ফেসবুকে যা ছড়াচ্ছেঃ বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সাব্বির রহমানের দুইটি ছবির কোলাজ শেয়ার করে ক্যাপশনে দাবি করা হচ্ছে তিনি বাংলাদেশ ছেড়ে স্কটল্যান্ড জাতীয় ক্রিকেট দলে যোগ দিয়েছেন।
আসল ঘটনাঃ দাবিটি মিথ্যা। ক্রিকেটার সাব্বির রহমান বাংলাদেশ ছেড়ে স্কটল্যান্ড জাতীয় ক্রিকেট দলে যোগ দিচ্ছেন না। তিনি তার নিজের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে এ ব্যাপারে নিশ্চিত করেছেন। তাছাড়া ছবির কোলাজটিও সাব্বির রহমানের নয়। স্কটল্যান্ড জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় রিচি বেরিংটন (Richie Berrington) এর আলাদা আলাদা দুইটি ছবিতে তার মুখের জায়গা সাব্বির রহমানের মুখ বসিয়ে দিয়ে সম্পাদনা করা হয়েছে।
ফেসবুকে ছড়িয়ে পড়া পোষ্টগুলোতে দাবি করা হচ্ছে, বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সাব্বির রহমান বাংলাদেশ ছেড়ে স্কটল্যান্ড জাতীয় ক্রিকেট দলে যোগ দিয়েছেন। বেশকিছু ইউটিউব চ্যানেল থেকে ভিডিও কন্টেন্ট বানিয়েও এই একই দাবি করা হচ্ছে। সাব্বির রহমানের ছবির কোলাজের পাশাপাশি ফেসবুকেও এগুলো ব্যাপকভাবে প্রচারিত হচ্ছে।
তাই এ ব্যাপারে সত্যতা যাচাই করার জন্য শুরুতেই প্রাসঙ্গিক কিছু কি-ওয়ার্ড ধরে অনুসন্ধান করা হয়। অনুসন্ধানে বাংলাভিশনের অফিশিয়াল ওয়েবসাইটে সাব্বির রহমানের স্কটল্যান্ড জাতীয় দলে খেলার বিষয়ে ৬ জুলাই ২০২৪-এ প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। সেখানে উল্লেখ করা হয় যে, সাব্বির রহমান নিজে স্কটল্যান্ড জাতীয় ক্রিকেট দলে যোগ দেয়া সম্পর্কিত দাবিটি সম্পুর্ণরূপে অস্বীকার করেছেন। সাব্বির রহমানের নিজের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে এই সম্পর্কিত একটি ভিডিও কন্টেন্টের লিংক যুক্ত করে তার ক্যাপশনে লিখেছেন, “খুবই দুঃখজনক বিষয় এটা, পুরোপুরি সস্তা নিউজ”। পরবর্তিতে সাব্বির রহমানের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে এই পোস্টটি খুঁজে পাওয়া যায়।
অন্যদিকে ফেসবুকে ছড়িয়ে পড়া সাব্বির রহমানের দুইটি ছবির কোলাজ ব্যবহার করে রিভার্স ইমেজ অনুসন্ধান করে এর পূর্বসংস্করণের দুইটি ছবি খুঁজে পায় ফ্যাক্টওয়াচ টিম। মূল ছবিগুলো হচ্ছে স্কটল্যান্ড জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় রিচি বেরিংটন (Richie Berrington) এর। এগুলোর মধ্যে একটি ছবি ইএসপিএনক্রিকইনফো (ESPNcricinfo) এবং অন্যটি আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ (ICC T20 World Cup) এর অফিশিয়াল ফেসবুক পেজ থেকে খুঁজে পায় ফ্যাক্টওয়াচ টিম। রিচি বেরিংটনের এই ছবিগুলো ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়কার।
যেহেতু, ‘সাব্বির রহমান বাংলাদেশ ছেড়ে স্কটল্যান্ড জাতীয় ক্রিকেট দলে যোগ দিয়েছেন’ এই দাবিটির সমর্থনে নির্ভরযোগ্য কোনো প্রমাণ পাওয়া যায়নি, সুতরাং ফ্যাক্টওয়াচের বিবেচনায় ভাইরাল পোষ্টগুলো মিথ্যা।
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে। এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।