয়েবসাইটে প্রকাশিত সংবাদগুলোর লেখার ফন্টের সাথে ভাইরাল ছবির ফন্টের অমিল রয়েছে। সে সাথে লোগো, প্রকাশিত সংবাদের তারিখ ও সালের মধ্যেও অমিল পাওয়া যায়।

 সুতরাং, পরিষ্কারভাবেই বুঝা যাচ্ছে ভাইরাল এই স্ক্রিনশটটি ডিজিটাল প্রযুক্তির সাহায্যে এডিট বা সম্পাদন করা হয়েছে।

তাই সবকিছু বিবেচনা করে ফ্যাক্টওয়াচ সামাজিক মাধ্যমে শেয়ারকৃত স্ক্রিনশটটি “বিকৃত” বলে সাব্যস্ত করছে।

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।।
এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকেঃ
ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

No Factcheck schema data available.