পাকিস্তানের ডন পত্রিকার নামে প্রেসিডেন্ট জিয়াকে নিয়ে ভুয়া প্রতিবেদন 

23
পাকিস্তানের ডন পত্রিকার নামে প্রেসিডেন্ট জিয়াকে নিয়ে ভুয়া প্রতিবেদন 
পাকিস্তানের ডন পত্রিকার নামে প্রেসিডেন্ট জিয়াকে নিয়ে ভুয়া প্রতিবেদন 

Published on: [post_published]

সম্প্রতি ফেসবুকে পাকিস্তানের ইংরেজী পত্রিকা ডনের ‘রিটার্ন টু দ্যা পাক এরা’ শিরোনামে একটি প্রতিবেদনের ছবি ভাইরাল হয়েছে। পোস্টের ক্যাপশনে দাবি করা হয়েছে প্রতিবেদনটি ১৯৭৮ সালের ৫ সেপ্টেম্বরের। এএফপি ফ্যাক্টচেকের অনুসন্ধানে জানা যাচ্ছে, উক্ত তারিখে ডন পত্রিকা থেকে এ শিরোনামে এমন কোনো প্রতিবেদন প্রকাশিত হয় নি। পোস্টে ব্যবহৃত সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবিটির ব্যাকগ্রাউন্ডও সম্পাদিত করে বসানো হয়েছে। তাই ফ্যাক্টওয়াচ এ পোস্টকে “মিথ্যা” আখ্যা দিচ্ছে। 

গুজবের উৎস:

২০২৩ সালের সেপ্টেম্বর মাস থেকে পোস্টটি ফেসবুকে ছড়ায়। কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে। 

 

ফ্যাক্টওয়াচ অনুসন্ধান: 

ফেসবুকে পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, পাকিস্তানের ডন পত্রিকা ১৯৭৮ সালের ৫ সেপ্টেম্বর বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবির সাথে “Return to the Pak era” বা “পাকিস্তান যুগে প্রত্যাবর্তন” শিরোনামে একটি প্রতিবেদন করেছে। উল্লেখ্য প্রেসিডেন্ট জিয়া ১৯৭৭ সালে ক্ষমতা গ্রহণ করেন এবং ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর রাজনৈতিক দল বিএনপি গঠন করেন। 

ডন পত্রিকার ওয়েবসাইট আর্কাইভে ২০১৩ সালের পূর্বের কোনো পত্রিকার রেকর্ড নেই। তবে প্রতিবেদনটির সন্ধান করতে গিয়ে এ সম্পর্কে ফ্যাক্টচেকিং সংস্থা AFP Fact Check থেকে ২৮ ডিসেম্বর,২০২৩ এ প্রকাশিত একটি রিপোর্ট পাওয়া যাচ্ছে। 

এ রিপোর্ট থেকে জানা যায়, ডন পত্রিকার সম্পাদক হাসান বেলাল জায়েদী এএফপি ফ্যাক্টচেককে জানিয়েছেন যে ফেসবুকে শেয়ার করা এ প্রতিবেদনের ছবিটি বানোয়াট। ডন পত্রিকার পক্ষ থেকে এএফপিকে উক্ত দিনের ২৪ পৃষ্ঠার সংবাদপত্রটি সরবরাহ করা হয় যেখানে এমন কোনো প্রতিবেদন বা শিরোনামের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় নি। 

এএফপির কাছে সরবরাহকৃত উক্ত তারিখে ডনের সংবাদপত্রের ছবি

এদিকে চ্যানেল আই অনলাইন এবং roarmedia-এর দুটি প্রতিবেদনে ফেসবুক পোস্টের ছবিটি খুঁজে পাওয়া যাচ্ছে। ফেসবুক পোস্টের ছবিতে জিয়াউর রহমানের ব্যাকগ্রাউন্ডে পাকিস্তানের অর্ধচন্দ্রাকার পতাকা দেখা গেলেও প্রতিবেদন দুটির ছবির ব্যাকগ্রাউন্ডে পাকিস্তানের পতাকার কোনো অস্তিত্ব নেই। 

ফেসবুক পোস্টের ছবি (ব্যাকগ্রাউন্ডে পাকিস্তানের পতাকা)

 

আসল ছবি (ব্যাকগ্রাউন্ডে পাকিস্তানের পতাকা নেই)

এ থেকে প্রতীয়মান হয় যে, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের তৎকালীন একটি ছবিকে বিকৃত করে ডন পত্রিকার নামে মিথ্যা প্রতিবেদন বানিয়ে ফেসবুকে ছড়ানো হচ্ছে। তাই সার্বিক বিবেচনায় ফ্যাক্টওয়াচ এ পোস্টকে “মিথ্যা” সাব্যস্ত করছে। 

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।।
এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকেঃ
ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

No Factcheck schema data available.