ফেসবুকে গত কয়েকদিন ধরে “ছামিয়া জান্নাত” নামের একজন অসুস্থ শিশুর ছবি সংযুক্ত পোস্ট বিভিন্ন প্রোফাইল, পেজ ও গ্রুপ থেকে শেয়ার করা হয়েছে। পোস্টের বিবরণে দাবি করা হয়েছে, একজন অসহায় অটোচালক বাবা তার অসুস্থ সন্তানের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা চেয়েছেন। অর্থ সহায়তা পাঠানোর জন্য বিভিন্ন পোস্টে বিকাশ নম্বর দেয়া হয়েছে। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে জানা যাচ্ছে, ছবির অসুস্থ শিশুটির নাম ঋষিতা, এবং সে ভারতীয়। ইতিমধ্যে পোস্ট শেয়ারকারী একটি পেজ “মানবতার ফেরিওয়ালা”-কে পূর্বেও শিশুদের অসুস্থতার ছবি শেয়ার করে একাধিক প্রতারণামূলক পোস্ট করতে দেখা গেছে। ভারতের আর্থিক সহায়তার জন্য তহবিল সংগ্রহকারী প্রতিষ্ঠান Impact Guru-তে শিশুটির ছবিগুলো পাওয়া গেছে।
ভাইরাল হওয়া এই ফেসবুক পোস্টগুলোতে দাবি করা হয়, ছামিয়া জান্নাত নামের শিশুটি গলার ক্যান্সারে আক্রান্ত; তার চিকিৎসার জন্য ৬/৭ লাখ টাকার প্রয়োজন। পোস্টে সাহায্য পাঠানোর জন্য একটি বিকাশ নাম্বারের পাশাপাশি বলা হয়েছে শিশুটির বাবার নাম সিরাজ মিয়া, মায়ের নাম নিলা বেগম এবং বাড়ি নাটোর।
পোস্টে সংযুক্ত ছবিগুলো রিভার্স ইমেজ সার্চ করে ভারতের আর্থিক সহায়তার জন্য তহবিল সংগ্রহকারী প্রতিষ্ঠান “Impact Guru”-তে একই ছবিগুলো পাওয়া যাচ্ছে। ওয়েবসাইটের বিবরণী থেকে জানা যাচ্ছে, ঋষিতা নামের ৮ বছর বয়সী ভারতীয় শিশুটি লুপাস, কিডনি জটিলতাসহ বিভিন্ন রোগে আক্রান্ত। সে ভারতের হায়দারাবাদের একটি হাসপাতালে ভর্তি রয়েছে এবং ঋষিতার মায়ের নাম অস্বীনি।
ওয়েবসাইটে এ বছরের ১৪ ফেব্রুয়ারি ঋষিতার অসুস্থতার তথ্য হালনাগাদ করা হয়েছে। জানানো হয়েছে, ঋষিতা আইসিইউতে ভর্তি রয়েছে এবং তার চিকিৎসা চলমান।
উপরোক্ত তথ্য থেকে নিশ্চিত হওয়া যায়, ফেসবুকে শিশুটির ভুল নাম এবং অসুস্থতার তথ্য ব্যবহার করে আর্থিক সাহায্যের নামে প্রতারণার চেষ্টা করা হচ্ছে। তাই ফ্যাক্টওয়াচ এ দাবিকে “মিথ্যা” সাব্যস্ত করছে।
No Factcheck schema data available.
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের
নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে।
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।
কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে ইমেইল করুনঃ contact@fact-watch.org অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh