সম্প্রতি “জেল পলাতক দুই জঙ্গি ক্রসফায়ারে” ক্যাপশনে একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। অনুসন্ধানে দেখা গেছে, ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়, বরং চার বছরের পুরনো । তবে এমন ক্যাপশনের জন্য সাধারণের মাঝে এমন একটি বার্তা ছড়িয়ে পড়েছে যে, সাম্প্রতিক সময়ে র্যাবের গুলিতে দুজন মারা গেছে। যে কারণে এমন ক্যাপশনগুলোকে ফ্যাক্টওয়াচ “মিথ্যা” সাব্যস্ত করেছে।
সাম্প্রতিক সময়ে প্রশাসনের গুলিতে জেল পলাতক কোনো জঙ্গির মৃত্যু হয়েছে কিনা এ বিষয়ে কোনো সংবাদ মাধ্যমেই কোনো প্রতিবেদন প্রকাশিত হতে দেখা যায়নি। বরং ২০ নভেম্বর ২০২২ তারিখে ঢাকার আদালত থেকে পালিয়ে যাওয়া নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের দুই জঙ্গিকে নিয়ে বিভিন্ন প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রশাসন থেকে এমন ঘোষণাও এসেছে যে, তাঁদের ধরিয়ে দিতে পারলে ২০ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। এভাবে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে যে, এদের কাউকেই গ্রেপ্তার করা যায় নি।
পরবর্তীতে ভাইরাল ভিডিওটির উৎস খুঁজতে ইউটিউবে বিভিন্ন কী-ওয়ার্ড ধরে সার্চ করা হয়। যার মাধ্যমে “রাজধানীর ভাষানটেকে সশস্ত্র মাদক ব্যবসায়ীদের সঙ্গে র্যাবের বন্দুকযুদ্ধ” শিরোনামে চ্যানেল আই-এর একটি ভিডিও পাওয়া যায়। উল্লেখ্য, এই ভিডিওটি ৪ বছর আগে ইউটিউবে আপলোড করা হয়েছে। ২ মিনিট ৬ সেকেন্ডের ভিডিওটি একাধিকবার পর্যবেক্ষণ করা হয়। তাতে ভাইরাল ভিডিওটির একাংশের সাথে ৪ বছর আগে সংবাদ মাধ্যমে প্রকাশিত হওয়া এই ভিডিওটির হুবহু মিল পাওয়া গেছে। ভিডিওটি দেখুন এখানে।
ঐ ভিডিও প্রতিবেদনে প্রতিবেদক জানিয়েছেন, আত্মগোপনে থাকা সাভারের শীর্ষ মাদক ব্যবসায়ী আতাকে গ্রেপ্তার বা বন্দুকযুদ্ধের ভিডিও এটি। আতার লুকিয়ে থাকার তথ্যে মঙ্গলবার শেষ রাতে ভাসানটেক দেওয়ান পাড়ার নির্মাণাধীন একতলা বাড়িসহ আশেপাশের এলাকা ঘিরে ফেলে র্যাব চতুর্থ ব্যাটেলিয়ানের সদস্যরা। ভোরের কিছু আগে ভিতরে অবস্থান করা সশস্ত্র মাদক ব্যবসায়ীরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র্যাব পাল্টা গুলি ছুঁড়লে গুলিবিদ্ধ অবস্থায় তিনজনকে উদ্ধার করা হয়। হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।
এ বিষয়টি অত্যন্ত পরিষ্কার যে, সাম্প্রতিক সময়ে বন্ধুকযুদ্ধে জেলপলাতক দুজন জঙ্গির মৃত্যুর কোনো ঘটনা ঘটেনি। এছাড়া ভাইরাল ভিডিওটি চার বছরের পুরনো এবং সেখানে র্যাবের সাথে বন্ধুকযুদ্ধে তিনজন মাদক ব্যবসায়ী নিহত হয়েছিলেন।
সঙ্গত কারণে এমন ক্যাপশনগুলোকে ফ্যাক্টওয়াচ “মিথ্যা” সাব্যস্ত করেছে।
আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন? কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন? নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?