পুলিশের গোয়েন্দা শাখাপ্রধানকে নিয়ে ভাইরাল গুজব ও বিকৃত ছবি

11
পুলিশের গোয়েন্দা শাখাপ্রধানকে নিয়ে ভাইরাল গুজব ও বিকৃত ছবি পুলিশের গোয়েন্দা শাখাপ্রধানকে নিয়ে ভাইরাল গুজব ও বিকৃত ছবি

Published on: [post_published]

সম্প্রতি পুলিশের গোয়েন্দা শাখার প্রধান হারুন অর রশীদকে নিয়ে একটি ভিডিও  সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার হতে দেখা যাচ্ছে  যেখানে দাবি করা হচ্ছে,  তাকে সিঙ্গাপুর এয়ারপোর্টে গ্রেফতার করা হয়েছে। অনুসন্ধানে দেখা যায়,  এই তথ্য টি সম্পুর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। ভিডিওতে ব্যবহৃত ছবিটি বিকৃত বা এডিটেড। তাছাড়া ওখানে  স্বরাষ্ট্রমন্ত্রীর যেই বক্তব্যটি তুলে ধরা হয়েছে, সেটি হারুণ অর রশীদকে নিয়ে হলেও সম্পূর্ণ ভিন্ন একটি প্রসঙ্গে দেয়া। বিকৃত ছবি আর অপ্রাসঙ্গিক অডিও-সম্বলিত এই দাবিটিকে তাই ফ্যাক্টওয়াচ মিথ্যা বলে সাব্যস্ত করেছে।

এমন কিছু ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে

ফ্যাক্ট ওয়াচ এর অনুসন্ধান

ভিডিওতে ব্যবহৃত ভাইরাল ছবিটির রিভার্স ইমেজ অনুসন্ধানে দেখা যায়, এই ছবিটি ৬ জুন ২০১২ সালে একজন মাদক ব্যাবসায়ীকে সান জুয়ান এয়ারপোর্টে গ্রেফতার করার সময়ে তোলা। সিঙ্গাপুর পুলিশের ইউনিফর্মের সাথে উক্ত ছবিতে উপস্থিত পুলিশের ইউনিফর্মের কোনো মিল নেই। ঐ ছবিতে থাকা গ্রেপ্তারকৃত ব্যক্তির ছবিটির ওপরে হারুণ অর রশীদের একটি ছবি জুড়ে দেয়া হয়েছে।


অন্যদিকে, ভাইরাল ভিডিওতে, হারুন অর রশীদকে নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রীর যে বক্তব্যটি তুলে ধরা হয়েছে মূলত তা তিন বছর আগের সম্পূর্ণ ভিন্ন একটি প্রসঙ্গের। সেখানে তৎকালীন পুলিশ সুপার হারুণ অর রশীদের বিরূদ্ধে উঠা একটি চাঁদাবাজির অভিযোগ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য দিচ্ছিলেন।

সম্পূর্ণ বক্তব্যটি দেখুন এখানে

উল্লেখ্য, ডিবি-প্রধান হারুণ অর রশীদ সম্পর্কিত আরো কিছু গুজব ফ্যাক্টওয়াচ ইতিমধ্যে মিথ্যা বলে সাব্যস্ত করেছে।

এই সম্পর্কিত কিছু রিপোর্ট দেখুন এখানে এবং এখানে

একইভাবে, হারুণ অর রশীদের গ্রেফতার নিয়ে ছড়ানো গুজবটিও সম্পুর্ন ভুয়া এবং ভিত্তিহীন। তাই  ফ্যাক্টওয়াচ এই গুজবটিকে “মিথ্যা” বলে সাব্যস্ত করেছে।

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।।
এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকেঃ
ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

No Factcheck schema data available.