সম্প্রতি ইসলামী ছাত্র আন্দোলনের ব্যানারে বিয়ে এবং সহবাস সংক্রান্ত একটি বার্তা ফেসবুকে ছড়িয়ে পড়েছে। অনুসন্ধানে দেখা যাচ্ছে, মূল ছবিকে বিকৃত করে এমন একটি দাবি জুড়ে দেওয়া হয়েছে। ২০১৯ সালে প্রকাশিত ইসলামী ছাত্র আন্দোলনের একটি স্বাগত মিছিলের ছবি এটি। ডিজিটাল প্রযুক্তির সাহায্যে মূল ছবিটি এডিট করা হয়েছে।