১০০ টাকার স্মারক নোটকে নতুন ব্যাংকনোট বলে প্রচার

48
১০০ টাকার স্মারক নোটকে নতুন ব্যাংকনোট বলে প্রচার
১০০ টাকার স্মারক নোটকে নতুন ব্যাংকনোট বলে প্রচার

সম্প্রতি থ্রেডসে কাগুজে নোটের একটি বান্ডিলের ভিডিও ছড়িয়ে পড়েছে। দাবি করা হচ্ছে, এগুলো  বাংলাদেশের নতুন ১০০ টাকার ব্যাংক নোট।  কিন্তু, ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যাচ্ছে যে, আলোচিত এই নোট বাংলাদেশের  জাতীয় জাদুঘরের শতবছর পূর্তিকে স্মরণীয় করে রাখতে ২০১৩  সালের জুলাই মাসে বাংলাদেশ ব্যাংক থেকে ইস্যু করা একটি স্মারক নোট (Commemorative note)। এটি দিয়ে বাজারে কোনো লেনদেন করা সম্ভব নয়। তবে, সংগ্রহের স্বার্থে যে কেউ টাকার বিনিময়ে এই স্মারক নোটটি কিনতে পারবেন। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইটের তথ্যের ভিত্তিতে এ ব্যাপারে নিশ্চিত হওয়া যায়। সুতরাং, ফ্যাক্টওয়াচ থ্রেডসে শেয়ারকৃত এসব দাবিকে “বিভ্রান্তিকর” সাব্যস্ত করছে। 

থ্রেডসে ছড়িয়ে পড়া ছবির সাথে সংশ্লিষ্ট দাবিটি যথাযথ কিনা তা যাচাই করতে আলোচিত ১০০ টাকার নোটগুলো পর্যবেক্ষণ করা হয়। দেখা যায়, নোটগুলোর সামনের দিকে (Obverse) “স্মারক নোট” এবং “বিনিময়যোগ্য নয়” কথাগুলো লেখা রয়েছে। পাশাপাশি , গভর্নরের স্বাক্ষরের স্থানে আতিউর রহমানের নাম দেখতে পাওয়া যায়।  তিনি ১ মে, ২০০৯  থেকে ১৫ মার্চ, ২০১৬ পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের দশম গভর্নর হিসেবে কর্মরত ছিলেন। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পরে বাংলাদেশ ব্যাংকের বর্তমান (১৩ তম) গভর্নর হিসেবে দায়িত্ব নিয়েছেন ড. আহসান এইচ মনসুর। অর্থাৎ, বাংলাদেশে যদি সাম্প্রতিক সময়ে নতুন করে ১০০ টাকার নোটের ডিজাইন পরিবর্তন করে প্রচলন করে তাহলে সেখানে স্বাভাবিক ভাবেই বর্তমান গভর্নরের স্বাক্ষর থাকবে, সাবেক কোনো গভর্নরের নয়। নোটটির বিপরীত (Reverse) অংশে “COMMEMORATIVE NOTE” (স্মারক নোট) লেখা দেখতে পাওয়া যায়। 

পরবর্তীতে, বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে স্মারক নোট সম্পর্কিত তথ্যের জন্য অনুসন্ধান করা হয়। অনুসন্ধানে আলোচিত ১০০ টাকার নোটের অনুরূপ একটি নোট খুঁজে পাওয়া যায়, যা ২০১৩ সালের জুন মাসে বাংলাদেশ জাতীয় জাদুঘরের শতবছর পূর্তি কেন্দ্র করে ইস্যু করা হয়েছিল। একটি নির্দিষ্ট অর্থের বিনিময়ে আগ্রহী ক্রেতারা ১০০ টাকার স্মারক নোটটি ক্রয় করতে পারবেন। 

উল্লেখ্য, বাংলাদেশের ২০ টাকা, ১০০ টাকা, ৫০০ টাকা ও ১০০০ টাকা মূল্যমানের ব্যাংক নোটের ডিজাইন বদলে নতুন নোট ছাপানোর বিষয়ে অনুমোদন দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু, নির্ভরযোগ্য মাধ্যম থেকে এমন কোনো তথ্য পাওয়া যায়নি যার মাধ্যমে এটা নিশ্চিত হওয়া যায় যে, বাংলাদেশে নতুন সংস্করণে ১০০ টাকার নোট চালু করা হয়েছে।

সুতরাং, সবকিছু বিবেচনা করে ফ্যাক্টওয়াচ ভাইরাল পোষ্টগুলোকে বিভ্রান্তিকর হিসেবে চিহ্নিত করেছে।

থ্রেডসে ছড়িয়ে পড়া এমন কিছু পোষ্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।  

Claim:
সম্প্রতি থ্রেডসে কাগুজে নোটের একটি বান্ডিলের ভিডিও ছড়িয়ে পড়েছে। দাবি করা হচ্ছে, এগুলো  বাংলাদেশের নতুন ১০০ টাকার ব্যাংক নোট। 

Claimed By:
Threads users

Rating:
False

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে

এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে
ইমেইল করুনঃ contact@fact-watch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh