‘কুমিল্লা দেশের নবম বিভাগ হয়েছে, সকলকে অভিনন্দন’ এমন একটি পোস্ট ফেসবুকে ভাইরাল হয়েছে। ফ্যাক্টওয়াচ যাচাই করে দেখেছে, এই খবরের কোনো ভিত্তি নেই। এ ধরনের কোনো সিদ্ধান্ত সরকারের দায়িত্বশীল মহল গ্রহণ করে নি। দেশে এখনো ৮টি বিভাগই রয়েছে। ফলে এই সংবাদটিকে ফ্যাক্টওয়াচ “মিথ্যা” বলে সাব্যস্ত করছে।
গুজবের উৎস
গতকাল ২৫শে জুলাই বিভিন্ন ব্যক্তির প্রফাইল,পেজ এবং গ্রুপ থেকে ‘কুমিল্লা নতুন বিভাগ হচ্ছে, ঘোষনা আগামীকাল’ শীর্ষক গুজব ভাইরাল হতে দেখা যায়। এমন কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে , এখানে, এখানে, এখানে , এখানে ।
এরই প্রেক্ষিতে আজ কয়েকটা ফেসবুক পেজ এবং গ্রুপ থেকে জানানো হয়, কুমিল্লা বিভাগ হয়েছে, সকলকে অভিনন্দন জানাই।
এছাড়া কুমিল্লাকে বিভাগ হিসেবে চিহ্নিত করে একটা ম্যাপও ছড়িয়ে পড়তে দেখা যাচ্ছে সামাজিক মাধ্যমে।
ফ্যাক্টওয়াচের অনুসন্ধান
National Implementation Committee for Administrative Reorganization-Reform (NICAR) নামে একটা কমিটি আছে সরকারের। বাংলায় এর নাম “প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি”। এর প্রধান হলেন মাননীয় প্রধানমন্ত্রী ।
পুরো দেশকে কিভাবে সাংগঠনিক কাঠামোতে সাজাতে হবে সেই কাজ করে নিকার। নতুন কোন থানা/ উপজেলা/জেলা/বিভাগ হবে কিনা এই সংক্রান্ত প্রস্তাব পর্যালোচনা এবং ঘোষণা করে নিকার।
আজ ২৬শে জুলাই ২০২১ নিকার-এর মিটিং হওয়ার কথা ছিল। এই মিটিং-এ কুমিল্লাকে বিভাগ ঘোষণা করা হবে- এমন গুজব ছড়াতে থাকে।
তবে আজকের সভার কার্যতালিকায় কুমিল্লাকে বিভাগ ঘোষণা করার কোনো এজেন্ডা ছিল না।
এই এজেন্ডা অনুযায়ীই আজ নিকার এর মিটিং অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসস এ প্রকাশিত খবরে জানা গেছে, আজকের সভায় নিম্নলিখিত সিদ্ধান্তগুলি নেওয়া হয়েছে–
১। মাদারীপুরের কালকিনি উপজেলার ডাসার , কক্সবাজারে ঈদগাঁও ও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মধ্যনগর থানাকে উপজেলা করা হয়েছে।
২। দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার নাম পরিবর্তন করে রাখা হয়েছে শান্তিগঞ্জ।
৩। ঢাকা জেলার দোহার পৌরসভা এবং মাদারীপুরের শিবচর পৌরসভার সীমানা পুনঃনির্ধারণ করা হয়েছে।
৪। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ বেশ কিছু স্থাপনা অন্তর্ভুক্ত করে সিলেট সিটি কর্পোরেশনের সীমানা বৃদ্ধি করা হয়েছে।
“কুমিল্লা” নামে আজ কোনো নতুন বিভাগ ঘোষণা করা হয়নি। এটা প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় কমিটির আজকের সভায় এজেন্ডার মধ্যেই ছিল না। ফলে, খবরটি ভূয়া।
আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন? কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন? নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?