গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে আয়োজিত মিছিল থেকে গতকাল সোমবার (৭ এপ্রিল) দেশের বেশ কয়েক জায়গায় কেএফসি, বাটা জুতার শো-রুমসহ বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে ফেসবুকে যমুনা টিভির নাম ও লোগোযুক্ত একটি ফটোকার্ড শেয়ার করে দাবি করা হচ্ছে, এসব চুরি করা জুতা বিক্রির জন্য ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে সিলেটে এক সমন্বয়ক গ্রেফতার হয়েছেন। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায়, চুরি করা জুতা বিক্রির জন্য ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে সিলেটে এক সমন্বয়ক গ্রেফতারের দাবিতে প্রচারিত যমুনা টিভির নাম ও লোগোযুক্ত ফটোকার্ডটি বানোয়াট। সংবাদমাধ্যমটি এমন কোনো ফটোকার্ড প্রকাশ করেনি।
কথিত ফটোকার্ডটি যাচাই করে দেখা যায়, এটি প্রকাশের তারিখ উল্লেখ করা ২৭ মার্চ, ২০২৫।
এই তারিখ সূত্রে যমুনা টিভির ভেরিফায়েড ফেসবুক পেজসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খুঁজে এমন কোনো ফটোকার্ড পাওয়া যায়নি। ফটোকার্ডটিতে উল্লিখিত শিরোনাম ধরে কি-ওয়ার্ড অনুসন্ধানেও ফটোকার্ডটির কোনো সত্যতা পাওয়া যায়নি।
প্রসঙ্গত, গাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞের প্রতিবাদে বৈশ্বিক কর্মসূচির অংশ হিসেবে গতকাল সোমবার (৭ এপ্রিল) দিনভর উত্তাল ছিল সিলেট। এ আয়োজনের মিছিল থেকে এক পর্যায়ে কেএফসি, বাটা জুতার শো-রুমসহ বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এসব লুণ্ঠিত জুতার কিছু ফেসবুকে পোস্ট করে বিক্রির চেষ্টার অভিযোগে মামুনুল হক নামে একজনকে আটকও করেছে পুলিশ।
অর্থাৎ যমুনা টিভির কথিত ফটোকার্ডটিতে উল্লিখিত তারিখের প্রায় এক সপ্তাহ পরে সিলেটের ঘটনাটি ঘটেছে। এ সময়ের মধ্যে দেশের অন্যান্য সংবাদমাধ্যমেও চুরি করা জুতা বিক্রির জন্য ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে সিলেটে সমন্বয়ক গ্রেফতারের দাবিটির পক্ষে কোনো প্রমাণ মেলেনি।
সব মিলিয়ে ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে স্পষ্ট যে, চুরি করা জুতা বিক্রির জন্য ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে সিলেটে এক সমন্বয়ক গ্রেফতারের দাবিতে প্রচারিত যমুনা টিভির নাম ও লোগোযুক্ত ফটোকার্ডটি বানোয়াট।
তাই ফ্যাক্টওয়াচ ফটোকার্ডটিকে মিথ্যা হিসেবে সাব্যস্ত করছে।
Claim: গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে আয়োজিত মিছিল থেকে গতকাল সোমবার (৭ এপ্রিল) দেশের বেশ কয়েক জায়গায় কেএফসি, বাটা জুতার শো-রুমসহ বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে ফেসবুকে যমুনা টিভির নাম ও লোগোযুক্ত একটি ফটোকার্ড শেয়ার করে দাবি করা হচ্ছে, এসব চুরি করা জুতা বিক্রির জন্য ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে সিলেটে এক সমন্বয়ক গ্রেফতার হয়েছেন।
Claimed By: Facebook Users
Rating: False
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের
নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে।
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।
কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে ইমেইল করুনঃ contact@fact-watch.org অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh