চলমান ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত ঘিরে ফেসবুকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে দেশের দুটি সংবাদমাধ্যমের নাম ও লোগোযুক্ত ফটোকার্ড ছড়িয়েছে। এর মধ্যে যমুনা টিভির নাম ও লোগোযুক্ত একটি ফটোকার্ডে লেখা, 'ইসরায়েল কে মনো সমর্থন দেওয়ায় ড. ইউনুসকে ধন্যবাদ জানিয়েছেন নেতানিয়াহু।' আবার প্রথম আলোর নাম ও লোগোযুক্ত আরেকটি কার্ডে লেখা, ‘ফিলিস্তিন ইস্যুতে প্রধান উপদেষ্টা এটা ফিলিস্তিনের অভ্যন্তরীণ বিষয়, আমরা খামোখা এসব নিয়ে মাথা না ঘামাই।' ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায়, ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত ঘিরে ফেসবুকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্য দাবিতে প্রচারিত এ ফটোকার্ড দুটি বানোয়াট। সংবাদমাধ্যম দুটি এমন কোনো ফটোকার্ড প্রকাশ করেনি।
প্রধান উপদেষ্টাকে নিয়ে যমুনা টিভির নাম ও লোগোযুক্ত ভুয়া ফটোকার্ড
ফটোকার্ডটি যাচাই করে দেখা যায়, এ ছাড়া ফটোকার্ডটিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নামের বানানসহ বেশ কিছু ভুল রয়েছে। এসব ভুল সাধারণত সংবাদমাধ্যমে দেখা যায় না।
ফটোকার্ডটি প্রকাশের তারিখ উল্লেখ করা ৬ অক্টোবর, ২০২৪। এ ছাড়া প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চে প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে ইসরায়েলের প্রধানমন্ত্রীর ধন্যবাদ জানানোর দাবিটির কোনো সত্যতা পাওয়া যায়নি।
পরে ফটোকার্ডটিতে থাকা তারিখের সূত্রে যমুনা টিভির ভেরিফায়েড ফেসবুক পেজে খুঁজে ওইদিন প্রকাশিত একটি ফটোকার্ড পাওয়া যায়। এই ফটোকার্ডের সঙ্গে ড. ইউনূসকে ইসরায়েলের প্রধানমন্ত্রীর ধন্যবাদ জানানোর দাবিতে ছড়ানো ফটোকার্ডটির হুবহু মিল রয়েছে।
নকল ফটোকার্ড (বামে), আসল ফটোকার্ড (ডানে)
এ থেকে নিশ্চিত হওয়া যায়, প্রধান উপদেষ্টা ড. ইউনুসকে ইসরায়েলের প্রধানমন্ত্রীর ধন্যবাদ জানানোর দাবিতে প্রচারিত যমুনা টিভির ফটোকার্ডটি এডিট করে তৈরি।
প্রধান উপদেষ্টাকে নিয়ে প্রথম আলোর নাম ও লোগোযুক্ত ভুয়া ফটোকার্ড
এই ফটোকার্ডটি যাচাই করে দেখা যায়, এটি প্রকাশের তারিখ উল্লেখ করা আজ সোমবার (৭ এপ্রিল)। এই তারিখ সূত্রে পত্রিকাটির ভেরিফায়েড ফেসবুক পেজসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া খুঁজে এমন কোনো ফটোকার্ড পাওয়া যায়নি। প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চেও প্রধান উপদেষ্টার ফিলিস্তিন নিয়ে এমন কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এ ছাড়া প্রথম আলো আজ দুপুর সাড়ে ১২টার দিকে নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে জানায়, প্রথম আলোর নামে ছড়ানো এই তথ্য ও কার্ডটি ভুয়া। এটি তাদের প্রকাশিত নয়।
সার্বিক বিবেচনায় ফ্যাক্টওয়াচ ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত ঘিরে ফেসবুকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্য দাবিতে যমুনা টিভি ও প্রথম আলোর ফটোকার্ড দুটিকে মিথ্যা হিসেবে সাব্যস্ত করছে।
Claim: চলমান ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত ঘিরে ফেসবুকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে দেশের দুটি সংবাদমাধ্যমের নাম ও লোগোযুক্ত ফটোকার্ড ছড়িয়েছে। এর মধ্যে যমুনা টিভির নাম ও লোগোযুক্ত একটি ফটোকার্ডে লেখা, 'ইসরায়েল কে মনো সমর্থন দেওয়ায় ড. ইউনুসকে ধন্যবাদ জানিয়েছেন নেতানিয়াহু।' আবার প্রথম আলোর নাম ও লোগোযুক্ত আরেকটি কার্ডে লেখা, ‘ফিলিস্তিন ইস্যুতে প্রধান উপদেষ্টা এটা ফিলিস্তিনের অভ্যন্তরীণ বিষয়, আমরা খামোখা এসব নিয়ে মাথা না ঘামাই।'
Claimed By: Facebook Users
Rating: False
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের
নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে।
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।
কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে ইমেইল করুনঃ contact@fact-watch.org অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh