ডিবিসি’র এই ফটোকার্ডটি ভুয়া

79
ডিবিসি’র এই ফটোকার্ডটি ভুয়া
ডিবিসি’র এই ফটোকার্ডটি ভুয়া

Published on: [post_published]

সম্প্রতি ডিবিসি নিউজের ফটোকার্ডের আদলে তৈরি একটি ফটোকার্ড সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। আলোচিত ফটোকার্ডটিতে একটি গরুর ছবি ব্যবহার করে দাবি করা হচ্ছে, “মাত্র ২ লাখে বিক্রি হলো আল্লামা দেলওয়ার হোসাইন সাইদী।” তবে, ফ্যাক্টওয়াচ টিম ডিবিসি নিউজের ফেসবুক পেইজ এবং ওয়েবসাইটে এমন কোন ফটোকার্ড কিংবা সংবাদ খুঁজে পায়নি। বরং, ডিবিসি নিউজের ফেসবুক পেইজ থেকে গত ২৪ জুন ২০২৩ এ প্রকাশিত উক্ত ফটোকার্ডের অনুরূপ গরুর ছবি সংবলিত আরেকটি ফটোকার্ড পাওয়া গেছে, যেখানে লেখা আছে: “কোরবানির গরুর বয়স ও দাঁত উঠা নিয়ে যা মানতে হবে।” মূলত এই ফটোকার্ডটিকে সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। তাছাড়া, ঐ একই গরুর ছবিটিকে বিভিন্ন সংবাদমাধ্যমে ফিচার ছবি হিসেবে ব্যবহার করতে দেখা গেছে। সঙ্গত কারণে ফ্যাক্টওয়াচ সামাজিক মাধ্যমে শেয়ারকৃত পোস্টের দাবিকে “বিকৃত” বলে সাব্যস্ত করছে।

 

অনুসন্ধান:

সামাজিক মাধ্যমে শেয়ারকৃত ফটোকার্ডটিতে ব্যবহৃত গরুর ছবিটি নিয়ে রিভার্স ইমেজ সার্চ পদ্ধতিতে অনুসন্ধান করে আমরা একাধিক সংবাদমাধ্যম ( ) কর্তৃক প্রকাশিত সংবাদ খুঁজে পেয়েছি, যেখানে উক্ত ছবিটি ফিচার ছবি হিসেবে ব্যবহার করা হয়েছে। এর মাঝে ডিবিসি নিউজ কর্তৃক গত ২৪ জুন ২০২৩ এ প্রকাশিত কোরবানির গরুর বয়স ও দাঁত উঠা নিয়ে যা মানতে হবে – শিরোনামের একটি সংবাদ পাওয়া গেছে, যেখানে ব্যবহৃত গরুর ছবিটির সাথে আলোচিত ফটোকার্ডে ব্যবহৃত গরুর ছবির মিল রয়েছে। পরবর্তীতে আমরা ডিবিসি নিউজের ফেসবুক পেইজ ঘেঁটে ২৪ জুন ২০২৩ এ প্রকাশিত “কোরবানির গরুর বয়স ও দাঁত উঠা নিয়ে যা মানতে হবে” টেক্সট সংবলিত একটি ফটোকার্ড খুঁজে পেয়েছি, যার সাথে আলোচিত ফটোকার্ডটির বেশ মিল রয়েছে। মূলত এই ফটোকার্ডটিকে সম্পাদনা করে “মাত্র ২ লাখে বিক্রি হলো আল্লামা দেলওয়ার হোসাইন সাইদী” লিখে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়া হয়েছে।


এমন কয়েকটি পোস্টের নমুনা দেখবেন এখানে, এখানে, এখানে, এবং এখানে। 

অতএব, উপরের আলোচনা থেকে এই বিষয়টি স্পষ্ট যে, সামাজিক মাধ্যমে যে ফটোকার্ডটি ছড়িয়ে পড়েছে সেটি আসল নয়। বরং সম্পাদিত।

সুতরাং, সবকিছু বিবেচনা করে ফ্যাক্টওয়াচ উক্ত ফটোকার্ডটিকে “বিকৃত” বলে সাব্যস্ত করছে।

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।।
এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকেঃ
ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

No Factcheck schema data available.